NJP To Katihar Train Accident News 2024: আবার একবার রেল দুর্ঘটনার শিকার উত্তরবঙ্গ!
NJP To Katihar Train Accident News 2024
আবারো একবার ট্রেন দুর্ঘটনার শিকার হলো ভারতীয় রেলের যাত্রীরা। রেল দুর্ঘটনার সংবাদ যেন এখন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে যাত্রীবাহিদের কাছে। যার কারণে ট্রেনে যাত্রা করার জন্য আতঙ্কিত হয়ে পড়েছে সকলেই।
এখন পশ্চিমবঙ্গের বাসিন্দাদের মনে একটাই বড়ো প্রশ্ন, ট্রেনে চাপা কোনো যাত্রী যেন এখন আর সুরক্ষিত নয়। তার সাথে রয়েছে ট্রেনে থাকা চালক সকলের প্রাণ এখন অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। বারং বার ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় রেল দপ্তরের দায়িত্বে উঠছে নানান প্রশ্ন।
Table of Contents
উত্তরবঙ্গে আবারো রেল দুর্ঘটনা:
ভারতের পর পর ট্রেন দুর্ঘটনাগুলো এখন যেন যাত্রীদের কাছে প্রায় নিত্যদিনের খবর হয়ে উঠেছে। বার বার ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলেছে পশ্চিম বাংলায়। প্রকাশিত এক সংবাদ মাধ্যম দ্বারা জানা গিয়েছে, আজ শুক্রবার ০৯/০৮/২৪ তারিখে আবার ট্রেন দুর্ঘটনা ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে।
ঘটনা সূত্রে জানা গিয়েছে, NJP থেকে কাটিহার যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। এবার মালবাহী গাড়ি এই ট্রেন দুর্ঘটনার শিকার। শোনা যাচ্ছে আজ শুক্রবার সকালে যাত্রা পথে মালবাহী গাড়ি লাইনচ্যুত হয়ে অ্যাকসিডেন্ট হয়। ট্রেনে থাকা চালক বা তার সহযাত্রী কারোর তেমন কোনো ক্ষতি না হলেও মালগাড়িটি লাইনচ্যুত হয়ে পড়ায় ট্যাঙ্কারের ৫ টি বগি উল্টে যায়।
ছোট বড়ো দুর্ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গে প্রায় ২০ টারও বেশি রেল দুর্ঘটনা ঘটে চলছে গত কয়েক বছর ধরেই। আর এই ভয়াবহ সাড়াজাগানো ইতিহাসের সাক্ষী আমরা সকলেই। মনে হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার পর থেকে যেন এ এক মৃত্যু লাইন হয়ে দাঁড়িয়েছে।
বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত।