Pm Internship Scheme 2024: কেন্দ্র সরকার মাসে 5000 টাকা দিবে , নতুন প্রকল্প চালু হলো।
Pm Internship Scheme 2024
Pm Internship Scheme 2024: বর্তমানে যুগে চাকরীর অবস্থা খুবই খারাপ। দিন দিন সরকারি চাকরির আশা অনেকটাই কমে যাচ্ছে। বেসরকারী সেক্টরে যেখানে কিছুটা নিয়োগ চলছিল তখন একটা আশার আলো দেখা যায় কিন্তু এখন সেখানেও নিয়োগের সংখ্যা অনেকটা কমে গেছে।
বর্তমানে যুবক-যুবতীরা চাকরির জন্য হন্যে হয়ে বসে রয়েছে। তবে কেন্দ্রীয় সরকার এবার কর্মসংস্থানের সুব্যবস্থা করতে এগিয়ে এল , চালু হল পিএম ইন্টার্নশিপ প্রকল্প (Pm Internship Scheme) ।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ এবছর বাজেট ঘোষণার সময়েই ঘোষণা করেন ‘PM Internship Scheme’ এর। এই প্রকল্পের মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যেই এক কোটি ছেলেমেয়েদের দেশের বিভিন্ন নামিদামি সংস্থায় প্রশিক্ষণ দেওয়ার সুযোগ করে দেওয়া হবে। এর ফলে যুবক যুবতীরা একদিকে যেমন কাজের ফিল্ডে অভিজ্ঞতা বাড়বে তেমনি আবার চাকরিও পাবেন।
Table of Contents
কেন্দ্রীয় সরকার কত টাকা দিবে?
•এই ইন্টার্নশিপ স্কিমে প্রশিক্ষণ নেওয়ার সময় প্রতিমাসে 5000 টাকা করে ভাতা দেওয়া হবে।
•এককালীন 6000 টাকাও দেওয়া হবে।
•এককোটি কর্মসংস্থানের জন্য 500 টি কোম্পানির সাথে কথা বলা হবে। এরফলে, অনেক ছেলেমেয়েদের 12 মাসের জন্য চাকরি পাবেন।
আরও পড়ুন:Census 2024: জনগণনা কি চলতি বছরেই করা হবে? অমিত শাহ সবটা জানিয়ে দিলেন।
এই প্রকল্পে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে?
১) আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
২) এই প্রকল্পে 21 থেকে 24 বছরের বেকার ছেলেমেয়েরাই আবেদন করতে পারে।
৩) আবেদন করার সময় যুবক বা যুবতী কোনো পড়াশোনা করলে চলবে না। পড়াশোনা শেষ হলে তবেই আবেদন করতে পারবে। Pm Internship Scheme 2024
৪) যে সমস্ত আবেদনকারীদের IIT,IIM এর ডিগ্রি রয়েছে তারা এই প্রশিক্ষণে আবেদন করতে পারবে না।
৫) যাদের মা-বাবা সরকারি চাকরি করেন তারা আবেদন করতে পারবে না।
কিভাবে আবেদন করবেন (Student Internship Scheme)?
এখনো এই প্রকল্পে আবেদন শুরু হয়নি, এই প্রকল্পের ঘোষণা 2024 এই পূর্ণাঙ্গ বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন করেছেন। খুব তাড়াতাড়ি এই প্রকল্পের আবেদন শুরু হয়ে যাবে। আবেদন শুরু হলেই আমরা সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দিবো। তার জন্য আপনাদের নিয়মিত আমাদের এই পেজটি ফলো করতে হবে।
আরও পড়ুন:WB DM Office Job News 2024: পশ্চিমবঙ্গে DM অফিসে কর্মী নিয়োগ শুরু, দেখুন নিয়মাবলীগুলি কি রয়েছে?
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।