Lakshmi Bhandar New Update
Lakshmi Bhandar New Update: মমতা সরকার রাজ্যবাসীর সুবিধার্থে বিভিন্ন ভাতা ও প্রকল্প চালু করেছেন। সরকার দ্বারা রাজ্যবাসী আর্থিক সাহায্য পাচ্ছেন।এই সকল ভাতার তালিকায় আছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী সহ আরও কত কী। এই সমস্ত ভাতা চালু হয়েছে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য।
মমতা সরকার প্রতি মাসে পড়ুয়া থেকে বৃদ্ধ সকলকে ভাতা দিয়ে থাকেন। এই সমস্ত ভাতাগুলোর মধ্যে বেশি জনপ্রিয় হল লক্ষ্মীর ভান্ডার ভাতা। যা শুধুমাত্র রাজ্যের মহিলাদের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছেন। এবার এই ভাতা পেতে গেলে মানতে হবে বেশ কয়েকটি নতুন নিয়ম। না মানলেই ভাতার টাকা ঢুকা বন্ধ হয়ে যাবে। কোন কোন নিয়ম মানতে হবে বিস্তারিত জানুন।
কোন কোন নিয়ম মানতে হবে?
এবার এই ভাতা পেতে গেলে মানতে হবে নতুন নিয়ম।
•যাদের বয়স ২৫ থেকে ৬০-র মধ্যে কেবল তারাই লক্ষ্মীর ভান্ডার ভাতা পাবেন।
•সিঙ্গেল অ্যাকাউন্ট আছে তাদের অ্যাকাউন্টে ঢুকবে ভাতা। না-হলে তা বন্ধ হয়ে যাবে।
•ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা থাকতে হবে। সঙ্গে জমা দিতে হবে KYC নাহলে পাবেন না ভাতা। সিঙ্গেল অ্যাকাউন্ট ও KYC থাকা বাধ্যতামূলক, অন্যথায় ভাতা বন্ধ হয়ে যেতে পারে।

কবে থেকে এই নিয়ম জারি হবে?
সূত্রে খবর থেকে শোনা যাচ্ছে যে, ১ এপ্রিল থেকে জারি হচ্ছে এই নিয়ম। তাই তারাতারি এই কাজগুলো করে নিন।

বিগত প্রায় ২ বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।