Job Recruitment In August Month 2024: আগস্ট মাসে রাজ্যে জুড়ে চলছে বিভিন্ন চাকরির আবেদন, এক নজরে দেখে নিন।

Job Recruitment In August Month 2024: আগস্ট মাসে রাজ্যে জুড়ে চলছে বিভিন্ন চাকরির আবেদন, এক নজরে দেখে নিন।

Job Recruitment In August Month 2024:

পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্যে রয়েছে সুখবর। ন্যূনতম যোগ্যতায় ভালো চাকরির সুযোগ এনে দিয়েছেন আমাদের রাজ্য সরকার। অনেকেই যারা বেকার বসে রয়েছেন, অনেক দিন ধরেই চাকরির সন্ধান করছেন। আজকের প্রতিবেদনটি সেই সমস্ত চাকরী প্রার্থীদের জন্য। Job Recruitment In August Month 2024

Job Vacancy In August:

২০২৪- এর আগস্ট মাসে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে সরকার সকল চাকরী প্রার্থীদের জন্য বিভিন্ন পদে চাকরির ব্যবস্থা করেছেন। আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আমরা এটাই জেনে নিব, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কি কি পদে কতগুলি কর্মী নিয়োগ করা হবে? কিভাবে আবেদন করবেন এবং চাকরির নিয়োগ সম্পর্কিত সমস্ত তথ্য আজকের প্রতিবেদনে সংক্ষেপে জানিয়ে দেওয়া হয়েছে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য প্রতিটি চাকরির খবরের নীচে Official Notification ও Official Website- এর লিঙ্ক দেওয়া হয়েছে। সেখানে ক্লিক করেই আবেদন প্রার্থীরা সরাসরি সেই চাকরির সরকারি বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্ক পেয়ে যাবেন। তো আসুন বেশি দেরী না করে জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় কি কি পদে কর্মী নিয়োগ প্রক্রিয়া চলছে। Job Recruitment In August Month 2024

Table of Contents

আগস্ট মাসে যে সমস্ত চাকরীর আবেদন শুরু হয়েছে সেগুলো হলো:

1. TATA Steel Job

2. Indian Post GDS

3. Hostel Superintendent

4. Trade Apprentice

5. ICDS Post and ICDS Helper Post

6. Group­ D (Peon/ Farash/ Night Guard)

এবার আসুন এই পদগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

1. TATA Steel Job:

ভারতের প্রসিদ্ধ নামকরা এই টাটা স্টিল কোম্পানি, সকলেরই ভরসাযোগ্য। পশ্চিমবঙ্গে এখন এই টাটা স্টিল কোম্পানিতে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। মহিলা ও পুরুষ উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি এবং নিয়োগ সম্পর্কিত সমস্ত তথ্য নিম্নে আলোচনা করা হলো। Job Recruitment In August Month 2024

পদের নাম:

বিভিন্ন বিষয়ে ব্যবস্থাপনা ও অন্যান্য।

মোট শূন্যপদ সংখ্যা:

এখানে মোট শূন্য কর্মী পদ সংখ্যা রয়েছে ৬,০০০ টি।

শিক্ষাগত যোগ্যতা:

টাটা স্টিল কোম্পানিতে চাকরি প্রার্থীদের জন্য বিভিন্ন পদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড রাখা হয়েছে। জানানো হয়েছে, সাধারণত স্নাতক অথবা স্নাকোত্তর, ম্যানেজমেন্ট এবং ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং বা ট্রেড ট্রেনিং সম্পর্কিত বিভিন্ন উচ্চশিক্ষা ডিগ্রী প্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে পদের অগ্রাধিকার দেওয়া হবে।

মাসিক বেতন:

টাটা স্টিল কোম্পানির চাকরী প্রার্থীদের জন্য কাজের পদ হিসাবে বেতন নির্ধারিত করা হয়। তবে জানানো হয়েছে ২৪,৫০০/- টাকা থেকে ৬৮,৩০০/- টাকার মধ্যে কাজের পারিশ্রমিক হবে অর্থাৎ মাসিক বেতন হবে কর্মীদের পদের ওপর নির্ভর করে। Job Recruitment In August Month 2024

বয়সসীমা:

টাটা স্টিল কোম্পানিতে ইচ্ছুক চাকরি প্রার্থীদের বয়স সীমা হতে হবে ২০২৪ সাল হিসেব করে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে। Job Recruitment In August Month 2024

আবেদন পদ্ধতি:

টাটা স্টিল কোম্পানিতে চাকরির জন্য আবেদন প্রার্থীকে সর্ম্পূণ অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। সঠিক ভাবে আবেদনপত্রটি পূরণ করার পর আবেদনপত্রে উল্লেখ করা সমস্ত নথিপত্র সমেত সাবমিট অপশনটি ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। চাকরির খবরটির শেষে Apply Now অপশনে ক্লিক করে আবেদন জানাতে পারবেন টাটা স্টিল কোম্পানিতে ইচ্ছুক চাকরি প্রার্থীরা। Job Recruitment In August Month 2024

আবেদনের শেষ তারিখ:

২০২৪- এর ৮ আগস্ট

অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক: CLICK HERE

অফিসিয়াল ওয়েবসাইট লিংক: Apply Now

2. Indian Post GDS বা গ্রামীণ ডাক সেবক:

পশ্চিমবঙ্গের প্রতিটি পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক অথবা Indian Post GDS নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই এই পদের জন্যে আবেদন আবেদন জানাতে পারবেন। এই পদ সম্পর্কিত সমস্ত তথ্য নিম্নে আলোচনা করা হলো। Job Recruitment In August Month 2024

Employment No:

17-03/2024-GDS dated 12.07.2024

পদের নাম:

১. গ্রামীণ ডাক সেবক (GDS)

২.Branch Postmaster (BPM)

৩. Assistant Branch Postmaster (ABPM)

মোট শূন্যপদ:

উক্ত পদগুলোর জন্য মোট ৪৪, ২২৮ টি আসন সংখ্যা শূন্য রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা:

উক্ত পদগুলোতে ইচ্ছুক প্রার্থীদের যে কোন স্বীকৃত সরকারি প্রতিষ্ঠান থেকে অর্থাৎ বিদ্যালয় থেকে মাধ্যমিক অথবা মাধ্যমিক সমতুল্য যে কোনো পরীক্ষায় পাশ করা হতে হবে। একই সঙ্গে চাকরী প্রার্থীকে স্থানীয় ভাষায় কথা বলতে জানতে হবে এবং তার পাশাপাশি প্রার্থীদের বেসিক কম্পিউটার অপারেটিং সম্পর্কে কিছু অভিজ্ঞতা জানা থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে অবশ্যই সাইকেল বা মোটর সাইকেল বা স্কুটি চালানো জানতে হবে।

মাসিক বেতন:

Branch Postmaster পদের জন্য মাসিক বেতন সীমা ১২,০০০/- টাকা থেকে ২৯,৩৮০/- টাকা। Assistant Branch Postmaster এবং Gramin Dak Sevak বা GDS পদের মাসিক বেতন হল ১০,০০০/- টাকা থেকে ২৪,৪৭০/- টাকা মধ্যে। Job Recruitment In August Month 2024

বয়সসীমা:

প্রতিটি পদের জন্য ইচ্ছুক আবেদন প্রার্থীদের বয়সসীমা নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া,সরকারি নিয়ম অনুযায়ী OBC তালিকাভুক্ত প্রার্থীদের ৩ বছর, তপশিলি জাতি ও উপজাতি তালিকাভুক্ত প্রার্থীদের ৫ বছর এবং শারীরিক ভাবে প্রতিবন্ধী প্রার্থীদের ১০ বছর বয়সের ছাড় দেওয়া হবে।

আবেদন ফি:

উক্ত পদগুলোতে আবেদন জানাতে ১০০ টাকা আবেদন ফি জমা করতে হবে। কিন্তু তপশিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থী, মহিলা এবং প্রতিবন্ধী প্রার্থীদের কোনো রকম আবেদন ফি জমা দিতে হবে না।

আবেদন পদ্ধতি:

১. উক্ত কর্মী পদে ইচ্ছুক আবেদনকারীদের প্রথমে ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে নিতে হবে।

২. অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে প্রার্থীকে নিজস্ব বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে।

৩. এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিজের আধার নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সাবমিট করতে হবে। Job Recruitment In August Month 2024

৪. এরপর আবেদনপত্র থাকা নির্দেশ অনুযায়ী রঙিন ছবি এবং নিজের সাক্ষর সেই ফর্মে আপলোড করতে হবে।

৫. এরপর আবেদনপত্র চাওয়া সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে আবেদন ফি সমেত। এরপর আবেদনপত্র সঠিক রয়েছে কি না তা দেখে সাবমিট করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।

আবেদনের শেষ তারিখ:

২০২৪- এর ৫ আগস্ট।

অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক: CLICK HERE

অফিসিয়াল ওয়েবসাইট লিংক: Apply Now

3. Hostel Superintendent বা হোস্টেল সুপার কর্মী পদ:

রাজ্যের বিখ্যাত রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হোস্টেল সুপার ভাইজার পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের Dean Students Welfare দপ্তরের পক্ষ থেকে এই পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকে চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। মহিলা এবং পুরুষ উভয় চাকরিপ্রার্থীরাই এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। নিয়োগ সংক্রান্ত সমস্ত বিষয় নিম্নে আলোচনা করা হলো। Job Recruitment In August Month 2024

Employment No:

ESTT./8666/2024

পদের নাম:

Hostel Superintendent বা হোস্টেল সুপার কর্মী

মোট শূন্যপদ:

মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ৪ টি।

শিক্ষাগত যোগ্যতা:

এই পদে আবেদন জানানোর জন্য আগ্রহী আবেদনকারীকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম স্নাতক ডিগ্রি পাশ থাকতে হবে। একই সাথে প্রার্থীকে আইন শৃঙ্খলা সম্পর্কিত যে কোনো প্রশাসনিক বিভাগে কাজের পূর্ব অভিজ্ঞতা রাখতে হবে এবং প্রার্থীর কাছে Diploma In Hospitallity Management ডিগ্রী থাকলে সেটা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পেতে সাহায্য করবে। Job Recruitment In August Month 2024

মাসিক বেতন:

উক্ত পদের জন্য কর্মরত প্রার্থীদের মাসিক বেতন রাখা হয়েছে ৩৫,০০০/- টাকা।

বয়সসীমা:

উক্ত পদের জন্য ইচ্ছুক আবেদনকারী প্রার্থীর বয়স ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে হিসেব করে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। Job Recruitment In August Month 2024

আবেদন পদ্ধতি:

এই পদের জন্য ইচ্ছুক আবেদনকারী প্রার্থীকে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন প্রার্থীদের সুবিধার্থে অফিশিয়াল ওয়েবসাইটের বিজ্ঞপ্তি সহ আবেদনপত্রটি ডাউনলোডের লিঙ্ক এই খবরের নিচেই দেওয়া হল। সেই লিঙ্কে ক্লিক করে আবেদনপত্রটি যথাযথ ভাবে পূরণ করার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রগুলি যুক্ত করে দিবেন। অবশেষে আবেদনপত্রটি একটি খামে ভরে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট দপ্তরে গিয়ে জমা করে দিবেন।

আবেদন ফি:

ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই আবেদন ফি জমা করতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য ২৫০/- টাকা সাধারণ এবং ওবিসি শ্রেণীর প্রার্থীদের জন্য ৫০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:

The Registrar, Emerald Bower Campus, 56A, B.T. Road, Kolkata – 700 050

আবেদনের শেষ তারিখ:

২০২৪- এর ৯ আগস্ট।

অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক: CLICK HERE

অফিসিয়াল ওয়েবসাইট লিংক: Apply Now

Job Recruitment In August Month 2024
Job Recruitment In August Month 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

4. Trade Apprentice বা ভারতীয় রেল বিভাগে কর্মী পদ:

সেন্ট্রাল রেল দপ্তরের তরফ থেকে কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। বিভিন্ন চাকরিপ্রার্থীদের কাছে এটি একটি সুবর্ণ সুযোগ। রেল দপ্তরে কর্মী নিয়োগের সময় সবার প্রথমে প্রার্থীদের একটি প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন প্রতিটি কর্মীকে পাবেন মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন জানাতে পারবেন। আবেদন ও নিয়োগ সম্পর্কিত বিভিন্ন বিষয়সূচি নিম্নে আলোচনা করা হলো। Job Recruitment In August Month 2024

Employment No:

RRC/CR/AA/2024

পদের নাম:

Trade Apprentice

মোট শূন্যপদ:

উক্ত পদের জন্য মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ২,৪২৪ টি।

শিক্ষাগত যোগ্যতা:

উক্ত পদের জন্য ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই ভারতের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫০% নম্বর সহ মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় পাশ থাকতে হবে। একইসঙ্গে, National Council For Vocational Training অথবা State Council For Vocational Training স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে যে কোনো একটি ট্রেডে ট্রেনিং- এর সার্টিফিকেট থাকতে হবে। Job Recruitment In August Month 2024

মাসিক স্টাইপেন্ড:

উক্ত কর্মী পদে নিয়োগের সময় প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেক প্রার্থীকে মাসিক ৭০০০/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। Job Recruitment In August Month 2024

বয়সসীমা:

২০২৪ সাল ১৫ জুলাই পর্যন্ত হিসেব করে এই পদের জন্য ইচ্ছুক আবেদনকারীর বয়স সীমা হতে হবে নূন্যতম ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি:

এই পদের জন্য ইচ্ছুক প্রার্থীকে পুরোপুরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে । এরজন্য আবেদনকারীকে সর্ব প্রথম www.rrccr.com ওয়েবসাইটে গিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে।

এরপর অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আবেদনপত্রে চাওয়া সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিক ভাবে পূরণ করে এর সাথে চাওয়া সমস্ত নির্দেশ অনুযায়ী সঠিকভাবে আপলোড করতে হবে। নথিপত্র আপলোড করার পর, নির্দিষ্ট করা আবেদন ফি জমা করে আবেদনপত্র সাবমিট করে দিবেন।

আবেদন ফি:

উক্ত পদের জন্য ইচ্ছুক প্রত্যেক আবেদনকারীকে এককালীন ১০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। অনলাইন পেমেন্ট- এর মাধ্যমে আবেদন ফি জমা করতে পারবেন। Job Recruitment In August Month 2024

আবেদনের শেষ তারিখ:

২০২৪- এর ১৫ আগস্ট

অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক: CLICK HERE

অফিসিয়াল ওয়েবসাইট লিংক: Apply Now

5. ICDS Post and ICDS Helper Post:

রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী পদের জন্য আবেদন শুরু হয়েছে জেলায় জেলায়। তার মধ্যে আজকের প্রতিবেদনটি উত্তর ২৪ পরগণা এবং বাঁকুড়া জেলার মহিলা চাকরী প্রার্থীদের জন্য। বিভিন্ন ব্লক অনুযায়ী জেলা প্রসাশনের তরফ থেকে আলাদা আলাদা করে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী পদে নিয়োগ সংক্রান্ত একটি প্রতিবেদন পূর্বেই আমাদের Yoo Bong ওয়েবসাইটে দেওয়া রয়েছে। নিম্নে সেই প্রতিবেদনের লিঙ্ক দেওয়া রইলো, সেখানে ক্লিক করে আপনি বিস্তারিত তথ্য জানতে পেরে যাবেন। কোথায় কিভাবে আবেদন জানাতে হবে এবং নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন। Job Recruitment In August Month 2024

উত্তর ২৪ পরগনা জেলার ICDS- CLICK HERE

বাঁকুড়া জেলার ICDS- CLICK HERE

6. Group­ D (Peon/ Farash/ Night Guard):

পশ্চিমবঙ্গের জেলা আদালতের পক্ষ থেকে গ্ৰুপ- ডি সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য একটি অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই এই শূন্যপদগুলিতে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। রাজ্যের যে কোনো জেলা থেকে মহিলা এবং পুরুষ উভয়ই আবেদন জানাতে পারবেন যদি উক্ত পদগুলোর জন্য ইচ্ছুক থেকে থাকেন। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে আলোচনার মাধ্যমে তুলে ধরা হলো। Job Recruitment In August Month 2024

Employment No:

22/DRC

পদের নাম:

Group­ D (Peon/ Farash/ Night Guard)

শূন্যপদ সংখ্যা:

মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ২৭ টি। তার মধ্যে UR- ১১ টি, SC- ৫ টি, ST- ২ টি, OBC- ৬ টি, EWS- ৩ টি।

শিক্ষাগত যোগ্যতা:

Group­ D সহ বিভিন্ন কর্মী পদগুলিতে আবেদন করার জন্য ইচ্ছুক আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিদ্যালয় বা সরকারি প্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ হবে।

মাসিক বেতন:

রাজ্য সরকারের Pay Level­ 1 of ROPA 2019 অনুযায়ী এই পদের বেতন সীমা ১৭,০০০ টাকা থেকে ৪৩,৬০০ টাকা পর্যন্ত রয়েছে। কর্মীর পদ হিসাবে বেতন কাঠামো নির্ধারিত করা হবে।

বয়সসীমা:

উক্ত পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীর বয়সের সীমা ১৮-৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী ওবিসি এবং তাপশীলি জাতির আবেদনকারী প্রার্থীদের জন্য বয়সের সীমায় ৩ বছর এবং তাপশীলি উপজাতি শ্রেণীর আবেদনকারী প্রার্থীদের জন্য ৫ বছর বয়সের ছাড় দেওয়া হয়েছে।

আবেদন পদ্ধতি:

গ্রুপ ডি- র উক্ত পদগুলিতে আবেদন সম্পূর্ণ অনলাইন পদ্ধতির করা যাবে।

১. এরজন্য প্রথমে প্রার্থীকে www.uttardinajpurcourtrecruitment2024.in ওয়েবসাইটে যেতে হবে।

২. এরপর অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি ডাউনলোড করে Apply Now অপশনে ক্লিক করে প্রথমে নিজের নাম রেজিস্ট্রার করতে হবে। এরপর লগইন করে অনলাইনের মাধ্যমে আবেদনপত্রটি পূরণ করতে হবে। আবেদনপত্রটি পূরণ করার পর সেখানকার নির্দেশ অনুযায়ী সমস্ত জরুরি ডকুমেন্টের কপি আপলোড করতে হবে।

আবেদন ফি:

প্রতিটি পদের ক্ষেত্রে আবেদন ফি আলাদা। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণীর আবেদনকারীদের জন্য আলাদা আবেদন ফি ধার্য্য করা হয়েছে। সেক্ষেত্রে আবেদনের পূর্বে দেখে নিবেন কোন পদের জন্য কত আবেদন ফি ধার্য করা হয়েছে। নিম্নে দেওয়া হলো সেই তালিকা। Job Recruitment In August Month 2024

আবেদনের শেষ তারিখ:

২০২৪- এর ২০ আগষ্ট।

অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক: CLICK HERE

অফিসিয়াল ওয়েবসাইট লিংক: Apply Now

আরও পড়ুন- ICDS Recruitment New Update 2024: ব্লকে ব্লকে অঙ্গনওয়াড়ির কর্মী পদের জন্য নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু! দেখুন আপনার জেলায় আবেদন শুরু হয়েছে কিনা।

আরও পড়ুন- Asha Kormi Recruitment 2024: গ্ৰাম পঞ্চায়েতের অধীনে আশা কর্মী নিয়োগ শুরু , শুধুমাত্র MP পাশ করলেই এই চাকরি মিলবে।

Leave a Comment