Krishak Bandhu Payment Date 2024: কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে, বিস্তারিত তথ্য জেনে নিন।
Krishak Bandhu Payment Date 2024
Krishak Bandhu Payment Date 2024: পশ্চিমবঙ্গের কৃষক ভাইদের জন্য আবারও সুখবর। পূজার পরেই, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে রবি মরশুমের কৃষকবন্ধু প্রকল্পের কিস্তির টাকা শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে চলেছে। ইতিমধ্যেই লক্ষাধিক কৃষক ভাইরা 2024 সালের খরিফ মরশুমের টাকা পেয়েছেন, এবং তারা এখন রবি মরশুমের কিস্তির জন্য অপেক্ষা করছেন। কবে এই টাকা পাবে তা এই বিস্তারিত তথ্য জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন।
Table of Contents
What is Krishak Bandhu Prakalpa?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে কৃষকদের জন্য কৃষকবন্ধু প্রকল্প চালু করেন। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা বছরে দু’বার আর্থিক সহায়তা পেয়ে থাকেন। এই আর্থিক সহায়তা দুটি মরশুমে টাকা পেয়ে থাকেন- একটি খরিফ এবং আরেকটি রবি মরশুমে।
এই প্রকল্প থেকে পেয়ে সর্বাধিক 10,000 টাকা পর্যন্ত কৃষকরা পেয়ে থাকেন। এই প্রকল্পের খরিফ মরশুমের টাকা সাধারণত April থেকে September মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা October থেকে March মাসের মধ্যে দেওয়া হয়।Krishak Bandhu Payment Date 2024
Krishak Bandhu From Fill Up:
কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম পূরণ করে কৃষি অফিসে বা দুয়ার সরকার ক্যাম্পে জমা করতে হবে।
Census Of India 2024: 13 বছর পর আবার শুরু হচ্ছে জনগণনা! বিস্তারিত তথ্য এক নজরে দেখুন।
Krishak Bandhu Apply Documents:
•জমির খতিয়ান/ দলিল/ পর্চা বা জমি সংক্রান্ত কাগজপত্র।
•আধার কার্ড।
•ভোটার কার্ড।
•ব্যাংকের পাস বই।
•পাসপোর্ট মাপের রঙিন ছবি।
•চালু থাকা মোবাইল নাম্বার।
Krishak Bandhu Elegiblity:
•পশ্চিমবঙ্গের স্থায়ী বসবাসকারী যে কোন কৃষক আবেদন করতে পারবে।
•যাদের নিজস্ব জমি রয়েছে তারাও আবেদন করতে পারবেন।
•ভাগচাষি, বর্গাদার, পাট্টাদার সকল প্রকার চাষীরা এই প্রকল্পে আবেদন করতে পারবে।
Krishak Bandhu Payment:
কৃষকের জমির পরিমাণ অনুসারে কিস্তির টাকা নির্ধারিত হয়।
•1 একর বা তার বেশি জমি থাকলে সর্বাধিক 5,000 টাকা এক কিস্তিতে, বছরে 10,000 টাকা পাওয়া যাবে।
•0.40 একর পর্যন্ত জমি থাকলে একটি কিস্তিতে 2,000 টাকা, বছরে 4,000 টাকা দেওয়া হয়।
•0.41 একর থেকে 0.99 একর পর্যন্ত জমি থাকলে ( জমির পরিমাণ × 50 গুণ) করে টাকা পাওয়া যায়।
যেমন- কারো 0.50 একর জমি হলে তিনি এক কিস্তিতে টাকা পাবেন 0.50 × 50 = 2500 টাকা, দুই কিস্তিতে 2500+2500=5000 টাকা পাবেন।
Krishak Bandhu Payment কতবার হয়?
কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুইবার দেওয়া হয়ে থাকে।
•রবি সিজনের টাকা দেওয়া হয় October থেকে March মাসের মধ্যে।
•খারিফ সিজনের টাকা দেওয়া হয় April থেকে September মাসের মধ্যে।
Krishak Bandhu Payment Date:
কৃষক বন্ধু প্রকল্পের টাকা 2019 সাল থেকে কৃষকদের দেওয়া হচ্ছে। যদি আমরা লক্ষ্য করি আগের বছরের টাকা দেওয়ার সময় গুলো তাহলে দেখতে পারব কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা বেশিরভাগ সময়ে June মাসে দেওয়া হয়েছে এবং রবি মরশুমের টাকা December মাসে দেওয়া হয়।
ইতিমধ্যেই আপনারা 2024 সালে June মাসে টাকা পেয়ে গিয়েছি। এবার রবি মরশুমের টাকা পাওয়ার পালা। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো 2022 সালে রবি মরশুমের টাকা December মাসে দেওয়া হয়েছিল। 2023 সালেও রবি মরশুমের টাকা December মাসে দেওয়া হয়েছিল। এছাড়াও 2024 সালে রবি মরশুমের টাকা কৃষকদের December মাসেই দেওয়া হবে। তবে কৃষি দপ্তরের তরফ থেকে কোন অফিসিয়াল তারিখ ঘোষণা করা হয়নি । Krishak Bandhu Payment Date 2024
পরবর্তী সময়ে অফিসিয়াল তারিখ ঘোষণা করলে আমরা আমাদেরকে সেই তথ্য আমাদের প্রতিবেদনের মাধ্যমে জানিয়ে দেবো। অবশ্যই দ্রুত খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকবেন।
Krishak Bandhu Status:
আপনারা যখন স্ট্যাটাস চেক করবেন তখন আপনারা যদি কৃষকবন্ধুর স্ট্যাটাসের ঘরে দেখতে পান Approved লেখা রয়েছে এবং ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে Account Valid লেখা রয়েছে তাহলে আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের ব্যাংক একাউন্টে টাকা পাবেন। Krishak Bandhu Payment Date 2024
রবি মরশুমের টাকা দেওয়ার কাজ শুরু হবে সেই সময়ই একমাত্র ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে আপডেট আসবে।এখনো কোনো কৃষকেরই ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে আপডেট আসেনি, আশা করা যায় November মাসে শেষ অথবা December মাসে শুরুর দিকেই আপনাদের ট্রানজেকশন স্ট্যাটাসে আপডেট আসা শুরু হবে ।
Krishak Bandhu Status Check কিভাবে করবেন?
আপনার কিস্তির টাকা কখন ব্যাংকে ঢুকবে তা জানার জন্য আপনি কৃষকবন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন। ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, বা KB ID-এর মাধ্যমে স্ট্যাটাস চেক করা যাবে।
•প্রথম আপনাদের কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে https://krishakbandhu.net/
•তারপর নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে ক্লিক করতে হবে।
•আপনি যখনই সার্চ করবেন আপনার Akd আইডি, কৃষক বন্ধু আইডি, ভোটার কার্ড, আধার কার্ডের নাম্বার, কৃষকের নাম, ঠিকানা, স্ট্যাটাস, ট্রানজেকশন স্ট্যাটাস সবকিছু দেখিয়ে দেবে।
•তারপর আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক একাউন্ট, কৃষক বন্ধু আইডি, মোবাইল নাম্বার অথবা অ্যাকনলেজমেন্ট নাম্বার যেকোনো একটি বসিয়ে চেকবক্সে ঠিক চিহ্ন দিয়ে ক্লিক করতে হবে।
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।