Narcotics Control Bureau New Recruitment 2024: NCB তে নতুন করে চাকরির সুযোগ! মাসিক বেতন 49000 টাকা, কিভাবে আবেদন করবেন দেখে নিন।

Narcotics Control Bureau New Recruitment 2024: NCB তে নতুন করে চাকরির সুযোগ! মাসিক বেতন 49000 টাকা, কিভাবে আবেদন করবেন দেখে নিন।

Narcotics Control Bureau New Recruitment 2024

Narcotics Control Bureau New Recruitment 2024:- যে সকল ডিগ্রি প্রাপ্য ইচ্ছুক প্রার্থীরা চাকরির খোঁজ করছেন তাদের জন্য দারুন চাকরির সুখবর। নেশাদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর পক্ষ থেকে ডিপুটি ডিরেক্টর ও জোনাল ডিরেক্টর পদে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এখানে মাসিক বেতন রয়েছে 15000 থেকে 39000 টাকা পর্যন্ত। তাহলে এখানে যে সমস্ত আগ্রহী চাকরিপ্রার্থীরা আবেদন করতে চাইছেন তাদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি সহ এই পদের সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে এই প্রতিবেদনটি ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন। Narcotics Control Bureau New Recruitment 2024

Narcotics Control Bureau New Recruitment 2024
Narcotics Control Bureau New Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পদের নাম:-

নেশাদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (NCB) এর পক্ষ থেকে ডিপুটি ডিরেক্টর ও জোনাল ডিরেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদ:-

সবমিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা উল্লেখ আছে 80 টি।

শিক্ষাগত যোগ্যতা:-

যে সমস্ত আগ্রহী প্রার্থীরা নেশাদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর পক্ষ থেকে ডিপুটি ডিরেক্টর ও জোনাল ডিরেক্টর পদে আবেদন করতে চাইছেন তাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যে কোন সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী অর্জন।

বয়সসীমা:-

9 September 2024 তারিখ অনুসারে এখানে আবেদনকারীর বয়স সীমা হতে হবে সর্বোচ্চ 56 বছর।

মাসিক বেতন:-

প্রার্থীদের এখানে প্রতিমাসে বেতন দেওয়া হবে 15600 টাকা থেকে 39100 টাকা পর্যন্ত।

নিয়োগ পদ্ধতি:-

যোগ্য প্রার্থীদের এখানে সাধারণত লিখিত পরীক্ষা ও পার্সোনাল ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি:-


•আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নেশাদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর পক্ষ থেকে ডিপুটি ডিরেক্টর ও জোনাল ডিরেক্টর পদে আবেদন জানাতে হবে অফলাইনের মাধ্যম দিয়ে।

•আগ্ররা প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন তারপর আবেদন পত্রটি ডাউনলোড করবেন এবং সেখানে আবেদনকারীর নাম, তার বাসস্থানের ঠিকানা সহ যাবতীয় কার্যক্রমে তথ্য দিয়ে নির্ভুলভাবে আবেদন পত্রটি ফিলাপ করে নিবেন।
•এরপর যোগ্য প্রার্থীর বয়সের প্রমাণপত্র, পরিচয় প্রমাণপত্র ও শিক্ষাগত যোগ্যতার নথিপত্রগুলোর জেরক্স এর সাথে আবেদন পত্রটি একটি মুখবন্ধ খামে ভরে নিবেন।
তারপর নিচে দেওয়া সঠিক ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে মুখবন্ধ খামে ভরা আবেদন পত্রটি পাঠিয়ে দিবেন।

আবেদন পত্র জমা করার ঠিকানা:-

Deputy Director General (P&A), Narcotics Control Bureau Head Quarters, 2nd Floor, August Kranti Bhawan, Bhikaji Cama Place, New Delhi-110066.

গুরুত্বপূর্ণ তারিখ:-

অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 30 July 2024 তারিখে এবং শেষ হবে আগামী 09 September 2024 তারিখে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক:-


অফিসিয়াল নোটিস- Download Now
অফিসিয়াল ওয়েবসাইট- narcoticsindia.nic.in


আরও পড়ুন- WB ASHA KARMI RECRUITMENT 2024: MP পাশেই বিভিন্ন জেলায় আশা কর্মী নিয়োগ! দেখুন আপনার জেলায় কবে হবে?

Leave a Comment