Lado Lakshmi Yojana 2025
Lado Lakshmi Yojana 2025: সরকার সাধারণ মানুষদের সাহায্য জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন। দেশের লক্ষ লক্ষ মানুষ তাতে উপকৃত হচ্ছেন। বৃদ্ধ থেকে শুরু করে প্রবীণ, ছাত্রছাত্রী ও মহিলারাও। এবার একটা চমৎকার সুখবর নিয়ে এসেছি। আপনিও যদি একজন মহিলা হন? তাহলে আপনার জন্য রইল এই চমৎকার সুখবর। আপানার যদি কপাল ভালো থাকলে এবার আপনিও পেয়ে যেতে পারেন ২১০০ টাকা। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি।
ইতিমধ্যে মহিলাদের স্বনির্ভর করে তুলতে বাংলার সহ বিভিন্ন রাজ্য সরকারের তরফে কিছু না কিছু আর্থিক সাহায্য করা হচ্ছে। বর্তমান সময় বাংলার একটি জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পের আওতায় ১০০০ থেকে ১২০০ টাকা করে দেওয়া হয় মহিলাদের। কিন্তু এবার দেওয়া হবে কড়কড়ে ২১০০ টাকা। তবে এই টাকা পেতে আপনাদের কিছু যোগ্যতা থাকতে হবে? প্রকল্পের নাম কি? এই সমস্ত বিষয়ের বিস্তারিত তথ্য জানাবো আজকে এই প্রতিবেদনে।
কোন প্রকল্প থেকে মহিলারা ২১০০ টাকা পাবেন? তার বিবরণ:
আগেই বলে রাখা ভালো বাংলার মহিলারা এই টাকা পাবেন না। আসলে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ২.০৫ লক্ষ কোটি টাকার বাজেট পেশ করেন। যা হরিয়ানার মহিলাদের জন্য এই বাজেটে পেশ করেন। যার নাম দেওয়া হয়েছে ‘লাডো লক্ষ্মী যোজনা’-এর (Lado Lakshmi Yojana). এই যোজনার জন্য ৫০০০ কোটি টাকা বরাদ্দেরও ঘোষণা করা হয়েছে। এই লাডো লক্ষ্মী যোজনার আওতায়, হরিয়ানার মহিলাদের প্রতি মাসে ২১০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে। গত বছরের অক্টোবরে হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে, বিজেপি ক্ষমতায় ফিরে এলে মহিলাদের প্রতি মাসে ২১০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। Lado Lakshmi Yojana 2025.
কোন মহিলারা প্রতি মাসে ২১০০ টাকা পাবেন?
আপনাদের জানিয়ে রাখা ভালো, হরিয়ানার সকল মহিলা কিন্তু এই ২১০০ টাকার সাহায্য পাবেন না। হরিয়ানা সরকার লাডো লক্ষ্মী যোজনার আওতায় সুবিধা পাওয়ার জন্য কিছু শর্ত বেঁধে দিয়েছে। রাজ্যের যে সকল মহিলা এই শর্তাবলী পূরণ করবেন, কেবলমাত্র সেই সমস্ত মহিলারা এই যোজনার আওতায় প্রতি মাসে ২১০০ টাকা আর্থিক সহায়তা পাবেন।
রিপোর্ট অনুসারে, হরিয়ানার যেসব মহিলার সক্রিয় বিপিএল রেশন কার্ড রয়েছে শুধুমাত্র তারাই প্রতি মাসে ২১০০ টাকা সাহায্য পাবেন। এর পাশাপাশি মহিলাদের জন্য পারিবারিক পরিচয়পত্র থাকাও বাধ্যতামূলক। এছাড়াও, মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাথে আধার কার্ডের লিঙ্ক করা থাকে হবে।

সরকারের বড় ঘোষণা:
হরিয়ানার মহিলারা যদি সরকার শর্ত মেনে চলে, তাহলে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ২১০০ টাকা আসতে শুরু করবে। তবে, যেসব মহিলার বিপিএল রেশন কার্ড, পারিবারিক পরিচয়পত্র এবং ব্যাংক অ্যাকাউন্ট আধারের সাথে লিঙ্ক করা নেই তারা এই যোজনার সুবিধা পাবেন না। মনে রাখবেন, হরিয়ানায় লাডো লক্ষ্মী যোজনার আওতায় প্রতি মাসে ২১০০ টাকা পেতে এই তিনটি শর্ত পূরণ করা বাধ্যতামূলক। যদি কোন মহিলা এই তিনটি শর্তের একটিও মেনে না চলে তবে এই সুবিধা থেকে বঞ্চিত হবে।
আরও পড়ুন, Ration card: রেশন কার্ড নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি,১ এপ্রিল থেকে আর মিলবে না রেশন সামগ্রী!

বিগত প্রায় ২ বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।