Mobile Moto G85 New Model 2024: খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে যাচ্ছে Moto G85, প্রকাশ্যে এলো এমন নতুন খবর!

Mobile Moto G85 New Model 2024: খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে যাচ্ছে Moto G85, প্রকাশ্যে এলো এমন নতুন খবর!

Mobile Moto G85 New Model 2024:

মোবাইল মোটোরোলা কোম্পানি তাদের নিজস্ব হোম মার্কেট চীন কোম্পানি থেকে এক্স50 নিও স্মার্ট ফোন লঞ্চ করেছে। মোটোরোলা কোম্পানি এই নতুন মডেলের স্মার্টফোনটিকে ভারতে Moto G85 5G নামে নিয়ে এসেছে। সপিং সাইট ফ্লিপকার্ট থেকে এর টিজার প্রকাশ করা হয়েছে। সপিং সাইট লিষ্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু URL থেকে কোনো নতুন মডেলের লঞ্চ ডিটেইলস জানা যায়। আসুন আমরা এই মোটোরোলা এক্স50 নিও স্মার্ট ফোনের সর্ম্পকে বিস্তারিত জেনে নিই। Mobile Moto G85 New Model 2024

ভারত এখন প্রযুক্তি গত দিক দিয়ে অনেকটা উন্নতি সাধন করতে পেরেছে। সব রকম দিক দিয়ে আমাদের ভারত এগিয়ে যেমন নানান ধরনের আইটি সেক্টর, ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরি অর্থাৎ প্রযুক্তি গত দিক দিয়ে আগের তুলনায় অনেকটাই বেশি উন্নতি লাভ করেছে। নানান ধরনের নতুন নতুন ফোনের ব্র্যান্ড যেমন iphon, Samsung galaxy, poco, MI, Oopo, Vivo ও Samsung tablet সব কিছু ভারতে লঞ্চ করা হচ্ছে। মোবাইল, ল্যাপটপ, আরও ইলেকট্রনিক যন্ত্রপাতির আরও নিত্য নতুন ভার্সন লঞ্চ করেই চলছে। তেমননি এবার ভারতের ইলেকট্রনিক যন্ত্রপাতির বাজারে লঞ্চ হচ্ছে মোটোরোলা কোম্পানির নতুন মডেল Moto G85 5G যা তাদের হোম মার্টেক চীনে এক্স50 নিও স্মার্ট ফোন নামে লঞ্চ করা হয়েছে। এখন আমরা এই মডেলটি সমন্ধে বিস্তারিত তথ্য জানবো। Mobile Moto G85 New Model 2024

Mobile Moto G85 New Model 2024
Mobile Moto G85 New Model 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন- Aadhaar Card Big Update 2024: আধার কার্ড যাচাইকরণ প্রক্রিয়া চালু হচ্ছে। আপনার করণীয় কী? দেখুন বিস্তারিত!

Moto G85 5G ফোনের সমস্ত তথ্য:

১. Moto G85 5G ডিসপ্লে: Moto G85 5G স্মার্টফোনে 20:9 আস্পেক্ট রেশিয় দিয়ে তৈরী করা হয়েছে। যেখানে 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন দিয়ে তৈরী এবং ডিসপ্লে রাখা হয়েছে 6.67 ইঞ্চির FHD+pOLED। এছাড়াও এই স্মার্টফোনটিতে 3D Curved ডিসপ্লে সমেত 120Hz রিফ্রেশ রেট, 1600 নিটস ব্রাইটনেস তার সাথে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর রয়েছে।

২. Moto G85 5G প্রসেসর: Moto G85 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 ও সাথে লঞ্চ করা হয়েছে ও প্রসেসিনয়ের কারণে এই স্মার্টফোনে 6 ন্যানো মিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালাম স্ন্যাপড্রাগন 6 এস জেন 3 অক্টাকোর প্রসেসর সাপোর্টেড 2.3 গিগাহার্টেজ ক্লক স্পিড ভাবে কাজ করার মতো ক্ষমতা রয়েছে।

৩. Moto G85 5G স্টোরেজ: Moto G85 5G স্মার্টফোনটিতে 12 GB RAM সাপোর্টেড রয়েছে। এছাড়াও এই নতুন স্মার্টফোনে RAM Boost ফিচার সমেত ফিজিক্যাল RAM ও 12 GB ভার্চুয়াল RAM – এর ক্ষমতা সম্পন্ন রয়েছে। এই মোটোরোলা স্মার্টফোনটির নতুন ভার্সনে 1 TB মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।

৪. Moto G85 5G ক্যামেরা: Moto G85 5G স্মার্টফোনটিতে ছবির জন্য ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই স্মার্ট ফোনের ব্যাক প্যানেলে এফ/1.79 অ্যাপচারযুক্ত 50MP মেইন সেন্সর সমেত এফ/2.2 অ্যাপচারযুক্ত 8MP আল্ট্রা ওয়েড এঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য এই স্মার্টফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

৫. Moto G85 5G ব্যাটারি: Moto G85 5G স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকপের জন্য 30W ফাস্ট চার্জিং এবং ফিচার সাপোর্টেড জন্য 5,000mAh ব্যাটারি রাখা হয়েছে।

৬. Moto G85 5G অন্যান্য ফিচার: Moto G85 5G স্মার্টফোনটিতে NFC, ব্লুটুথ ডিভাইস 5.1 এবং 5GHZ Wi-Fi সমেত 13 5G Bands রাখা হয়েছে। কোম্পানির তরফ থেকে এই নতুন স্মার্টফোনটিতে 4 বছরের OS আপগ্রেড সমেত লঞ্চ করা হয়েছে। Mobile Moto G85 New Model 2024

বিশেষ দ্রষ্টব্য:

এই মোটোরোলা কোম্পানির Moto G85 New Model এখনও লঞ্চ করা হয় নি। ২০২৪- এর ৩ রা জুলাই এই মডেলটি লঞ্চ হওয়ার কথা রয়েছে। URL এ সার্চ করে জানা গিয়েছে এমন ধরনের নতুন কোনো মডেল লঞ্চ হচ্ছে যেটার নাম দেওয়া হবে Moto G85 5G।

এছাড়াও ইতিমধ্যে ইউরোপের বাজারে এই Moto G85 ফোনটি লঞ্চ করা হয়ে গিয়েছে যার কারনে এই মডেলের সমস্ত বিস্তারিত তথ্য ওপরের পয়েন্টগুলিতে আলোচনার মাধ্যমে জানানো হলো।

Official Website Link- Click Here

আরও পড়ুন- Airtel Jio VI New Plan List 2024: সিম কার্ড পোটিং নিয়ম পরিবর্তন!

Leave a Comment