Krishak Bondhu Payment 2024: কৃষক বন্ধুর টাকা দিতে হচ্ছে গাফিলতি। মালদায় বঞ্চিত হলো যোগ্য চাষি!

Krishak Bondhu Payment 2024: কৃষক বন্ধুর টাকা দিতে হচ্ছে গাফিলতি। মালদায় বঞ্চিত হলো যোগ্য চাষি!

Krishak Bondhu Payment 2024:

মালদায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিতে বড়ো গাফিলতি প্রকাশ্যে এলো। স্থানীয় তৃনমূল নেতাদের দাবি এখানে বিজেপি নেতারা কিছু গণ্ডগোল করেছেন।

কৃষক বন্ধু প্রকল্প:

কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তরফ থেকে দেওয়া বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম যা ২০১৯ সালে চালু করা হয়। এই প্রকল্পের আওতায় থাকা কৃষকদের বছর প্রতি ১০,০০০ টাকা প্রদান করা হয়। প্রতি বছরে দুটি কিস্তির মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা করা হয়। কৃষক বন্ধুর একটি কিস্তির টাকা দেওয়া হয় খরিফ ঋতুতে আর একটি কিস্তির টাকা দেওয়া হয় রবি ঋতুতে। এই সুবিধা দেওয়া হয় শুধুমাত্র সেই সব কৃষকদের যাদের ১ একরের বেশি চাষ যোগ্য জমি রয়েছে।

কৃষক বন্ধু প্রকল্পের সুবিধগুলি কি কি?

১. কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষকদের ১ একরের বেশি চাষ যোগ্য জমি থাকলে সেই সব কৃষকদের ১০,০০০ হাজার টাকা প্রতি বছর দেওয়া হবে এবং যদি ১ একরের কম থাকে সেক্ষেত্রে কৃষকদের ৪,০০০ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হবে।

২. কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন জানাতে হলে অবশ্যই আবেদনকারী ব্যাক্তিকে একজন কৃষক হতে হবে।

৩. কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে আবেদনকারীর বয়স ১৮-৬০ বছর হতে হবে।

৪. কৃষক বন্ধু প্রকল্পের অধীনে থাকা কৃষকদের যদি অকাল মৃত্যু হয় সেক্ষেত্রে সেই পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হবে। Krishak Bondhu Payment 2024

কৃষক বন্ধু প্রকল্পে ঘটলো দুর্নীতি:

কৃষক বন্ধু প্রকল্পের ২০২৪ – এর টাকা দেওয়া হলো। ইতিমধ্যে অনেক কৃষকের অ্যাকাউন্টে জমা পড়ে গিয়েছে কৃষক বন্ধু ২০২৪- এর টাকা। কিন্তু সব জায়গায় ঠিক মতো টাকা অ্যাকাউন্টে জমা পড়লেও মালদায় এই নিয়ে প্রকাশ্যে এলো বড়ো ঘটনা। Krishak Bondhu Payment 2024

Krishak Bondhu Payment 2024
Krishak Bondhu Payment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গে একের পর এক এখন দুর্নীতি লেগেই রয়েছে। কখনো পরীক্ষার ক্ষেত্রে তো কখনো চাকরী বিষয়ে দুর্নীতি লেগেই রয়েছে। এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা নিয়ে হলো দুর্নীতি। মালদায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকের পরিবর্তে এক নাবালকের অ্যাকাউন্টে দেওয়া হলো। এমনটাই অভিযোগ উঠে এলো মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এলাকা স্থানীয় বাসিন্দাদের থেকে। তাদের বক্তব্য তৃনমূল নেতারা এখানেও দুর্নীতি করে চলেছেন। যেসব কৃষকেরা সত্যিই যোগ্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার তাদেরকে সেই অধিকার থেকে বঞ্চিত রেখে তৃনমূল নেতারা অন্য ব্যক্তিদের সম্ভবত তাদের সাথে যুক্ত রয়েছে যারা তাদের অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছেন। Krishak Bondhu Payment 2024

হরিশচন্দ্রপুর এলাকার ২ নম্বর ব্লকের তেলজান্না স্লুইস গেট এলাকার কৃষকদের অনেকেরই অভিযোগ, কৃষক বন্ধু প্রকল্পের তালিকায় বহু দিন থেকে নাম নথিভুক্ত থাকলেও টাকা পাচ্ছেন না তারা। সেখানকার স্থানীয় কৃষকেরা অনেক জায়গা থেকে তথ্য সংগ্রহ করেছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা অন্যান্য ব্যক্তিদের দেওয়া হচ্ছে। ঘটনা সূত্রে জানা গিয়েছে, হরিশচন্দ্রপুরের এক নাবালকের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে এই বছরের কৃষক বন্ধু প্রকল্পের টাকা। কৃষক বন্ধু প্রকল্পের টাকা শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য সীমিত রয়েছে কিন্তু এই টাকা নাকি বিহারের এক বাসিন্দার অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। এমনটাই অভিযোগ উঠে এসেছে হরিশচন্দ্রপুর এলাকার তৃনমূল নেতাদের বিরুদ্ধে। আরও শোনা গিয়েছে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের টাকা নয় অন্যান্য আরও প্রকল্পের টাকা যোগ্য ব্যক্তিদের দেওয়া হচ্ছে না, সেখানেও চলছে দুর্নীতি এবং এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা অবগত হয়েছে ব্যাংকের এক কর্মীর তরফ থেকে।

কৃষক বন্ধু প্রকল্প নিয়ে দুর্নীতি সংক্রান্ত বিষয় সামনে আসতেই হরিশচন্দ্রপুর এলাকার ২ নম্বর ব্লকের বিডিও জানান, “এই নিয়ে কোনো অভিযোগ এখনও আমাদের কাছে আসে নি। অভিযোগ আসলেই আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখব।” সেখানকার তৃণমূল নেতাদের দাবি কোনো ঘটনা এমন ঘটেও থাকলে সম্পূর্ণ দোষ বিজেপি নেতাদের। সেই কারণ হিসেবে তৃণমূল নেতারা বলেছেন, এবার লোকসভা ভোটে পোস্টাল ব্যাটেলে মালদা উত্তর কেন্দ্রে বিজেপি দল জয়ী হয়েছে। তাই দুর্নীতি হয়েও থাকলে বিজেপি নেতারা দায়ী এই বিষয় গুলির জন্য। অন্যদিকে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, সব কিছু গুজব মাত্র। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে থাকা সকল কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে। শুধু শুধু স্থানীয় বাসিন্দাদের বিব্রত করে ঝামেলার সৃষ্টি করা হচ্ছে। Krishak Bondhu Payment 2024

অফিসিয়াল ওয়েবসাইট লিংক – Click Here

আরও পড়ুন- Raiganj Kulik Bird & Wildlife Sanctuary: এশিয়া জুড়ে দ্বিতীয় বৃহত্তম পাখি অভয়ারণ্য!

Leave a Comment