Indian Flag Order Online 2024: স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে পতাকা দিচ্ছে সরকার, অনলাইনে আবেদন করুন।

Indian Flag Order Online 2024: স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে পতাকা দিচ্ছে সরকার, অনলাইনে আবেদন করুন।স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে পতাকা দিচ্ছে সরকার, অনলাইনে আবেদন করুন।

যখন ভারত তার 77 তম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছিল, সেই সময় হর ঘর তিরাঙ্গান অভিযান শুরু হয়।এই অভিযান 2.0-এর অংশ হিসেবে সারা দেশে ভারতীয় জাতীয় পতাকা পোস্ট অফিসগুলোতে বিক্রি হচ্ছিল। ভারত সরকার সকল নাগরিকের তাদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য উত্সাহিত প্রচার শুরু করেন ।

Indian Flag Order Online 2024

Indian Flag Order Online

আপনারা সকলেই জানেন 15 August ভারতবর্ষে স্বাধীনতা দিবস । এই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। Indian Flag Order Online 2024

সকল ভারতীয় যাতে তাদের বাড়িতে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করতে পারে, সেই জন্য ভারত সরকার ও ভারতীয় ডাক বিভাগ এক অভিনবত্ব উদ্যোগ নিয়েছে। সকল ভারতীয়দের বাড়িতে পতাকা উত্তোলনের স্বপ্ন এবার পূরন হবে ।

ভারতীয় জাতীয় পতাকা সকল ভারতীয়রা তাদের বাড়িতে উত্তোলন করতে পারবে। বাড়িতে বসেই হাতে থাকা মোবাইল থেকে অনলাইনে মাধ্যমে ভারতের পতাকা অর্ডার করতে পারবে। আর সেই পতাকা আপনার বাড়িতে পৌঁছে দেবে ভারতীয় ডাক বিভাগ । Indian Flag Order Online 2024

কিভাবে আপনারা বাড়িতে বসে পতাকার আবেদন করবেন বিস্তারিতভাবে আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হলো এবং আবেদন করার লিঙ্ক এই প্রতিবেদনেই দেওয়া হবে।

ভারতীয় জাতীয় পতাকা অর্ডার করতে কত টাকা লাগবে?:-

ভারতের জাতীয় পতাকা বাড়িতে বসে অনলাইনে অর্ডার করার জন্য মাত্র 25 টাকা আপনাকে আবেদন মূল্য দিতে হবে।

Indian Flag Order Online 2024
Indian Flag Order Online 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতীয় জাতীয় পতাকা অর্ডার করার পদ্ধতি :-

•প্রথম ধাপ: প্রথমই পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, এই প্রতিবেদনের নিচে লিংক দেওয়া রয়েছে। •দ্বিতীয় ধাপ: আপনার মোবাইল নাম্বার বসাবেন, মোবাইল নাম্বারে ওটিপি আসবে। ওটিপি বসিয়ে লগইন করবেন

•তৃতীয় ধাপ :আপনি যেই ঠিকানায় পতাকাটি নিতে চান সেই ঠিকানা দিতে হবে । আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেইল আইডি, পিন কোড, জেলার নাম, রাজ্যের নাম এবং সম্পূর্ণ ঠিকানা বসাতে হবে।

•চতুর্থ ধাপ:প্রসেস টু পেমেন্ট অপশনে ক্লিক করে ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং অথবা ইউপিআই এর মাধ্যমে 25 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। পেমেন্ট হয়ে গেলেই আপনাকে রিসিভ কপি দেখিয়ে দেবে।

•পঞ্চম ধাপ: কিছুদিনের মধ্যেই আপনার দেওয়া ঠিকানায় ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে ভারতের জাতীয় পতাকা পাঠিয়ে দেওয়া হবে। Indian Flag Order Online 2024

ভারতীয় জাতীয় পতাকা অনলাইনে অর্ডার করার লিংক:-


Order Link- CLICK HERE

আরও পড়ুন- Murshidabad Block Land Records Office Recruitment 2024 : সুখবর সুখবর! BLRO অফিসে কর্মী নিয়োগ হচ্ছে , এই আবেদন মিস করলেই বড়সড় লস

আরও পড়ুন- West Bengal ICDS Recruitment 2024: 32000 শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হয়েছে, অনলাইনে আবেদন করুন।

আরও পড়ুন- Bankura Puja News 2024: শুশুনিয়াতে পাহাড়ের নীচে দুর্গাপূজার সূচনা! থিম এখনো প্রকাশ্যে তুলে ধরা হয় নি।

1 thought on “Indian Flag Order Online 2024: স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে পতাকা দিচ্ছে সরকার, অনলাইনে আবেদন করুন।”

Leave a Comment