ICDS Recruitment Start In New District 2024: ৩২৬৫৯ টি শূন্যপদে রাজ্যের কোন নতুন জেলায় আবেদন শুরু হয়েছে? দেখুন বিস্তারিত তথ্য এক নজরে!
ICDS Recruitment Start In New District 2024:
রাজ্যের মহিলা চাকরী প্রার্থীদের জন্য রয়েছে আবারও খুশির সংবাদ। কিছুদিন আগেই রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বিধানসভা ভোটে দাঁড়িয়ে জানিয়েছিলেন, খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী পদে কিছু মহিলা কর্মী নিয়োগ করা হবে। এর পাশাপাশি এই অঙ্গনওয়াড়ি কর্মী পদের মোট শূন্যপদ সংখ্যা জানান ৩২৬৫৯ টি।
সেই কথা মতো ২০২৪- এর বিধানসভা ভোটের পর রাজ্যে বিভিন্ন জেলায় জেলায় ৩২৬৫৯ টি শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সেই অনুযায়ী বিভিন্ন জেলায় সরকারি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। আর আপনারা সকলেই জানেন, কিছুদিন আগে পর্যন্ত উত্তর ২৪ পরগণা, বাঁকুড়া, কোচবিহার, দক্ষিন দিনাজপুর, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী পদে নিয়োগ চলছিল। সেই সম্পর্কিত সমস্ত তথ্য আগের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বর্তমানে নতুন কোন কোন জেলায় আবেদন চলছে, সেটা জেনে নেওয়া যাক। ICDS Recruitment Start In New District 2024
Table of Contents
যোগ্যতা ও নিয়মাবলী:
পদের নাম:
১. অঙ্গনওয়াড়ি কর্মী
২. অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী
শূন্যপদ সংখ্যা:
জেলার ভিন্ন ভিন্ন ব্লক হিসাবে নোটিশ প্রকাশ করা হয়েছে এবং প্রতিটি ব্লকে কাস্ট অনুযায়ী ভিন্ন ভিন্ন শূন্যপদ রাখা হয়েছে। এই নিয়ে একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যার লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া হয়েছে।
শিক্ষগত যোগ্যতা:
অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী পদের জন্য ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে।
বয়স সীমা:
অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী পদে আগ্রহী প্রার্থীর বয়সের মানদণ্ড রাখা হয়েছে ১৮-৩৫ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেনীর জন্যে বয়সের সীমায় ছাড় দেওয়া হয়েছে। ICDS Recruitment Start In New District 2024
নিয়োগ প্রক্রিয়া:
অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী পদের জন্য এর আগে যেভাবে কর্মী নিয়োগ করা হচ্ছিলো তেমন ভাবেই হবে। প্রথমে ৯০ নম্বরের লিখিত পরীক্ষা এবং পরবর্তীতে ১০ নম্বরের মৌখিক পরীক্ষা পাশের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।
আবেদন পদ্ধতি:
এইবার অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীকে অফলাইনের সাহায্যে নিতে হবে। প্রতিবেদনের শেষে ফর্ম ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হয়েছে, ফর্ম ডাউনলোড করে ফিলাপ করে প্রয়োজনীয় নথিপত্রের সঙ্গে নির্দিষ্ট ঠিকানায় জমা করে আসতে হবে। ICDS Recruitment Start In New District 2024
আবেদন জমা করার ঠিকানা:
ব্লক অনুযায়ী আবেদন জমা করার ঠিকানা ভিন্ন ভিন্ন রয়েছে, যা সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আপনাদের সুবিধার্থে প্রতিবেদনের শেষে সরকারি বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া হইলো।
গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ-
Official Notification Link | Click Here |
Application Form | Apply Now |
বিশেষ দ্রষ্টব্য:
পরবর্তীতে ICDS সম্পর্কীত ও আরও নতুন নতুন চাকরি ও ট্রেন্ডিং খবর পাওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ।
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।
29tarik j exam ta hoyeche tar result kobe berobe?
Ki vabe bujbo ?