Murshidabad Block Land Records Office Recruitment 2024 : সুখবর সুখবর! BLRO অফিসে কর্মী নিয়োগ হচ্ছে , এই আবেদন মিস করলেই বড়সড় লস

Murshidabad Block Land Records Office Recruitment 2024 সুখবর সুখবর! BLRO অফিসে কর্মী নিয়োগ হচ্ছে , এই আবেদন মিস করলেই বড়সড় লস!

Murshidabad Block Land Records Office Recruitment 2024:

Murshidabad Block Land Records Office Recruitment 2024:- একের পর এক বেকার যুবক – যুবতীরা মন ভালো করা খবর পাচ্ছেন। এবারও তার ব্যতিক্রম নয়, ফের একবার বেকার যুবক-যুবতীদের জন্য বড়সড় সুখবর। যেসব যুবক-যুবতীরা কাজের সন্ধানে করছেন হন্যে হয়ে তাদের জন্য আজকের আমাদের এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্প্রতি মুর্শিদাবাদ BLRO অফিস থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। পদে নাম কি ? আবেদনের শিক্ষাগত যোগ্যতা কী? বয়সের সময়সীমা কত? আবেদন পদ্ধতি কী? এসব বিষয় ভালো করে জেনে নেন আজকের প্রতিবেদনে।

নিয়োগকারী সংস্থা :-

Murshidabad Block Land Records Office(মুর্শিদাবাদের বিএলআরও অফিসে)-এই নিয়োগ হবে।

পদেরনাম :-

ডেটা এন্ট্রি অপারেটর(Data Entry Operator)।

শূন্যপদ :-

ডেটা এন্ট্রি অপারেটর(Data Entry Operator) পদের মোট আসন সংখ্যা 40 টি ।

শিক্ষাগত যোগ্যতা :-

ডেটা এন্ট্রি অপারেটর(Data Entry Operator) পদে আবেদন করার জন্য জন্য প্রার্থীকে যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন।

বয়সসীমা :-

এই পদে আবেদনের জন্য নূন্যতম বয়স হল ২১ বছর। সর্বোচ্চ ৩৫ বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা।

মাসিক বেতন :-

ডেটা এন্ট্রি অপারেটর(Data Entry Operator) পদে নিযুক্ত হলে প্রতি মাসে বেতন হবে 11000 টাকা।

Murshidabad Block Land Records Office Recruitment 2024
Murshidabad Block Land Records Office Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নিয়োগ পদ্ধতি:-

প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ডাকা হবে ইন্টারভিউ রাউন্ডে জন্য। তারপর ইন্টারভিউ রাউন্ডে ফলাফলের ওপর নির্ভর করে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি :-

প্রার্থীদের আবেদন জানাতে হবে অফলাইন মাধ্যমে। নির্দিষ্ট লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে আবেদন পত্র। তারপর সেই আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করে পাঠিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদন পত্রটি জমা করার ঠিকানা :-

Ground floor of the office of the District Magistrate & Collector, Murshidabad.

আবেদনের শেষ তারিখ : –

13.08.2024

Official Website Link- Click Here

Official Notification – Download Now

Application Form – Download Now

আরও পড়ুন- ICDS Recruitment New Update 2024: ব্লকে ব্লকে অঙ্গনওয়াড়ির কর্মী পদের জন্য নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু! দেখুন আপনার জেলায় আবেদন শুরু হয়েছে কিনা।

আরও পড়ুন- Asha Kormi Recruitment 2024: গ্ৰাম পঞ্চায়েতের অধীনে আশা কর্মী নিয়োগ শুরু , শুধুমাত্র MP পাশ করলেই এই চাকরি মিলবে।

Leave a Comment