Krishak Bandhu Payment 2024: কৃষকবন্ধু প্রকল্পের টাকা ব্যাংকে ঢুকেছে, যাদের ঢুকেনি কবে ঢুকবে?
Krishak Bandhu Payment 2024
Krishak Bandhu Payment 2024: কৃষকভাইদের জন্য খুবই খুশির খবর। আপনারা এতদিন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন , অবশেষে সেই টাকা কৃষকভাইদের ব্যাংক একাউন্টে পাঠানো শুরু হয়েছে। আজকেই কৃষকভাইদের ব্যাংক একাউন্টে টাকা ঢুকে গিয়েছে। যে সকল কৃষকভাইদের টাকা ব্যাংকে এখনো ঢোকেনি তাদের কবে টাকা ঢুকবে? বর্তমানে যে টাকা ঢুকছে তার প্রমাণ এবং কোন কোন কৃষকভাইদের টাকা দেরিতে ঢুকবে? কোন কোন কৃষকভাইদের ঢুকবে না? এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো আজকের এই প্রতিবেদনে। তাই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন। Krishak Bandhu Payment 2024.
কৃষকভাইদের “কৃষক বন্ধু” প্রকল্পের টাকা ঢুকেছে :
21 November সাংবাদিক সম্মেলনে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভা ঘর থেকে বলেছেন, রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পের চলতি রবি মৌসুমের টাকা পাঠানো সূচনা শুরু হয়ে গেছে। সেই সভা থেকে তিনি আরও বলেছেন, 22 November তারিখ থেকে কৃষকভাইদের ব্যাংক একাউন্টে “কৃষক বন্ধু” প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে যাবে।
মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আজ 22 November তাই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংকে ঢোকা শুরু হয়ে গিয়েছে। আপনাদেরকে বেশ কিছু প্রমাণও দেখিয়ে দিচ্ছি।
“কৃষক বন্ধু” টাকা কৃষকভাইদের ব্যাংক একাউন্টে ঢোকেনি কবে ঢুকবে?
বর্তমানে 109 লক্ষ কৃষকভাই “কৃষক বন্ধু” প্রকল্পের টাকা সরকার দিয়েছে। একদিনের মধ্যে এত সংখ্যক কৃষককে টাকা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। সেই কারণে “কৃষক বন্ধু” প্রকল্পের টাকা কৃষকভাইদের ব্যাংক একাউন্টে ধাপে ধাপে পাঠানো হয়। কৃষকভাইদের ব্যাংক একাউন্টে টাকা ঢুকতে কারো 1 দিন, কারো 3 দিন, কারো 7 দিন, আবার কারো 15 দিন বা তারও বেশি সময় লাগতে পারে। কারণ, যে সকল কৃষকদের টাকা ঢোকেনি আপনারা অপেক্ষা করে থাকুন খুব তারাতারি আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। Krishak Bandhu Payment 2024.
যে সমস্ত কৃষকভাইরা টাকা পাবে না?
বর্তমান বছরের অনেক কৃষকভাইরা এবার “কৃষক বন্ধু” প্রকল্পের টাকা পাবে না। “কৃষক বন্ধু” প্রকল্পের যে সকল কৃষকভাইরা টাকা পাওয়ার অযোগ্য, যাদের আধার লিঙ্ক নেই, ট্রানজেকশন স্ট্যাটাসে Deleted Farmer লেখা রয়েছে সেই সকল কৃষকভাইদের ব্যাংক একাউন্টে “কৃষক বন্ধু” প্রকল্পের টাকা ঢুকেছে না।
কারা “কৃষক বন্ধু” প্রকল্পের টাকা পাবে?:
যদি আপনি “কৃষক বন্ধু” প্রকল্পের স্ট্যাটাস চেক করলে দেখতে পান ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে একাউন্ট ভ্যালিড লেখাটি তাহলে আপনি “কৃষক বন্ধু” প্রকল্পের টাকা পাবেন।
Krishak Bandhu Payment Check: Click Here.
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।