Mid Day Meal Recruitment 2024: সুপারভাইজার পদে নিয়োগ করা হবে, বেতন ১০ হাজার টাকা!
Mid Day Meal Recruitment 2024
ভারতের প্রায় বেশিরভাগ দেশে মিড ডে মিল প্রকল্প চালু রয়েছে। স্কুল পড়ুয়া সব বাচ্চাদের বিনামূল্যে পুষ্টি যুক্ত খাবার মধ্যাহ্ন ভোজ হিসাবে বিতরণ করা হয়।
মিড ডে মিল প্রকল্প :
মিড ডে মিল প্রকল্প হলো স্কুলে বাচ্চাদের দুপুরের খাবার দেবার একটি ছোট্ট ব্যাবস্থা। যা সম্পূর্ণ ভারতে প্রচলিত রয়েছে। বর্তমানে এই মিড ডে মিল প্রকল্প বহু বছর ধরে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গে চালু করা হয়েছে। এই মিড ডে মিল প্রকল্প একটাই উদ্দেশ্য নিয়ে চালু করা হয়েছে, যাতে সমাজের দুস্থ পরিবারের ছেলে মেয়েরা বিদ্যালয়ে এসে একটু পুষ্টি যুক্ত খাবার গ্রহণ করতে পারে।
Table of Contents
মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ:
ভারতের প্রায় বেশিরভাগ দেশে মিড ডে মিল প্রকল্প চালু রয়েছে। স্কুল পড়ুয়া সব বাচ্চাদের বিনামূল্যে পুষ্টি যুক্ত খাবার মধ্যাহ্ন ভোজ হিসাবে বিতরণ করা হয়।২০২৪ – এ পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের অধীনে থাকা ব্লক উন্নয়ন অধিকারিক কমিটির তরফ থেকে মিড ডে মিল প্রকল্পে সুপারভাইজার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের মিড ডে মিল প্রকল্পের অধীনে থাকা সংশ্লিষ্ট ব্লক প্রসাশনিক দপ্তরে চুক্তিভিত্তিক ভাবে কর্মী নিয়োগ করা হবে। Mid Day Meal Recruitment 2024
আবেদনের জন্য বিস্তারিত আলোচনা :
২০২৪ – এ পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের অধীনে থাকা ব্লক উন্নয়ন অধিকারিক কমিটির তরফ থেকে মিড ডে মিল প্রকল্পে সুপারভাইজার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এই পদের জন্য আবেদন করতে পারবেন। মহিলা এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন মিড ডে মিলের সুপারভাইজার পদের জন্য। Mid Day Meal Recruitment 2024
আরও পড়ুন- জুনেই কি কৃষক বন্ধুর টাকা ঢুকবে? Krishak Bandhu Next Installment Date 2024
মিড ডে মিল
মিড ডে মিল প্রকল্প হলো স্কুলে বাচ্চাদের দুপুরের খাবার দেবার একটি ছোট্ট ব্যাবস্থা। যা সম্পূর্ণ ভারতে প্রচলিত রয়েছে। বর্তমানে এই মিড ডে মিল প্রকল্প বহু বছর ধরে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গে চালু করা হয়েছে। এই মিড ডে মিল প্রকল্প একটাই উদ্দেশ্য নিয়ে চালু করা হয়েছে, যাতে সমাজের দুস্থ পরিবারের ছেলে মেয়েরা বিদ্যালয়ে এসে একটু পুষ্টি যুক্ত খাবার গ্রহণ করতে পারে। Mid Day Meal Recruitment 2024
আরও পড়ুন- SBI Recruitment 2024: স্টেট ব্যাংকে কর্মী নিয়োগ! অনলাইন আবেদন ২৭ শে জুন পর্যন্ত।
আবেদন পদ্ধতি, বেতন, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা সবটা নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
১. পদের নাম : Mid day Meal Supervisor
২. মোট শূন্য পদ : ১ টি।
৩. শিক্ষাগত যোগ্যতা : মিড ডে মিলের সুপারভাইজার পদে আগ্রহী আবেদনকারীকে পূর্বে কোনো সরকারি দপ্তরে সমযোগ্যতার কাজের দক্ষতা রাখতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইটে ভিসিট করুন।
৪. বয়স সীমা : উক্ত পদে ইচ্ছুক আবেদনকারীর বয়স সীমা ২০২৪ – এর ১ জুন পর্যন্ত ধরে সর্বোচ্চ ৬৩ বছর কিংবা তার নিচে হতে হবে।
৫. মাসিক বেতন : এই পদের কর্মীর জন্য মাসিক বেতন ১০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। Mid Day Meal Recruitment 2024
আরও পড়ুন- গুগলপে-ফোনপে UPI লেনদেন করেন? এই 7 নিয়ম মানতে হবে, নাহলে অ্যাকাউন্ট ফাঁকা হবে!
৬. আবেদন পদ্ধতি : সম্পূর্ন অফলাইনের ভিত্তিতে আবেদন চলবে এখানে। এর জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তির নীচের অংশে থাকা আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে। এরপর প্রিন্ট আউট করা আবেদন পত্রে উল্লেখ করা প্রয়োজনীয় তথ্য গুলি নির্ভুল ভাবে পূরন করতে হবে এবং এই আবেদন পত্রটির সাথে উল্লেখ্য সব প্রমাণ পত্র সহ একটি খামে ভরে সংশ্লিষ্ট দপ্তরের নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
৭. আবেদন পত্র জমা করার ঠিকানা : Office of the Block Development Officer, Khatra Development Block, Khatra, Bankura
৮. আবেদনের শেষ তারিখ : ২০২৪ – এর ২৫ শে জুন
৯. ইন্টারভিউ তারিখ : ২০২৪ – এর ২৭ শে জুন
Official Notification: Download Now
Official Website: Click Here
আরও পড়ুন- Anganwadi Recruitment 2024 উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে ১৩ হাজার Anganwadi কর্মী নিয়োগ!
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।