Krishak Bandhu Online Application 2024: কৃষক বন্ধুর অনলাইন আবেদন শুরু, দেখুন কিভাবে আবেদন করবেন?
Krishak Bandhu Online Application 2024:
পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প নিয়ে নতুন খুশির খবর। কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য এতো বছর থেকে বাড়িতে বসে অনলাইনে আবেদন করার সুযোগ ছিল না। কৃষক বন্ধু প্রকল্পের আবেদনদের জন্য কৃষকদের দুয়ারে সরকার ক্যাম্প বা কৃষি দপ্তরে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করাতে হতো। এখন থেকে আর কৃষক বন্ধুদের কষ্ট করতে হবে না। বাড়িতে বসেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন এই প্রকল্পের ইচ্ছুক ও যোগ্য কৃষকেরা। Krishak Bandhu Online Application 2024
এই প্রতিবেদনটির শেষে কৃষক বন্ধু প্রকল্পে অনলাইন আবেদন জানানোর জন্য সরাসরি লিঙ্কটি দেওয়া রয়েছে। এই লিঙ্কে ক্লিক করেই অনলাইন আবেদন জানানোর ফর্মটি সরাসরি খুলে যাবে।
Table of Contents
কৃষক বন্ধু প্রকল্পের উদ্দেশ্য কি রয়েছে?
পশ্চিমবঙ্গ সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলার মানুষদের জন্য কিছু না কিছু প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য প্রদান করছে। কখনো মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার, কখনো যুবশ্রি প্রকল্প, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, বার্ধক্য ভাতা এবং কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প। এমন নানান প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার আমাদের সাহায্য করছেন। এমনকি শুধুমাত্র রাজ্য সরকার নয় কেন্দ্র সরকার মোদী জিও দেশের নাগরিকদের সুবিধার্থে অনেক প্রকল্পের আয়োজন করেছেন। তার মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা পরিচালিত বাংলার কৃষক বন্ধুদের জন্য একটি গুরুত্বপূর্ন প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প।
কৃষক বন্ধু প্রকল্পের জন্য শুধুমাত্র কৃষকেরাই আবেদন করতে পারবেন। আবার শুধুমাত্র পশ্চিমবঙ্গের কৃষক হলেই কৃষক বন্ধুই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন না। অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন জানাতে হলে কিছু শর্ত মানতে হবে। তবে আসুন জেনে নেওয়া যাক কারা পারবেন কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন জানাতে? Krishak Bandhu Online Application 2024
কৃষক বন্ধু প্রকল্পে কারা আবেদন জানাতে পারবেন?
১. কৃষক বন্ধু প্রকল্পে আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
২. কৃষক বন্ধু প্রকল্পে আবেদনের জন্য কৃষকদের নিজস্ব চাষ যোগ্য জমি থাকা আবশ্যক।
৩. কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন জানাতে হলে কৃষকের পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিজীবী থাকলে হবে না।
৪. কৃষক বন্ধু প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় বিষয়টি হলো জমির E-KYC থাকতে হবে।
৫. কৃষক বন্ধু প্রকল্পে আবেদনের জন্য জমির E-KYC- এর সাথে প্রয়োজনীয় সমস্ত সঠিক নথিপত্র জমা দিতে হবে।
কৃষক বন্ধু প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রগুলি কি কি লাগবে?
১. আবেদনকারীর ভোটার কার্ড।
২. আবেদনকারীর আধার কার্ড।
৩. আবেদনকারী কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্ত তথ্য।
৪. আবেদনকারী কৃষকের নিজের চাষ যোগ্য জমির খতিয়ান।
৫. আবেদনকারী ব্যাক্তির বর্তমান দু কপি ছবি এবং নিজস্ব স্বাক্ষর।
জানিয়ে রাখি, কৃষক বন্ধু প্রকল্পে আবেদনের পূর্বে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্ট এর সাথে আধার কার্ড লিংক ও সিডিং দুটোই করানো আবশ্যক। তার সাথে জমির e-kyc করানো খুব জরুরি। এগুলো থাকলেই আপনি কৃষক বন্ধু প্রকল্পের জন্য বর্তমানে অনলাইনে আবেদন জানাতে পারবেন। Krishak Bandhu Online Application 2024
কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের কত টাকা ব্যাংকে আসে?
কৃষক বন্ধু প্রকল্পের অধীনে থাকা কৃষকদের বছরে দুটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয়। একটি কিস্তির টাকা রবি ঋতুর শুরুতে দেওয়া হয় এবং আর একটি কিস্তির টাকা খরিব ঋতুর শুরুতে দেওয়া হয়। এই ২ টি কিস্তি মিলিয়ে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতি বছরে সর্বনিম্ন ৪ হাজার টাকা এবং সর্বোচ্চ ১০ অ্যাকাউন্টে জমা দেওয়া হয়। অর্থাৎ কৃষকদের জমির পরিমাণের ওপর ভিত্তি করে টাকার পরিমাণ কম বেশি দেওয়া হয়ে থাকে। এর মানে হলো কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা একজন কৃষক যদি তার নাম কৃষক বন্ধু প্রকল্পতে নথিভুক্ত করা থাকে তো সেই কৃষক অবশ্যই বছরে কম করে হলেও ৪ হাজার টাকা পাবে। ঠিক তেমন ভাবেই জমির পরিমাণের ওপর নির্ভর করে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে থাকা একজন কৃষকের অ্যাকাউন্টে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত জমা পরতে পারে। এর থেকে একটা বিষয় পরিষ্কার বুঝতেই পারলেন যে, কৃষক বন্ধু প্রকল্পে শুধুমাত্র নাম নথিভুক্ত করা থাকলেই ৬ মাস অন্তর অন্তর কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। Krishak Bandhu Online Application 2024
কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাগুলি কি কি রয়েছে?
১. পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে থাকা কৃষকদেরকে বছরে দুবার করে অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। একটির টাকা খরিফ ঋতুতে ও অপরটি রবি ঋতুতে দেওয়া হয়।
২. কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষকদের জমির পরিমাণ হিসেব করে সেই অনুপাতে টাকা দেওয়া হয় হয়। সর্বনিম্ন ৪ হাজার টাকা এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা। Krishak Bandhu Online Application 2024
৩. জমির পরিমাণ ৪০ ডিসমল পর্যন্ত থাকলে সেই হিসেবে কৃষকদেরকে বছরে ৪০০০ টাকা দেওয়া হয়।
৪. যদি কোনো আবেদনকারী কৃষকের ১ একর বা তার বেশি জমি থাকে, তবে সেই কৃষকদেরকে বছরে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে ৪০ ডিসমল থেকে ১ একরের মধ্যে কৃষকের জমির পরিমাণ হিসেব করা হয়। সেই হিসেব মতো বা যে কৃষকদের যতো যত পরিমান জমি আছে সেই অনুপাতে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষকদের বার্ষিক ২ টি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয়।
৫. কৃষক বন্ধু প্রকল্পের অধীনে থাকা যদি কোনো কৃষক ৬০ বছর বয়সের আগেই মারা যান সেইক্ষেত্রে ঐ মৃত কৃষকের পরিবারকে ২ লক্ষ টাকা দেওয়া হয়। Krishak Bandhu Online Application 2024
কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন আবেদন পদ্ধতি:
কৃষক বন্ধু প্রকল্পের জন্য ইচ্ছুক কৃষকেরা খুব সহজেই বাড়িতে থাকা মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ থেকে কৃষক বন্ধু প্রকল্পের জন্য অনলাইনে আবেদন জানাতে পারবেন। এবার চলুন জেনে নেওয়া যাক কিভাবে বাড়িতে থাকা মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারের সাহায্য অনলাইন আবেদন জানানো যাবে?
১. প্রথমত krishak bandhu লিখে গুগলে সার্চ করুন। Krishak Bandhu Online Application 2024
২. এরপর আপনার সামনে কৃষক বন্ধু প্রকল্পের Registration Form অপশনে ক্লিক করবেন।
৩. কৃষক বন্ধু প্রকল্পে ইচ্ছুক আবেদনকারীর ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে হবে।
৪. এরপর ব্যাংক অ্যাকাউন্ট- এর সাথে লিঙ্ক থাকা মোবাইল নাম্বার সেখানে বসিয়ে দিলেই একটি OTP আসবে আপনার নাম্বারে। Get otp অপশনে ক্লিক করার পর সেই OTP সেখানে বসিয়ে দিবেন।
৫. এরপরের কাজ আবেদনকারী কৃষকের একটি পাসপোর্ট সাইজ ছবি ফর্মে আপলোড করতে হবে।
৬. আবেদনকারী কৃষকের নিজস্ব ইমেল আইডি সাথে দ্বিতীয় যে কোন একটি মোবাইল নাম্বার সেখানে জমা করতে হবে। Krishak Bandhu Online Application 2024
৭. আবেদনকারী কৃষকের নাম আগে থেকেই কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত করা থাকলে Self Declaration অপশনে গিয়ে Yes অপশনে ক্লিক করতে হবে, যদি না করা থাকে তো No অপশনে ক্লিক করতে হবে।
৮. যদি নাম থেকে থাকে অর্থাৎ Yes অপশনে ক্লিক করে থাকেন তবে, Self Declaration ফর্মটি সেখানে আপলোড করতে হবে।
• Self Declaration ফর্ম ডাউনলোড লিঙ্ক এই প্রতিবেদনের নিচেই দেওয়া রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। Krishak Bandhu Online Application 2024
৯. এরপর দুয়ারে সরকারের আইডি নাম্বার বলে একটি অপশন আসবে সেখানে কোনো কিছু বসাতে হবে না।
১০. এরপর আবেদনকারী কৃষকের ভোটার কার্ড ও আধার কার্ডের ছবি আপলোড করতে হবে। সাথে আধার কার্ডের নাম্বার বসাতে হবে। Krishak Bandhu Online Application 2024
১১. ফর্ম ফিলাপ করার সময় আবেদনকারীর নাম বড় হাতের ইংরেজি অক্ষরে লিখতে হবে।
১২. এরপর নাম লেখার পরের ঘর থেকে বাংলাতে লিখতে হবে। সাথে মনে রাখবেন যেই নামটির সাথে জমির রেকর্ড রয়েছে সেই নামটি দিতে হবে।
১৩. এরপর আবেদনকারীর বাবার নাম লিখতে হবে। সাথে আবেদনকারীর জন্ম তারিখ, ঠিকানা, কাস্ট সাথে সেখানে উল্লেখিত সমস্ত তথ্য সঠিক দিতে হবে।
১৪. এরপর Type of farmer অপশনে গিয়ে আবেদনকারীর নিজের নামে জমি থাকলে সেহেতু Owner অপশনে ক্লিক করবেন। সাথে যেই জমি থাকবে সেই হিসেব মতো নির্বাচন করবেন। বর্গাদার হলে বর্গাদার অপশনটি বেছে নিবেন এবং পাট্টা জমি থাকলে পাট্টাদার অপশনটি নির্বাচন করবেন।
১৫. আবেদনকারী কৃষকের ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার ছবি আপলোড করতে হবে। সাথে ব্যাঙ্কের বই অনুসারে আবেদনকারী কৃষকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম টাইপ করতে হবে।
১৬. এরপর আবেদনকারী কৃষকের বর্তমান ঠিকানা সহ জেলার নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশন এবং পিন কোড সবটা নির্দিষ্ট জায়গায় টাইপ করে বসাতে হবে।
১৭. এরপর আবেদনকারীর ত্রিশক্তি- র জমির তথ্য তথা Land Details বসাতে হবে।
১৮. আবেদনকারীর জমি কোন জেলায় বা ব্লক বা কোন মৌজার অধীনে রয়েছে তা সঠিক ভাবে বসাতে হবে। উক্ত জমির কত নাম্বার জেলায় অন্তর্গত, জমির খতিয়ান নম্বর এবং জমির পরিমাণ ঠিকঠাক টাইপ করতে হবে। এরপর সেই জমির রেকর্ড বা জমি সম্পর্কিত সমস্ত তথ্য আপলোড করতে হবে।
১৯. এরপর Self Declaration অপশনটিতে ক্লিক করে যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে এবং জমির সেই নথিপত্রটি আপলোড করবেন। Krishak Bandhu Online Application 2024
২০. এইভাবেই আবেদনকারী কৃষকের যদি একাধিক মৌজায় আরো জমি থাকে তো সে ক্ষেত্রে আবার Land Details অপশনে ক্লিক করতে হবে এবং সেই নতুন জমির রেকর্ড সেখানে যোগ করে নিবেন।
২১. এরপর শেষ কাজটি হলো নির্ভুল ভাবে ফর্মটি ফিলাপ করার পর নীচে Create Farmer অপশন রয়েছে, সেখানে অপশনে ক্লিক করবেন। Krishak Bandhu Online Application 2024
এইভাবে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আপনার অনলাইন আবেদন সম্পূর্ণ হবে।
Self Declaration ফ্রম ডাউনলোড করার লিংক- Click Here
কৃষক বন্ধু প্রকল্পে অনলাইনে আবেদন করার সরাসরি লিংক- Click Here
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।