Jio Cheapest Plan 2024: বাজার ধরে রাখতে জিও মরিয়া,তাই আনল সেরা রিচার্জ প্ল্যান, 90 দিনের বৈধতার সাথে পান 200 GB ডেটা।

Jio Cheapest Plan 2024: বাজার ধরে রাখতে জিও মরিয়া,তাই আনল সেরা রিচার্জ প্ল্যান, 90 দিনের বৈধতার সাথে পান 200 GB ডেটা।

Jio Cheapest Plan 2024:

3 July থেকে বাড়ানো হয়েছে রিচার্জের দাম। জিও, এয়ারটেল ওই দিন থেকে বাড়ানো সাথে সাথে ভোডাফোন আইডিয়া একই পথে হাঁটলেন।জুলাই থেকে নতুন মূল্য কার্যকর করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের পরই দেশের সর্বত্র সমালোচনার ঝড় ওঠে। এক লাফে খরচ বেড়ে যায় গ্রাহকদের। ফলে অনেকেই অন্য সিমে পোর্ট করার চিন্তা ভাবনা শুরু করেন। সম্প্রতি কালে আবার অনেকে গ্ৰাহক পোর্ট করেও ফেলেছেন।

Table of Contents

Jio Cheapest Plan 2024
Jio Cheapest Plan 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Jio Cheapest Plan 2024: কোটি কোটি ইউজারদের ধরে রাখতে জিও আজ মরিয়া!তারই জন্য নিয়ে এসেছে 200 জিবি ইন্টারনেট, আনলিমিটেড 5 জি এরং সাথে থাকছে 90 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল সহ সেরা প্ল্যান অফার। দেরি না করে আজই নিন এই অফারের সুবিধা।

দেশের শীর্ষস্থানে রয়েছে তিনটি টেলিকম সংস্থা জিও (Jio), ভোডাফোন-আইডিয়া (Vi), এয়ারটেল (Airtel) তাদের রিচার্জ প্ল্যানের দাম অনেকটাই বৃদ্ধি করেছে। মধ্যবিত্তদের লাগালের বাইরে।তবে জিও সংস্থা তাদের গ্রাহকদের জন্য কিছু লাভজনক প্ল্যান নিয়ে এসেছে।

রিলায়েন্স জিও একটি নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান বাজারে এনেছে। জিও-এর অফিসিয়াল ওয়েবসাইট বা My Jio অ্যাপ থেকে 899 টাকার এই রিচার্জ প্ল্যানটি আপনি কিনতে পারবেন।

Jio Cheapest Plan 2024
Jio Cheapest Plan 2024

নতুন এই এই প্ল্যানটির 899 টাকা দিয়ে রিচার্জ করলে মেয়াদ থাকবে 90দিনের। এই রিচার্জ প্ল্যানটি থেকে গ্রাহকরা দৈনিক 2GB হাই-স্পিড ডেটার সুবিধা পাবেন। এর সাথে গ্রাহকরা 20 GB ডেটা ফ্রি পাবেন। এছাড়াও এই প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক 100টি SMS-এর সুবিধাও পেয়ে যাবে। এই প্ল্যানটিতে গ্রাহকরা আনলিমিটেড 5G অফার পাবেন।

এছাড়াও এই প্ল্যানটির সঙ্গে Jio App-এর মাধ্যমে নানা ধরনের বিনোদন উপভোগ করতে পারবেন। এই প্ল্যানটির সাথে JioTV, JioCloud, JioCinema অ্যাপের সাবস্ক্রিপশনও পায়ে যাবেন।

Jio Official Website Link- Click Here

আরও পড়ুন- Aadhaar Card Big Update 2024: আধার কার্ড যাচাইকরণ প্রক্রিয়া চালু হচ্ছে। আপনার করণীয় কী? দেখুন বিস্তারিত!

Leave a Comment