Jio Cheapest Recharge Plan For 28 Days: অনেকেই জানেন না জিও- এর ২৮ দিনের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান সম্পর্কে, কি রয়েছে এই প্ল্যানে জেনে নিন।
Jio Cheapest Recharge Plan For 28 Days:
Jio- এর রিচার্জ প্ল্যানে রয়েছে অনেকটা সস্তায় ২৮ দিনের আনলিমিটেড কলিং- এর সুবিধা। অনেকেই অবগত আছেন jio- এর ২৮ দিনের এই সস্তার রিচার্জ প্ল্যান সম্পর্কিত বিষয়ে, আবার অনেকেই জানেন না এটির সমন্ধে। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক ২৮ দিনের বৈধতায় জিও- এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান সম্পর্কিত সমস্ত তথ্য।
Table of Contents
Jio Recharge Plan 2024:
কয়েকদিন আগেই হঠাৎ বদলে ফেলা হলো বর্তমানে দেশের সবচেয়ে বড়ো প্রাইভেট টেলিকম কোম্পানি জিও এবং এয়ারটেলের মাসিক ও বার্ষিক রিচার্জ প্ল্যানগুলির মূল্যে ও তার সাথে বাড়িয়ে দেওয়া হয়েছে বেসিক ডাটা প্ল্যানেরও দাম। তাতে অনেকটাই অস্বস্তি প্রকাশ করেছিলেন jio ও Airtel সিম ব্যবহারকারী গ্রাহকেরা। এখনকার বাজারে সব জিনিসের দাম আকাশ ছোঁয়া, এই সময় রিচার্জের দামও আরও বাড়িয়ে দেওয়া হবে সেটার জন্য একটুও প্রস্তুত ছিলেন না গ্রাহকেরা। তার মধ্যে এখন প্রতিটি বাড়িতেই কমপক্ষে প্রায় ৩-৪ টা ফোনের ব্যবহার হবেই। তো সেখানে দাঁড়িয়ে রিচার্জ করাটাও আবশ্যক হয়ে পড়েছে, কারণ রিচার্জ না করলেও তো আবার ইনকামিং কলও কিছুদিনের মধ্যে নিষিদ্ধ করে দেওয়া হয় যেটা আগে ছিলো না। সেখানে বাধ্য হয়ে রিচার্জ করতেই হবে সকলকে। Jio Cheapest Recharge Plan For 28 Days
এইসব কিছুর মাঝে সকলেই চাইছে বেশি দামী রিচার্জের প্ল্যান থেকে বাঁচতে। এখন জিও- এর অনেক গ্রাহকেরাই জানেন জিও সবচেয়ে সস্তা এই রিচার্জের প্ল্যান সর্ম্পকে। আবার অনেক এই প্ল্যানটির সঙ্গে অবগত নন। তো আসুন জেনে নেওয়া যাক ২৮ দিনের বৈধতায় jio- এর সবচেয়ে কম দামি রিচার্জ প্ল্যানটি কি রয়েছে?
Jio- এর সস্তা রিচার্জ প্ল্যান:
Jio- এর ২৮ দিনের বৈধতার মধ্যে সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যানটির দাম হলো ১৮৯ টাকা। এখানে আপনি পাবেন ২৮ দিনের বৈধতার সঙ্গে আনলিমিটেড কল উপভোগ করার সুযোগ ও মোট ৩০০ টা মেসেজের সুবিধা। একই সাথে পাবেন ২৮ দিনের মেয়াদে মোট ২ জিবি ডাটা। Jio Cheapest Recharge Plan For 28 Days
Jio Cheapest Recharge Plan For 28 Days
১৮৯ টাকার প্ল্যানটি কাদের জন্য উপযুক্ত?
১. Jio- এর যেসব গ্রাহকদের বেশি পরিমাণ ইন্টারনেট ব্যবহার করতে হয় না। এছাড়াও অল্প পরিমাণ ডাটা ব্যবহারকারীদের জন্যও ১৮৯ টাকার এই রিচার্জ প্ল্যানটি সঠিক রয়েছে।
২. এমন অনেকেই আছেন যাদের আসল ফোনের পাশাপাশি আর একটি ফোনের ব্যাকআপ রাখতে হয় বা যেই ফোন শুধুই কল করার কাজে ব্যবহার করা হয়। সেই সমস্ত ফোনের জিও গ্রাহকদের জন্য ১৮৯ টাকার ২৮ দিনের বৈধতার প্ল্যান উপযুক্ত রয়েছে। Jio Cheapest Recharge Plan For 28 Days
Jio- এর সস্তায় ডাটা রিচার্জ প্ল্যান:
শুধু যে জিও মাসিক ও বার্ষিক রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়ানো হয়েছে, তা কিন্তু নয় সেটা আমরা সকলেই জানি। সেই সাথে বাড়িয়ে দেওয়া হয়েছে নিত্যদিনের ডাটা রিচার্জ প্ল্যানগুলির দামও। এমন পরিস্থিতিতেও আমাদের ডাটা রিচার্জ করতেই হবে কারণ আমরা প্রত্যেকেই ইন্টারনেটের প্রতি আসক্ত হয়ে পড়েছি, নেট ছাড়া যেন দিন কাটতেই চায় না। শুধু তাই নয়, এখন বেশিরভাগ কাজই আমাদের অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ হয়। সে ক্ষেত্রে কল রিচার্জ জরুরি না হলেও ডাটা রিচার্জ করা সকলের জন্যই ভীষণ দরকারি। তো আসুন জেনে নেওয়া যাক সবচেয়ে সস্তায় কত টাকায় পাবেন জিও গ্রাহকেরা প্রতিদিন ১ জিবি ডাটা বিনামূল্যে।
Jio- এর ২৮ দিনের বৈধতায় সবচেয়ে কমদামী রিচার্জের প্ল্যানের মতোই আর একটি অন্যতম সস্তার রিচার্জ প্ল্যানটি হলো ২০৯ টাকায়। যেটা ডাটা ব্যবহারকারী গ্রাহকদের জন্য অনেকটাই সুবিধাজনক। তো আসুন সংক্ষেপে জেনে নেওয়া যাক ২০৯ টাকার রিচার্জ প্ল্যানে কি কি সুবিধা রয়েছে?
২০৯ টাকার ডাটা রিচার্জ প্ল্যান:
২০৯ টাকার রিচার্জ প্ল্যানে জিও গ্রাহকেরা প্রতিদিন কমপক্ষে ১ জিবি করে ডাটা পাচ্ছেন। তার সাথে আনলিমিটেড কল উপভোগ করার সুবিধা, এর মধ্যে লোকাল ও STD দুটো কলিং- এর সুবিধাই রয়েছে। তার পাশাপাশি যেমনটা মেসেজের সুবিধা পাওয়া যায় অর্থাৎ রোজ ১০০ টা মেসেজের সুবিধা পেয়েই যাবেন। ২০৯ টাকার এই রিচার্জ প্ল্যানটির সময় সীমা রয়েছে ২২ দিনের জন্য, মানে বোঝায় যাচ্ছে ২০৯ টাকা রিচার্জ করলে আপনি মাসে ২২ জিবি ডাটা ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। ১৮৯ টাকায় যেমন ২৮ দিনে মোট ডাটা পাবেন ২ জিবি, এখানেও কম খরচে ২২ দিনে মোট ২২ জিবি ডাটা ব্যবহার করার সুযোগ পাবেন জিও গ্রাহকেরা। যাদের বাড়িতে WiFi- এর সুবিধা রয়েছে তাদের জন্য ২০৯ টাকার এই রিচার্জ প্ল্যানটি বিশেষ লাভবান নয়। WiFi ব্যবহারকারী গ্রাহকদের জন্য ১৮৯ টাকার জিও- এর সবচেয়ে কম দামী রিচার্জ প্ল্যান সঠিক রয়েছে।
Jio Official Website Link- Click Here
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।