Jan Dhan Yojana 2024: কেন্দ্র সরকার জনধন যোজনার ১০ বছরের সাফল্য তুলে ধরলেন জন সাধারণের সামনে!

Jan Dhan Yojana 2024: কেন্দ্র সরকার জনধন যোজনার ১০ বছরের সাফল্য তুলে ধরলেন জন সাধারণের সামনে!

Jan Dhan Yojana 2024:

১০ বছর সম্পূর্ণ হলো প্রধান মন্ত্রী জনধন যোজনার। বর্তমানে প্রধানমন্ত্রী জনধন যোজনার মোট উপভোক্তার সংখ্যা ৫৩.১৩ কোটি। কেন্দ্রীয় অর্থ মন্ত্রীর প্রকাশিত তথ্য অনুসারে, জনধন যোজনার জন্যে অ্যাকাউন্টে মোট ২ লাখ ৩১ হাজার ২৩৬ কোটি টাকা জমা রাখা ছিলো। তার মধ্যে জনধন যোজনার জন্যে প্রায় ১৫ গুণ ডিপোজিট বৃদ্ধি পেয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। Jan Dhan Yojana 2024

প্রধান মন্ত্রী জনধন যোজনার সম্পূর্ণ ১০ বছরের পূর্তিতে কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী সোস্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমে জনধন যোজনার উপভোক্তাদের অভিনন্দন জানিয়েছেন। একই সাথে এই আনন্দ সকলের সাথে ভাগ করে নিয়েছেন সোস্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমে।

জনধন যোজনা কি?

জনধন যোজনা হলো কেন্দ্রীয় সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা পরিচালিত একটি প্রকল্প। যা ২০১৪ সালের ২৮ শে আগস্ট চালু করা হয়েছিলো। এই প্রকল্পের সাহায্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাশ্রয়ী মূল্যের সাহায্যে বিভিন্ন বীমা কোম্পানি, পেনশেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট গুলিতে অ্যাকসেস প্রদান করার পরিকল্পনা করেছিলেন। সেই মতো এই প্রকল্পকে তিনি বাস্তবায়িত করেছেন। গত ২৮ শে আগস্ট এই প্রকল্পটির সম্পূর্ণ ১০ বছর পূর্ণ হলো। আর সেই খুশিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোজনার অধীনে থাকা সকল উপভোক্তাদের সঙ্গে এই খুশী ভাগ করে নিয়েছেন। Jan Dhan Yojana 2024

Jan Dhan Yojana 2024
Jan Dhan Yojana 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জনধন যোজনা সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য:

২০২৪ সালে অর্থাৎ বর্তমানে প্রধানমন্ত্রী জনধন যোজনায় উপভোক্তার সংখ্যা মোট ৫৩.১৩ কোটি। কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারামান জানান, এতো বছরে এই জনধন অ্যাকাউন্টে মোট অর্থ জমা হয়েছে ২ লক্ষ ৩১ হাজার ২৩৬ কোটি টাকা। জনধন অ্যাকাউন্টে প্রথমে যেই পরিমাণ অর্থ দিয়ে শুরু করা হয়েছিলো তার তুলনায় প্রায় ১৫ গুণ ডিপোজিট বেড়েছে বর্তমানে। কেন্দ্রীয় সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, জনধন যোজনার মোট ৫৩.১৩ কোটি গ্রাহকের মধ্যে ৫৫.৬ শতাংশ গ্রাহকই রয়েছেন মহিলা হোল্ডার, যা প্রধান মন্ত্রীর কাছে আরও খুশির খবর। এর পাশাপাশি ৫৩.১৩ কোটি গ্রাহকের মধ্যে ৬৬.৬ শতাংশ গ্রাহকই গ্রাম ও শহরাঞ্চলের বাসিন্দা। এই জনধন যোজনার অনেকগুলি সুবিধা রয়েছে তার মধ্যে একটি হলো এই জনধন যোজনাতে অ্যাকাউন্ট খুলতে কোনো রকম টাকা দিতে হবে না।

আরও পড়ুন- WB DEO Recuirtment News 2024: পশ্চিমবঙ্গে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ শুরু, এক্ষুনি আবেদন করুন!

Leave a Comment