Pm Kisan 19th Installment Date 2024: Pm kisan পরবর্তী কিস্তির টাকা কবে দিবে? বিস্তারিত তথ্য জেনে নিন।
Pm Kisan 19th Installment Date 2024:
Pm Kisan 19th Installment Date: কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ বাসীদের জন্য যে কয়েকটি প্রকল্পের তৈরি করেছেন তার মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা। কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার জন্যই এই প্রকল্পটির তৈরি করা হয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে বছর প্রায় 6000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয়। তিনটি কিস্তির মাধ্যমে কৃষকরা এই টাকা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকে। এখনো পর্যন্ত 18 টা কিস্তি এই কৃষকদের দেওয়া হয়েছে। এবার প্রশ্ন হল যে 18 টি কিস্তি টাকা পেলেও এই 19 তম কিস্তি টাকা কৃষকরা কবে হাতে পাবে? এই বিস্তারিত তথ্য জানাবো আজকে এই প্রতিবেদন।
Table of Contents
কৃষকরা 18 তম কিস্তিতে কত টাকা পান:
চলতি বছরের আগামী 5 October , 18 তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল। গোটা ভারতবর্ষে প্রায় 9.4 কোটিরও বেশি কৃষকরা 2000 টাকা করে করে পেয়েছিল। 18 তম কিস্তির টাকা প্রকাশ করা হলেও কৃষকদের মনে প্রশ্ন জেগেছে যে 19 তম কিস্তির টাকা তারা কবে পাবে?
কৃষকদের 19 তম কিস্তির টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে?
প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার কিস্তির টাকা, চার মাস অন্তর অন্তর কৃষকদের দেওয়া হয়। মনে করা হচ্ছে, যদি এই নিয়মটি ঠিক থাকে তবে October মাসে যেহেতু 18 তম কিস্তির টাকা দেওয়া হয়েছে, সেহেতু 19 তম কিস্তির টাকা February মাসের দিকে দেওয়া হবে।
কোন কৃষকদের টাকা আটকে যেতে পারে?
সরকার যখনি কোনো প্রকল্পের টাকা দেন তখনি তা কিন্তু সরাসরি ক্যাশে পেমেন্ট করে না।সুবিধাভোগীদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে DBT এর মাধ্যমে টাকাটি চলে আসে। ব্যাংক অ্যাকাউন্টে DBT না থাকলে টাকা পাওয়া যাবে না। এই কিষাণ সম্মাননিধি প্রকল্পের কিস্তির টাকা পাওয়ার জন্য অবশ্যই ই কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি করার জন্য নিকটতম CSC কেন্দ্র বা স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in এ যেতে হবে।
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।