Minimum Bank Balance Charges: নূন্যতম কত টাকা রাখতে হবে ব্যাংক এ? নইলে জরিমানা হওয়ার আশঙ্কা!

Minimum Bank Balance Charges: নূন্যতম কত টাকা রাখতে হবে ব্যাংক এ? নইলে জরিমানা হওয়ার আশঙ্কা!

Minimum Bank Balance Charges:

ব্যাংক এ রাখতে হবে নূন্যতম ব্যালেন্স।যদি কোনো গ্রাহক তার সেভিংস অ্যাকাউন্ট এ মিনিমাম ব্যালেন্স রাখতে ব্যর্থ হন তবে তাদের কে গুনতে হতে পারে জরিমানা।

দেশের বিভিন্ন ব্যাংকগুলোর মধ্যে রয়েছে এস.বি. আই (স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া), পি.এন.বি (পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক) ,এইচ. ডি.এফ.সি.(হাউসিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন) প্রমুখ। ইনারা তাদের গ্রাহকদের জন্য নতুন নিয়মাবলী জারি করেছে। Minimum Bank Balance Charges

এই নতুন নিয়মাবলীর অধীনে যদি কোনো গ্রাহক তার নামে তৈরি সেভিংস অ্যাকাউন্ট এ নূন্যতম টাকা রাখতে ব্যর্থ হন তবে তাদেরকে দিতে হবে জরিমানা।

Importance of minimum Bank Balance:

ব্যাংক এ সেভিংস অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রে নূন্যতম ব্যালেন্স রাখা খুব জরুরি। প্রায় সবকটি ব্যাংক ই তাদের গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্ট এ মিনিমাম ব্যালেন্স রাখার শর্ত আরোপ করে থাকে। এই শর্ত না মানলে দিতে হতে পারে জরিমানা। যদিও কিছু ব্যাংক তাদের গ্রাহকদের শূন্য ব্যালেন্স এ একাউন্ট খোলার সুবিধাও দিয়ে থাকে তবে সেটা খুব সামান্য ক্ষেত্রে।

সেভিংস অ্যাকোউন্ট খোলার আগে এই নিয়ম গুলি সম্মন্ধে পূর্ণ ধারণা রাখা উচিত। এই ধারণা গুলো সঠিক ভাবে থাকলে গ্রাহকরা এই জরিমানার ঝুঁকি থেকে বাঁচতে সক্ষম হবেন। Minimum Bank Balance Charges

Minimum Bank Balance Charges
Minimum Bank Balance Charges
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিভিন্ন ব্যাংকের ব্যালেন্স রাখার নিয়মসমূহ:

১.এস. বি . আই (স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া)

এসবিআই তার গ্রাহকদের জন্য মিনিমাম ব্যালেন্স রাখার নিয়মাবলী নির্ধারণ করেছেন, যা গ্রাহকের অবস্থান অনুযায়ী পরিবর্তিত হয়:

i ) মেট্রো শহরগুলিতে মাসিক গড় ব্যালেন্স থাকতে হবে ৩,০০০ টাকা।

ii) নগর এলাকায় মাসিক গড় ব্যালেন্স প্রযোজ্য ২,০০০ টাকা।

iii)গ্রামীণ এলাকায় মাসিক গড় ব্যালেন্স ১,০০০ টাকা।

যদি কোনো গ্রাহক এই মিনিমাম গর ব্যালেন্স অ্যাকাউন্ট এ রাখতে ব্যার্থ হন তবে জরিমানা বা ফি আরোপ করা হবে গ্রাহক এর উপর।

যদিও, কিছু বিশেষ ক্ষেত্রে এসবিআই শিথিলতা প্রদান করতে পারে।

২. এইচ.ডি.এফ.সি (হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন)

এইচডিএফসি ব্যাংক শহুরে এলাকায় বসবাসকারী গ্রাহকদের জন্য নিম্নলিখিত নিয়মাবলী জারি করেছে:

শহুরে এলাকায় মাসিক গড় ব্যালেন্স: ১০,০০০ টাকা থাকতে হবে অথবা, ১ লাখ টাকার ফিক্সড ডিপোজিট রাখতে হবে।যদি এই ব্যালেন্স বজায় রাখতে ব্যর্থ হয়, তাহলে ব্যাংক জরিমানা বা ফি আরোপ করবে, যা গ্রাহকের ব্যাঙ্কিং খরচ বাড়িয়ে দিতে পারে।

৩. পি.এন.বি (পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক)

পিএনবি তাদের গ্রাহকদের ভৌগোলিক অবস্থান অনুযায়ী মিনিমাম ব্যালেন্স নির্ধারণ করেছে:

গ্রামীণ এলাকায় থাকা গ্রাহকদের অ্যাকাউন্ট এ নূন্যতম ৫০০ টাকা রাখতে হবে আর সেই ব্যালেন্স না থাকলে ২৫ টাকা জরিমানা দিতে হবে।

শহুরে এলাকায় বসবাসকারী গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্ট এ সর্বনিম্ন ২০০০ টাকা রাখতে হবে। যদি ব্যালেন্স ২০০০ এর নিচে নেমে যায় তবে গ্রাহকের উপর ২৫০ টাকার জরিমানা জারি করা হবে।

ব্যাঙ্কিং সেবা গ্রহণ করতে হলে, সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স বজায় রাখা অত্যন্ত প্রয়োজনীয় কর্তব্য সকলের জন্য। ব্যাংকগুলোর এই নতুন নিয়ম মেনে না চললে জরিমানার সম্মুখীন হতে হবে। তাই গ্রাহকদের উচিত প্রতিনিয়ত তাদের সেভিংস অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করা এবং উক্ত শর্তানুযায়ী নূন্যতম অর্থ তার নির্দিষ্ট অ্যাকাউন্টে রাখা। নিয়মাবলী সম্পর্কে সচেতন থাকা এবং সেই অনুযায়ী কাজ করা প্রতিটি গ্রাহকের জন্য অত্যাবশ্যক।

এই নিয়মগুলির মেনে চলা না হলে ব্যাংক সেবার খরচ বেড়ে যেতে পারে, যা পরবর্তীতে আর্থিক চাপ সৃষ্টি করতে পারে।

আরও পড়ুন- PM Kisan New Update 2024: Pm kisan প্রকল্পে ভয়ানক বিপদ, সব টাকা কেটে নেয়ার বিপদ! সতর্কতা দিলো প্রশাসন।

Leave a Comment