জুনেই কি কৃষক বন্ধুর টাকা ঢুকবে? Krishak Bandhu Next Installment Date 2024

জুনেই কি কৃষক বন্ধুর টাকা ঢুকবে? Krishak Bandhu Next Installment Date 2024

ভারত কৃষি প্রধান দেশ। কৃষিকাজে ভারতবর্ষ সব থেকে এগিয়ে, কিন্তু আর্থিক অভাবের জন্য এখনও অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বাঙলার কৃষকদের। সেই কারণে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক দিক দিয়ে সেই সব কৃষকদের সাহায্য করার জন্য ২০১৯ সাল থেকে কৃষক বন্ধু প্রকল্প চালু করেন।এই প্রকল্পের অধীনে থাকা কৃষকের ৪ হাজার টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত বার্ষিক অনুদান হিসেবে দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন। তার কথা মতো এই কৃষক বন্ধু প্রকল্প চালু হওয়াতে ২০২৪ সালেও বহু দরিদ্র কৃষকদের আর্থিক সাহায্যের মাধ্যমে চাষবাস করার সুযোগ পাচ্ছেন। এবং ধীরে ধীরে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে থাকা কৃষকদের সংখ্যাও বাড়তে শুরু করেছে। Krishak Bandhu Next Installment Date 2024

Krishak Bandhu Next Installment Date 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন- Loksabha Election Result 2024 দক্ষিণ মালদায় নতুন চমক

কৃষক বন্ধু প্রকল্প প্রত্যেক কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই সব কৃষকেরা আর্থিক দিক দিয়ে দুর্বল তাদের সাহায্য করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। যার সাহায্যে পশ্চিমবঙ্গের গরিব কৃষক পরিবারদের কৃষিকাজে আর্থিক দিক দিয়ে একটু সাহায্য হয়। যদি সেই কৃষকের কাছে এক (১) একর চাষের জমি রয়েছে তবেই সেই কৃষক কৃষক বন্ধু প্রকল্পের জন্যে আবেদন করতে পারবেন। এবং এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নিতে পারবেন। Krishak Bandhu Next Installment Date 2024

২০১৯ সালে পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া এই কৃষক বন্ধু প্রকল্পের অধীনে থাকা কৃষকদের বছরে দুটি কিস্তির মাধ্যমে পাঁচ হাজার (৫০০০) করে দশ হাজার (১০০০০) টাকা সেই সব কৃষকদের অ্যাকাউন্টে জমা করা হয়। বর্তমানে পশ্চিমবঙ্গের প্রায় ৯০ লক্ষের মতো কৃষক পরিবার এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী রয়েছেন।যার কারনে পশ্চিমবঙ্গের আজ অনেক কৃষক পরিবার উপকৃত হয়েছেন। Krishak Bandhu Next Installment Date 2024

কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা :

(১) কৃষক বন্ধু প্রকল্পের অধীনে থাকা কৃষকদের জন্য বছরে দুটি কিস্তির মাধ্যমে আর্থিক সাহায্য করা।

(২) কৃষক বন্ধু প্রকল্পের অধীনে থাকা কৃষকদের জন্য বছরে ১০০০০ টাকা পর্যন্ত বরাদ্দ করা হয়েছে।

(৩) প্রত্যেক বছর দুই বারে খারিফ এবং রবি ঋতু জুড়ে এই কৃষক বন্ধু অনুদানের টাকা দুটি কিস্তির মাধ্যমে দেওয়া হয়।

(৪) এই প্রকল্পের অধীনে থাকা কৃষকদের জন্য পশ্চিমবঙ্গ – এর খাদ্য ও সরবরাহ বিভাগ থেকে চাষবাসের জন্য বিনামূল্যে বীজ দেওয়া হবে।

(৫) এই প্রকল্পের অধীনে থাকা একজন কৃষকের যদি ১৮-৬০ বছরের মধ্যে বা অকাল- কালিন মৃত্যু হয় তো সেই পরিবারের সদস্যরা বা তাঁর মনোনীত ব্যাক্তি ২,০০,০০০ টাকা অনুদান হিসেবে পাবে।

কিভাবে আধার নাম্বার দিয়ে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস চেক করবেন?

(১) প্রথমত আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

(২) দ্বিতীয়ত কৃষক বন্ধু প্রকল্পের বর্তমান স্ট্যাটাস চেক করতে পরবর্তী নতুন স্ক্রিনে যেতে হবে এবং সেখানে আধার অপশনে গিয়ে আপনার নিজস্ব আধার লিঙ্কটি দিতে হবে।

(৩) প্রথমবার ওয়েবসাইটে ভিসিট করার সময় ‘ Registered Farmer Information ‘ বিকল্পটি সামনে আসবে।

(৪) এই বিকল্পটি নির্বাচন করার পর একটি নতুন স্ক্রিন আপনার সামনে উপস্থিত হবে।

(৫) অবশেষে এরপর কৃষক বন্ধু প্রকল্পের সেই নতুন স্ক্রিনে আধার কার্ড দেওয়ার অপশনটি নির্বাচন করে সেখানে আপনার আধার নাম্বার দিয়ে আপনার কৃষক বন্ধু প্রকল্পের বর্তমান স্ট্যাটাস চেক করে নিন।

কবে পাবেন কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা? Krishak Bandhu Next Installment Date 2024

Krishak Bandhu Next Installment Date 2024

কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুই বার দেওয়া হয়। একবার খারীফ ঋতুতে, আর একবার রবি ঋতুতে। মূলত মে থেকে জুন মাসের মধ্যে বছরের প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পের অধীনে থাকা কৃষকদের অ্যাকাউন্টে। আশা করা যায় খুব শীঘ্রই পেয়ে যাবেন কৃষকেরা এই বার্ষিক অনুদানের টাকা।২০২৩ সালের মে মাসের ২ তারিখে ঢুকেছিল সেই বছরের প্রথম কিস্তির কৃষক বন্ধু প্রকল্পের টাকা। দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছিলেন ডিসেম্বর মাসের ১৩ তারিখে।

বছরে ৬ মাস অন্তর অন্তর ২ টি কিস্তিতে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়। খরীফ ও রবি ঋতুতে টাকা দেওয়া হয়। তার মধ্যে খরীফ শস্যের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এবং রবি শস্যের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চের মধ্যে। Krishak Bandhu Next Installment Date 2024

জানা গিয়েছে, অতি শীঘ্রই এই জুন মাসের মধ্যেই চলে আসবে কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের এই বছরের প্রথম কিস্তির টাকা। জুন (চলতি) আগামী ২৭ কিংবা ২৮ তারিখের মধ্যে শুরু হয়ে যাবে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে থাকা কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া।ব্লক অফিস সূত্রে জানা গিয়েছে , ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পের এই বছরের প্রথম কিস্তির টাকা দেওয়ার সমস্ত কাজকর্ম শুরু হয়ে গিয়েছে।

কৃষক বন্ধু অফিশিয়াল ওয়েবসাইট লিংক- Click Here

Leave a Comment