PM Awas Yojona News 2024: পিএম আবাস যোজনার টাকায় স্বাধীনতা পেল গৃহবধূদের প্রেম!

PM Awas Yojona News 2024: পিএম আবাস যোজনার টাকায় স্বাধীনতা পেল গৃহবধূদের প্রেম!

PM Awas Yojona News 2024:

মহিলাদের আর্থিক ভাবে সাহায্য করা বা নিজের ভরণ পোষণের খরচ নিজেরই যোগান দেওয়ার কাজেই দেওয়া হতো পিএম আবাস যোজনার টাকা। কিন্তু এইবার আবাস যোজনার টাকা নিয়েই উধাও হলো উত্তর প্রদেশের বেশ কিছু মহিলারা। PM Awas Yojona News 2024

পিএম আবাস যোজনা কি?

২০১৫ সালে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা পরিচালিত পিএম আবাস যোজনার একটাই উদ্দেশ্য হলো দেশের যে সকল মানুষদের নিজস্ব বাসস্থান ছাড়া অনেক কষ্টে রয়েছেন। সেই সমস্ত ঘর বিহীন মানুষগুলির মাথার ওপর ছাদ তৈরি করে দেওয়ায় হলো পিএম আবাস যোজনার একমাত্র লক্ষ্য। এছাড়াও যে সব মানুষেরা কাঁচা বাড়িতে বসবাস করে সেই মানুষদের জন্য কমপক্ষে ২৫ বর্গ মিটার মেঝে আয়তনের একটি পাকা বাড়ি বানিয়ে দেওয়া হলো এই প্রধান মন্ত্রী আবাস যোজনার আরও একটি প্রধান উদ্দেশ্য। ২০১৫ সাল থেকে প্রধান মন্ত্রী আবাস যোজনার টাকা প্রথম দেওয়া শুরু হয় এবং প্রথমে ১,২০০০০ টাকা দিয়ে কাজ শুরু করানো হয়েছিলো।

PM Awas Yojona News 2024
PM Awas Yojona News 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পিএম আবাস যোজনার সুবিধা: (PM Awas Yojona News 2024)

প্রধান মন্ত্রী আবাস যোজনার অনেকগুলি সুবিধার মধ্যে একটি হলো পিএম আবাস যোজনার স্কিমের জন্য ব্যাংক থেকে অনেকটাই কম টাকায় সুদ দিয়ে লোন দেওয়া হয় বাড়ি তৈরি করার জন্য। তার সাথে লোন পরিশোধ করার জন্য ২০ বছর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই টাকা দেওয়ায় একটি নিয়ম রয়েছে, যেটা হলো আবেদনকারীর বাড়ির আকার ও আয়তন কী রয়েছে? কত বর্গ মিটার রয়েছে? সব তথ্য সমন্ধে বিস্তারিত জানার পর কেন্দ্র সরকার বাড়ি তৈরি করার জন্য লোন হিসাবে টাকা দেয় আবেদনকারীকে। PM Awas Yojona News 2024

২০১৫ সাল থেকে কেন্দ্র সরকারের তরফ থেকে দেশে চালু করা হয় প্রধান মন্ত্রী আবাস যোজনা। ২০২২ সালের মধ্যেই এই প্রধান মন্ত্রী আবাস যোজনার সাহায্যের টাকায় প্রায় ২০ মিলিয়ন মানুষের বাড়ি তৈরি করতে সাহায্য করেছে। উপরন্তু কেন্দ্রীয় সরকার পিএম আবাস প্রকল্পের জন্য মোট ২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছিলেন। প্রধান মন্ত্রী আবাস যোজনা দুই প্রকারের, যথা – শহরের মানুষদের জন্য এবং গ্রামের মানুষদের জন্য। পিএম আবাস যোজনার অধীনে রয়েছে মোট ৩ কোটি বাড়ি। তার মধ্যে ২ কোটি বাড়ি তৈরি করা হবে গ্রামীণ মানুষদের জন্য ও ১ কোটি বাড়ি তৈরি করা হবে শহরের মানুষদের জন্য। এটি মোদী সরকারের আর একটি বড়ো ঘোষনা।

পিএম আবাস যোজনায় কি কি সুবিধা রয়েছে?

১. কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পিএম আবাস যোজনার জন্য ২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

২. পিএম আবাস যোজনার টাকায় শুধুমাত্র গরিব মানুষদের পাঁকা বাড়ি তৈরি করার জন্য নয় সাথে শৌচালয় তৈরি করাও হবে এই প্রকল্পের মাধ্যমে।

৩. পিএম আবাস যোজনার অধীনে থাকা ৩ কোটি বাড়ির মধ্যে ২ কোটি বাড়ি গ্রামীণ মানুষদের জন্য তৈরী করা হবে এবং ১ কোটি বাড়ি শহরের মানুষদের জন্য তৈরি হবে।

৪. যদি কোনো ব্যক্তির বার্ষিক আয় ১৮ লাখ টাকার কম হয় তবেই সেই ব্যক্তি পিএম আবাস যোজনার জন্য আবেদন করতে পারবেন।

৫. পিএম আবাস যোজনায় আবেদনর জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছরের ঊর্ধ্বে এবং তার সাথে আবেদনকারীকে ভারতের স্থানীয় নাগরিক হতে হবে।

৬. পিএম আবাস যোজনায় ব্যাংক থেকে যে লোন দেওয়া হয় তার অনেক কম পরিমাণ সুদ ধার্য করা হয়েছে পিএম আবাস যোজনায় আবেদনকারীদের জন্য। PM Awas Yojona News 2024

৭. এছাড়াও পিএম আবাস যোজনার কিস্তির টাকা পরিশোধ করার সময়সীমা দেওয়া হয়েছে অন্তত ২০ বছর পর্যন্ত।

৮. পিএম আবাস যোজনায় LIG – এর অধীনে থাকা আবেদনকারীদের বার্ষিক আয় ৩-৬ লক্ষ টাকার মধ্যে হতে হবে। মিডিল ইনকাম গ্রুপ অথবা MIG 1 – এর অধীনে থাকা আবেদনকারীদের বার্ষিক আয় ৬-১২ লক্ষ টাকার মধ্যে থাকতে হবে এবং MIG 2 – এর আওতায় থাকা আবেদনকারীদের বার্ষিক আয় ১২-১৮ লক্ষ টাকার মধ্যে থাকতে হবে। তবেই পিএম আবাস যোজনা প্রকল্পের সুবিধা পাবে দেশের মানুষেরা।

পিএম আবাস যোজনার টাকায় স্বাধীন হলো গৃহবধূদের প্রেম:

পিএম আবাস যোজনার উদ্দেশ্য হলো মহিলাদের স্বনির্ভর তৈরি করা সাথেই নিজেদের জন্য একটি স্থায়ী বাসস্থান তৈরি করা। এই কারণেই পিএম আবাস যোজনা প্রকল্পের টাকা বরাদ্দ করা হয়েছে। পরিবারের যে কোনো ব্যক্তি পুরুষ কিংবা মহিলা যে কেউ আবেদনকারী পাবে পিএম আবাস যোজনার টাকা। কিন্তু এই টাকা পাওয়া নিয়ে ঘটে গেলো এক বড়ো ঘটনা। বাড়ি তৈরির এই টাকা নিয়ে ঘর ছাড়লেন উত্তর প্রদেশের কয়েকজন মহিলারা। পিএম আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পাওয়ার পরই উধাও হয়ে গেলেন বেশ কয়েকজন মহিলা।

প্রধান মন্ত্রী জনকল্যাণ স্বার্থে অনেক প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষদের আর্থিক ভাবে সাহায্য প্রদান করেছেন। তেমনই প্রধান মন্ত্রীর সমস্ত জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো পিএম আবাস যোজনা। যেখানে প্রত্যেক ভারতীয় নাগরিকদের মাথার উপর যাতে নিজস্ব ছাদ থাকে, সেই কারণ বশত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবাস যোজনা নামে এক নতুন প্রকল্প শুরু করেন। তবে দেশের বিভিন্ন জায়গা থেকেই শোনা যাচ্ছে প্রধান মন্ত্রীর এই উদ্যোগগুলির অপব্যবহার করা হচ্ছে। অভিযোগ আসছে আবেদনকারী যোগ্য পিএম আবাস যোজনার সুবিধাভোগীর পরিবর্তে অন্য কোনও ব্যক্তি এই প্রকল্পের টাকার সুবিধা নিচ্ছেন। এরই মধ্যে ঘটে গেলো আরও একটি কাণ্ড, উঠে এলো আরও একটি অভিযোগ। পিএম আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেতেই বাড়ি থেকে পলাতক উত্তর প্রদেশের বেশ কয়েকজন গৃহবধূ। PM Awas Yojona News 2024

পিএম আবাস যোজনার ক্ষেত্রে প্রথম কিস্তি অনুযায়ী ৪০,০০০ টাকা দেওয়া হয়। মানিকন্ট্রোলের এক প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ঘটনাটি উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলার। পিএম আবাস যোজনার প্রথম কিস্তির ৪০,০০০ টাকা পেতেই উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলার ১১ জন গৃহবধূ তাদের প্রেমিকদের সঙ্গে পলাতক। উক্ত জেলায় এই ঘটনাটি ঘটে যাওয়ার পর অর্থাৎ স্ত্রীরা পালিয়ে যাওয়ার পর, তাদের স্বামীরাই সেখানকার প্রশাসনের কাছে এই ঘটনা জানানো হয়েছে। PM Awas Yojona News 2024

উক্ত ঘটনাটি জানার পর, সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই মহিলাদের আবাস যোজনার পরবর্তী কিস্তির টাকা দেওয়া বন্ধ করা হবে। এই ঘটনাটি জুড়ে রাজ্যে ব্যপক তর্ক বিতর্ক তৈরি হয়েছে। পিএম আবাস যোজনা গরীব মানুষদের মাথার ছাঁদ তৈরীর জন্য প্রদান করা হয়। এই টাকা ব্যবহার করে এমন অবৈধ কাজ করা হলে অনেক ধরনের অসুবিধায় পড়তে হতে পারে টাকা পাওয়া সেই ব্যক্তিদের। এবার সকলের প্রশ্ন প্রথম কিস্তির টাকা নিয়ে যে গৃহবধূরা বাড়ি থেকে পলাতক তাদের পরিণতি কি হবে? সেই গৃহবধূদের না থাকায়, তাদের পরিবারের পাঁকা ঘর কী তৈরি হবে না? এমন অনেক রকমের প্রশ্ন উঠে আসছে সকলের মনে কিন্তু উত্তর সবার অজানা। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের এমন একটি বিধান রয়েছে যেখানে বলা আছে এই প্রকল্পের পাওয়া টাকায় কোনো রকম অনৈতিক কার্যকলাপ দেখলে পিএম আবাস যোজনার পাওয়া টাকা কেন্দ্র সরকার ফেরতও চাইতে পারেন। PM Awas Yojona News 2024

প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে থাকা ভারতীয় নাগরিকদের পাকা বাড়ি তৈরির জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে প্রায় ২.৫ লক্ষ টাকা দেওয়া হয়। আবেদনকারী পরিবারের আর্থিক অবস্থার উপর নির্ভর করে এই প্রকল্পের টাকা নির্ধারিত করা হয়। সেই প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলায় প্রায় ২,৩৫০ জন আবেদনকারী ব্যক্তি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেয়েছেন। তার মধ্যে রয়েছে থুঠিবাড়ি, শীতলাপুর, চাটিয়া, রামনগর, বকুল দিহা, খসরা, কিশুনপুর এবং মেধৌলি গ্রাম। যেখানে পিএম আবাস যোজনার টাকা পাওয়ার পর অনেক বাড়ি তৈরির কাজ শেষও হয়ে গিয়েছে। শুধুমাত্র প্রথম কিস্তির টাকা নিয়ে পলাতক ওই ১১ জন গৃহবধূ। তবে, এর আগেও উত্তর প্রদেশের বারাবাঁকি জেলায় এই একই ধরনের ঘটনা ঘটেছিল। প্রশাসন ইতিমধ্যে খোঁজ শুরু করেছেন। কিন্তু এরপর এই বিরুদ্ধে কি রুপ প্রতিক্রিয়া করবে তা এখনও স্পষ্ট জানা যায় নি। PM Awas Yojona News 2024

Official Website Link- Click Here

আরও পড়ুন- Krishak Bondhu Payment 2024: কৃষক বন্ধুর টাকা দিতে হচ্ছে গাফিলতি। মালদায় বঞ্চিত হলো যোগ্য চাষি!

Leave a Comment