Lakhir Bhandar Amount Increase: সরকার এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসে 2000 টাকা দিবে! টাকা বাড়ানোর ঘোষণা।
Lakhir Bhandar Amount Increas
Lakhir Bhandar Amount Increase: মমতা ব্যানার্জি 2011 সালে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর যে প্রকল্পগুলি সৃষ্টি করেছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হল “লক্ষ্মীর ভান্ডার প্রকল্প”। এই প্রকল্পের মাধ্যমে প্রতিমাসে অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা 1000 টাকা এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা 1200 টাকা করে আর্থিক সহায়তা পেয়ে থাকে। একসূত্র মারফত খবর পাওয়া গেছে এবার সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করতে চলেছে। এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে চর্চার শেষ নেই। কয়েকদিন আগেই শেষ হয়েছে দুর্গাপুজো।
Table of Contents
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা:
2024 সালের দুর্গাপুজোর বিজয়া সম্মিলনী মঞ্চ থেকে তৃণমূলেরই এক প্রধান 2026 সালের বিধানসভা ভোটের সময় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান বাড়িয়ে 2000 টাকা করার ঘোষণা করে দিলেন। আর এই কথাটি বলার পরেই শুরু হলো শোরগোল।রাজ্যের বিভিন্ন স্থানে দূর্গাপুজোর পরে শুরু হয়েছে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে সাউৎখণ্ড অঞ্চলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তৃণমূলের প্রধান বিজনবন্ধু বাগ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদান বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন।তিনি বলেছেন, ‘আরজি কর কাণ্ডে আমরাও সুবিচার চাইছি। আমাদের নেত্রী মানুষের এই আন্দোলনকে সম্মান করেছেন, সমর্থন করছেন। মহিলাদের সামনে রেখে কিছু রাজনৈতিক দল আমাদের দলের বিরুদ্ধে কুৎসা করে বেড়াচ্ছে। এরপর 2026 সালের বিধানসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার টাকা বেড়ে 2000 করা হবে।”
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে সমালোচনা:
বিজনবন্ধু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর কথাটি বলার পর থেকেই শুরু হয়ে যায় নানান আলোচনা। তিনি তো পশ্চিমবঙ্গের কোনো মন্ত্রী নয় তাহলে তিনি কি করে টাকা বাড়ানোর কথা ঘোষণা করতে পারেন। এই প্রশ্নটি উঠেছে সকলের মনে। প্রধান যখন ওই অনুষ্ঠানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন সেখানে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক তৃণমূলের জেলা সভাপতি পীযূষ পন্ডা, জেলা সভাধিপতি উত্তম বারিক সহ তৃণমূলের একাধিক নেতারা। Lakhir Bhandar Amount Increas
বর্তমানে লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় মহিলারা টাকা পান:
লক্ষীর ভান্ডার প্রকল্পটি যখন শুরু হয়েছিল তখন অসংরক্ষিত শ্রেণীর মহিলারা 500 টাকা করে এবং সংরক্ষিত শ্রেণীর মহিলারা 1000 টাকা করে পেতেন। এই প্রকল্পের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আর্থিক সহায়তার পরিমাণও বৃদ্ধি পায়। এখন এই প্রকল্পের মাধ্যমে 1000 টাকা এবং 1200 টাকা করে মহিলারা অনুদান পায়।লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বিশেষজ্ঞ মহল মন্তব্য:বিশেষজ্ঞ মহল মনে করছেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সূচনার ফলে তৃণমূলের ভোট ব্যাংক বৃদ্ধি পায় বলে। তাই এই প্রকল্পের অনুদান এখন বৃদ্ধি না পেলেও 2026 সালে বিধানসভা ভোটের আগে অনুদানের টাকা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।তবে এখনো টাকা বাড়ার বিষয়ে সরকারিভাবে কোন কিছু জানানো হয়নি।
বিশেষ দ্রষ্টব্য:- উপরে উক্ত প্রধান লক্ষীর ভান্ডার সম্পর্কে যে মন্তব্য করেছে তার সত্যতা যাচাই করেনি jantehobe.in কর্তৃপক্ষ।
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।