Lakshmi Bhandar Latest New Update 2024: বাড়ানো হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা! জানুন কত টাকা দেওয়া হবে?
Lakshmi Bhandar Latest New Update 2024:
রাজ্যের সকল মহিলাদের জন্য রয়েছে একটি বড়ো সুখবর। লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি নিয়ে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড়ো ঘোষণা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ রাজ্যের তৃণমূল সরকার একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের আয়োজন করেছেন। রাজ্য সরকারের এই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের অনেকটা আর্থিক দিক থেকে সচ্ছলতা প্রদান করেছে, রাজ্যের মহিলাদের বিশেষ করে যারা গৃহকর্মী মহিলা রয়েছেন তাদেরকে আর্থিক দিক থেকে সাবলম্বী করে তুলতে সাহায্য করেছে। আর এই ব্যবস্থা সেই সব মহিলাদেরকে অর্থনৈতিক দিকে অনেকটা স্বাচ্ছন্দ্য এবং স্বনির্ভর করে তুলেছে। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প 25 বছরের মহিলা থেকে শুরু করে 59 বছর বয়সী মহিলাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ প্রমানিত হয়েছে। আর এই বিষয়টি দেখে মূখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে একটি বড়ো সিদ্ধান্ত নিয়েছেন। আসুন সেই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। Lakshmi Bhandar Latest New Update 2024
Table of Contents
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বর্তমান পরিস্থিতি:
মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালে প্রথম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্প যখন শুরুর দিকে তখন রাজ্যের মহিলাদের মাসে ৫০০ টাকা করে ভাতা দেওয়া হতো। এরপর ধীরে ধীরে দেখা গিয়েছে এই প্রকল্পটির জনপ্রিয়তা ও চাহিদা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তাই বর্তমানে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি শ্রেনীর মহিলারা মাসে ১২০০ টাকা এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ সাধারণশ্রেনীর মহিলারা ১০০০ টাকা করে পাচ্ছেন, এই বিষয়টি নিয়ে আমরা সকলেই অবগত। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতার পরিমাণ আগের থেকে অনেকটা বৃদ্ধি করায় তা আরও বেশি জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন রাজ্য সরকারের এমন সিদ্ধান্ত নেওয়ার পিছনে তার নিজের রাজত্ব ধরে রাখার উদ্দেশ্য অনেকটাই রয়েছে। Lakshmi Bhandar Latest New Update 2024
ভাতা বৃদ্ধির সম্ভাবনা:
২০২৪- এর এই নভেম্বর মাসে এই প্রকল্পের ভাতা বৃদ্ধি পাওয়া নিয়ে অনেক জল্পনা কল্পনা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডারের এই ভাতার টাকা বাড়িয়ে অর্থাৎ আগের ১০০০-১২০০ টাকা থেকে সরাসরি ১৫০০ টাকা পর্যন্ত করা হতে পারে। মূখ্যমন্ত্রী মনে করছেন টাকারপরিমাণ বাড়িয়ে দিয়ে আরও মহিলারা এই প্রকল্পের আওতায় আসার জন্য আগ্রহী হয়ে উঠবে।
যদিও সরকারের তরফ থেকে এখনও এই বিষয় নিয়ে কোনো কিছু ঘোষণা করা হয়নি, তবে এইটুকু jজানানো হয়েছে যে, ২০২৬ সালে আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।Lakshmi Bhandar Latest New Update 2024
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন পদ্ধতি:
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে চাইলে কিছু নিয়ম মেনে চলতে হবে। অর্থাৎএই প্রকল্পে আবেদন জানানোর জন্য বেশ কয়েকটি শর্ত মানতে হবে। যেগুলো হলো—
১) আবেদনকারী মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এবং একই সঙ্গে তার পরিবারকে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত হওয়া থাকতে হবে।
২) এরপর দুয়ারে সরকার ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম সংগ্রহ করে তা নির্ভুলভাবে পূরণ করতে হবে এবং তার সাথে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে জমা দিতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
1) স্বাস্থ্য সাথী কার্ডের জেরক্স
2) আধার কার্ড
3) তপশিলি জাতি বা উপজাতি শ্রেনী হলে তার শংসাপত্র প্রয়োজন হবে।
4) রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
5) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র প্রয়োজন হবে। Lakshmi Bhandar Latest New Update 2024
এছাড়াও, আবেদনকারী যদি কোনও সরকারি চাকরি বা সংস্থা থেকে মাসিক মাইনে বা পেনশন না পান, সেই মর্মে একটি ঘোষণাপত্র জমা দিতে হবে।
আবেদন পত্রের সমস্ত তথ্য সঠিক থাকলে এবং সেটা যাচাই করে দেখার পর, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই টাকা সরাসরি আবেদনকারী ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দেওয়া হবে।
Official Website Link- Click Here
আরও পড়ুন- Awas Yojana Home List 2024: আবাস যোজনার ঘরের তালিকায় আপনার নাম নেই? দেখুন কি কি করতে হবে।
বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত।