Mobile Recharge plans 2025: এবার Jio, Vi ও Airtel এর মাথায় হাত! BSNL মাত্র ২০ টাকায় ভ্যালিডিটি দেবে অর্ধেক বছরের..

Mobile Recharge plans 2025: এবার Jio, Vi ও Airtel এর মাথায় হাত! BSNL মাত্র ২০ টাকায় ভ্যালিডিটি দেবে অর্ধেক বছরের..

Mobile Recharge plans 2025

Mobile Recharge plans 2025:গত বছর অর্থাৎ 2024 সালের July মাস থেকে দেশের আমজনতাকে হঠাৎ করে এক ঝটকায় মোবাইল রিচার্জের দাম বাড়িয়েছিল Jio, Airtel, Vi এই সমস্ত টেলিকম কোম্পানিগুলি। এর ফলে এই কোম্পানির গ্ৰাহকরা অনেকটাই হতাশারস্বিকার হতে হয়। অন্যদিকে টেলিকম সংস্থার BSNL নিজের প্ল্যানের দাম যদিও বদলে করেনি। এর ফলে দেশের বহু গ্ৰাহকের মোবাইল ফোনের নাম্বার পোর্ট করে নেন BSNL. এর পাশাপাশি অনেক গ্ৰাহকরা আবার নতুন করে BSNL এর সিম কার্ড নিয়ে নেন। তবে এরই মধ্যেই সাধারণ গ্ৰাহকদের দাবি ওঠে মোবাইল ফোনের রিচার্জের প্ল্যানগুলির দাম ন্যায্য মূল্যে ফিরিয়ে আনার জন্য। সাধারণ গ্ৰাহকদের দাবির পক্ষে সম্মতিও জানায় TRAI বা টেলিকম রেউগুলেটরি অথরিটি। Mobile Recharge plans 2025.

TRAI-র নতুন নিয়ম আসতেই রিচার্জ প্ল্যানের দাম হ্রাস পেলো:

আমাদের দেশে আজও এমন অনেক গ্রাহক আছেন যাদের ডেটা ব্যবহারই হয় না। অথচ সকল টেলিকম কোম্পানিগুলিই তাদের রিচার্জ প্ল্যানের মধ্যে ফ্রি ডেটা দিয়ে দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছেন। তাই TRAI এর তরফ থেকে জানানো হয় যে, ডেটা ছাড়া রিচার্জ চালু করতে হবে যেমনটা আগে ছিল। ইতিমধ্যেই নতুন নিয়ম অনুযায়ী, Airtel, Jio, Vi থেকে BSNL সবাই ডেটা ছাড়া রিচার্জ লঞ্চ করেছে। তবে এখনও একটা সমস্যা থেকেই যাচ্ছিল সেটা হল রিচার্জ না করলে সিমকার্ডের ভ্যালিডিটি। Mobile Recharge plans 2025.

Bridha Bhata Form Bengali 2025: বৃদ্ধ ভাতার নতুন আবেদনপত্র জমা করুন, আর প্রতিমাসে পেয়ে যান ১০০০ টাকা করে।

হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন, আজকাল যদি সিমকার্ডে রিচার্জ না করা হয় তাহলে 3-7 দিনের মধ্যেই ইনকামিং কল থেকে শুরু করে প্রয়োজনীয় OTP আসা বন্ধ হয়ে যায়। বর্তমানে যেখানে নূন্যতম রিচার্জ প্রায় 200 এর কাছাকাছি সেখানে যাদের দুটি মোবাইল ফোনের নাম্বার রয়েছে তাদের পক্ষে এটা বেশ চাপের হয়ে দাঁড়াচ্ছিল। তাই TRAI এর তরফ থেকে মোবাইল কোম্পানিগুলিকে নির্দেশ দেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মোবাইল ফোনের নাম্বার চালু রাখার জন্য। যার ফলে এখন থেকে রিচার্জ না করলেও 90 দিন পর্যন্ত নেটওয়ার্ক পরিষেবা চালু থাকবে অর্থাৎ কল ও SMS রিসিভ করতে পারবেন আপনি। অন্যদিকে জানা যাচ্ছে BSNL এর ক্ষেত্রে এই সময়সীমা 180 দিন হবে। Mobile Recharge plans 2025.

জলের দরে মোবাইল ফোনের ভ্যালিডিটি রিচার্জ!

সকলের এখন একটাই প্রশ্ন 90 দিন রিচার্জ ছাড়া না হয় চললো তারপর? আবারও শুধুমাত্র নাম্বার চালু রাখার জন্য কমপক্ষে 200 টাকার রিচার্জ করতেই হবে? নতুন নিয়ম আসাতে এখানেও অনেকটাই স্বস্তি এনেছে গ্ৰাহকদের জন্য। জানা যাচ্ছে যে, যদি আপনি নির্দিষ্ট সময় পরেও কোনো রিচার্জ না করা হয়ে তাহলে আপনার মেন ব্যালেন্স থেকে 20 টাকা কাটা হবে যার বদলে আরও 30 দিনের বৈধতা প্রদান করা হবে। এক্ষেত্রে যদি কোন মেন ব্যালেন্সে 20 টাকা না থাকে তাহলে মোবাইল ফোনের নাম্বারটি বন্ধ করে দেওয়া হতে পারে।

Mobile Recharge plans 2025
Mobile Recharge plans 2025
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BSNL 20 টাকায় 120 দিনের বৈধতা দেবে:

Jio, Vi ও Airtel কোম্পানিগুলো যেখান 20 টাকায় 30 দিনের জন্য বৈধতা দেবে মোবাইল ফোনের রিচার্জের ভ্যালিডিটি সেখানে BSNL ফের বড় ঘোষণা করেছেন। জানা যাচ্ছে যে, মাত্র 20 টাকার রিচার্জের বিনিময়েই 120 দিনের অতিরিক্ত বৈধতা দেবেন BSNL এর গ্ৰাহকদের। স্বাভাবিকভাবেই সাধারণ গ্রাহকরা এমন একটা রিচার্জের জেরে অনেক টাকা বাঁচাতে পারবেন। তবে এর সাথে কোম্পানি আরও জানাচ্ছে, 120 দিন পর রিচার্জের জন্য আরো 15 দিনের গ্রেস পিরিয়ড দেওয়া হবে। Mobile Recharge plans 2025.

আরও পড়ুন,ICDS Recruitment 2025:1729 শুন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হচ্ছে, বিস্তারিত জানুন।

Leave a Comment