Krishak Bandhu Payment Date 2024: কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে? বিস্তারিত তথ্য জেনে নিন।
Krishak Bandhu Payment Date 2024
Krishak Bandhu Payment Date 2024: বাংলায় কৃষকদের উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান এবং আধুনিক কৃষিযন্ত্র কেনার জন্য প্রয়োজনীয় অর্থ সরবরাহ করা। কৃষকদের কাছে এই প্রকল্পের মাধ্যমে বছরে দু’বার অর্থ প্রদান করা হয়: খারিফ এবং রবি মৌসুমে। এভাবে বছরে দুই কিস্তিতে 4,000 থেকে 10,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে কৃষকদের ব্যাংক একাউন্টে ঢুকবে? এই সব তথ্য জানাবো আজকে এই প্রতিবেদন, তাই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন। Krishak Bandhu Payment Date 2024
Table of Contents
কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কৃষকদের কত টাকা দেওয়া হয়?
এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের জমির পরিমাণ অনুসারে টাকা প্রদান করা হয়। নিচে তার বিবরণ দেওয়া হল-
•1 একর বা তার বেশি জমি থাকলে সর্বাধিক বছরে 10,000 টাকা, অর্থাৎ প্রতি কিস্তিতে 5,000 টাকা দেওয়া হয়।
•0.41 একর থেকে 0.99 একর পর্যন্ত জমি থাকলে জমির পরিমাণের ওপর ভিত্তি করে অর্থ নির্ধারণ করা হয় (জমির পরিমাণ × 50)। যেমন, কারো যদি 0.05 একর জমি থাকে, তিনি এক কিস্তিতে 2,500 টাকা এবং বছরে মোট 5,000 টাকা পাবেন।
•0.40 একর পর্যন্ত জমি থাকলে বছরে 4,000 টাকা দেওয়া হয়, অর্থাৎ প্রতি কিস্তিতে 2,000 টাকা।
কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কৃষকদের টাকা দেওয়া সময়সূচি:
কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কৃষকদের বছরে দুইবার টাকা দেওয়া হয়-
•খারিফ সিজন (April থেকে September):- সাধারণত June মাসে টাকা দেওয়া হয়।
•রবি সিজন (October থেকে March):- সাধারণত December মাসে টাকা দেওয়া হয়।
কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করার পদ্ধতি:
•আপনাকে প্রথমে krishakbandhu.net ওয়েবসাইটে যেতে হবে।
•তারপর “নথিভুক্ত কৃষকের তথ্য” অপশনটি নির্বাচন করুন।
•এরপর আপনার ভোটার কার্ড বা আধার কার্ডের মাধ্যমে স্ট্যাটাস চেক করুন।
•ভোটার বা আধার কার্ডের সঠিক নম্বর প্রবেশ করার পর স্ট্যাটাস জানতে পারবেন।
গুরুত্বপূর্ণ তথ্য:
যদি আপনার কৃষকরা বন্ধুর স্ট্যাটাসে “Delete Farmer/ No Data Found” লেখা থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনাকে পুনরায় আবেদন করতে হবে।
কৃষক বন্ধু প্রকল্পের হেল্পলাইন নম্বর:
কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত যেকোনো প্রশ্ন করার জন্য হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন-
*8336957370.
*6291720406.
আরও পড়ুন:Duyare Sarkar update 2024: আবার কবে বসবে দুয়ারে সরকার? জানা গেলো নতুন তথ্য। দেখে নিন বিস্তারিত।
যোগাযোগের সময়সীমা:
সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত।
কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাসে ফাইনাল আপডেট:-
বর্তমানে কৃষকবন্ধু প্রকল্পের ট্রানজেকশন স্ট্যাটাসের (Transaction Status) ঘরে অনেক কৃষকদের ফাইনাল আপডেট চলে এসেছে অর্থাৎ কিছুদিন আগেই কৃষক বন্ধু প্রকল্পে ট্রানজেকশন স্ট্যাটাসের (Transaction Status) ঘরটি ফাঁকা ছিল। সেই ফাঁকা ঘরে Ada Uploaded লেখা এসেছিল তারপর Dda Approved লেখা এসেছিল বর্তমানে সেই স্থানেই Account Valid লেখা চলে এসেছে। অ্যাকাউন্ট ভ্যালিড (Account Valid) লেখাটি আসা মানেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল ধাপ চলে এসেছে। Krishak Bandhu Payment Date 2024
একাউন্ট ভ্যালিড কী?
একাউন্ট ভ্যালিড মানে হলো ওই কৃষকটির ব্যাংক একাউন্ট যাচাই করা হয়েছে ওই কৃষকটির সমস্ত তথ্য যাচাই করা হয়ে গেছে তাই খুব তারাতারি কৃষকটির ব্যাংক একাউন্টে এবার টাকা ঢুকবে।
কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক একাউন্টে কবে ঢুকবে?
এই প্রকল্পের আওতায় কৃষকদের নিয়মিত টাকা পাচ্ছেন 2019 সাল থেকে। সাধারণত খারিফ মরশুমে টাকা June মাসে এবং রবি মরশুমে টাকা December মাসে দেওয়া হয়। কিন্তু 2024 সালের রবি মরশুমে টাকা দেওয়া সম্ভবত আছে December মাসে। Krishak Bandhu Payment Date 2024
কৃষি দপ্তর সূত্রে খবর, যেহেতু ঘূর্ণিঝড় ডানার প্রভাবে এবং বন্যার প্রভাবে কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছে। তাই কৃষিদপ্তর চাইছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যতটা তারাতারি সম্ভব কৃষকদের ব্যাংক একাউন্টে ঢুকেনি দেবেন। এর আগের বছরগুলিতে আমরা দেখেছি কৃষক বন্ধু প্রকল্পের টাকা December মাসে দেওয়া হয়েছে। তবে বর্তমান বছরে যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসের ঘরে ফাইনাল ধাপ অধিকাংশ কৃষকদেরই সময়ের আগেই ব্যাংক একাউন্টে টাকা চলে এসেছে। তাই November মাসের শেষের দিকে অথবা December মাসের শুরুর দিকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক একাউন্টে টাকা পেয়ে যাবে।
কৃষক বন্ধু প্রকল্প লক্ষ্য:
কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের কৃষকদের অর্থনৈতিক সহায়তা এবং উন্নয়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
*আধিকারিক তথ্য প্রকাশিত হলে আমরা তা জানিয়ে দেবো। এই বিষয়ে তারাতারি আপডেট পেতে আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিতে পারেন।
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।