PM Kisan Payment 2024: অ্যাকাউন্টে ঢুকে গেল 2000 টাকা!

PM Kisan Payment 2024: অ্যাকাউন্টে ঢুকে গেল 2000 টাকা!

PM Kisan Payment 2024

২০২৪ – এর লোকসভা নির্বাচনী ভোট গণনার পর তৃতীয় বার ক্ষমতায় এসে রাজ্যের আয় উন্নতির দিক দিয়ে তোলপাড় করলো মোদী সরকার। অবশেষে পিএম কিষান যোজনার আওতায় থাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়ল পিএম কিষান যোজনার ১৭ তম কিস্তির টাকা।

মোদি সরকারের বিভিন্ন প্রকল্প:

প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জনকল্যানের জন্য একের পর এক প্রকল্প চালু করেই চলেছে এবং মোদী সরকারের কথা মতো প্রকল্পগুলি বাস্তবায়ন ও করা হচ্ছে। তিনি দেশের মানুষদের সাহায্য করতে অনেক ধরনের নিত্য নতুন প্রকল্পের আয়োজন করেছেন, তার মধ্যে জনপ্রিয় কিছু প্রকল্প হলো -পিএম আবাস যোজনা, পিএম কিষান যোজনা, পিএম উজ্জ্বল যোজনা, পিএম গ্রাম সড়ক যোজনা, মিড ডে মিল প্রকল্প, স্বচ্ছ ভারত মিশন, ডিজিটাল ইন্ডিয়া, আয়ুষ্মান ভারত ও সর্বশিক্ষা অভিযান ইত্যাদি। এই ধরনের বহু প্রকল্পের আয়োজন করেছেন দেশের মানুষদের জন্য।

পিএম কিষান যোজনা: ২০১৫ সালে চালু করা হয় এই পিএম আবাস যোজনা। যার উদ্দেশ্য হলো দেশের যে সব মানুষেরা বেঘর রয়েছে এবং কাঁচা বাড়ি রয়েছে তাদের পাঁকা বাড়ি তৈরি করে দেওয়া।

পিএম কিষান যোজনা: ২০১৮ সাল থেকে চালু করা হয় পিএম কিষান যোজনা। এর মাধ্যমে দরিদ্র কৃষকদের চাষের জন্য বছরে ২০০০ টাকা তিনটি কিস্তির দ্বারা মোট এক বছরে ৬০০০ টাকা আর্থিক সাহায্য করা হয়।

পিএম উজ্জ্বল যোজনা: ২০১৬ সালে আয়োজিত হয় এই প্রকল্পটি। যার মাধ্যমে রান্নার গ্যাসের দামের থেকে ৩০০ টাকা কম দিয়ে রান্নার LPG গ্যাস সংগ্রহ করা হয়।

পিএম গ্রাম সড়ক যোজনা: প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে ২০০০ সালে চালু হয় পিএম গ্রাম সড়ক যোজনা। যার সাহায্যে গ্রামের রাস্তা পথ উন্নত করা হয়।

মিড ডে মিল প্রকল্প: কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে ১৯৯৫ সালে চালু হয় স্কুল মিড ডে মিল প্রকল্প। এর একটাই কারণ যাতে বিদ্যালয়ে আগত বাচ্চারা দুপুরে পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে পারে।

স্বচ্ছ ভারত মিশন: মোদী সরকারের জনকল্যাণ স্বার্থে ২০১৪ সালে অনুষ্ঠিত হয় এই স্বচ্ছ ভারত মিশন। যার সব চেয়ে বড় উদ্দেশ্য দেশকে পরিস্কার পরিচ্ছন্ন ও দূষণ মুক্ত রাখা।

ডিজিটাল ইন্ডিয়া: ২০১৫ সালে কার্যকরী করা হয় এই ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প। যার পিছনে মোদী সরকারের একটাই উদ্দেশ্য হলো আমাদের দেশকে তথ্য ও প্রযুক্তির উন্নয়নের দিক দিয়ে এগিয়ে রাখা।

আয়ুষ্মান ভারত: ২০১৮ সালে মোদী সরকার আমাদের দেশের নাগরিকদের স্বাস্থ্যর বিষয় নিয়ে ও গরিব মানুষদের চিকিৎসার জন্য স্বাস্থ্য বিমার আয়োজন করেন। যা আয়ুষ্মান ভারত নামে পরিচিত।

সর্বশিক্ষা অভিযান: দেশের সকল বাচ্চাদের প্রাথমিক শিক্ষা প্রদানের জন্য ২০০০ সালে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী সর্বশিক্ষা অভিযান চালু করেন।

বহুবার এরকমই নানান জনকল্যাণ মূলক কাজের আয়োজন করেছেন মোদী জি। তার মধ্যে আর একটি উল্লেখযোগ্য প্রকল্প PM Kisan Yojana। যার এই বছরের ১৭ তম কিস্তির টাকা ইতিমধ্যে অনেক কৃষকের অ্যাকাউন্টেই জমা পড়ে গিয়েছে।

PM Kisan Payment 2024
PM Kisan Payment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PM Kisan Yojana:

ভারত কৃষি প্রধান দেশ। শস্য উৎপাদন করতে অনেকটাই এগিয়ে রয়েছে ভারতবর্ষ। কিন্তু অনেক জেলায় ঘরে ঘরে আর্থিক সমস্যার কারণে অনেকটাই সমস্যায় পড়তে হয় সেই সব কৃষকদের। তাই সেই সব কৃষকদের আর্থিক সাহায্যর কথা চিন্তা করে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৫ সাল থেকে পিএম কিষান যোজনার চালু করে। যার মাধ্যমে পিএম কিষান যোজনার অধীনে থাকা কৃষকদের প্রতি বছরে ৬০০০ টাকা দেওয়া হয়। বছরে তিনটি কিস্তির মাধ্যমে ২০০০ করে মোট এক বছরে ৬০০০ করে টাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা করা হয়। ২০১৫ সাল থেকে এখনো পর্যন্ত এই প্রকল্প চালু রয়েছে। PM Kisan Payment 2024

প্রত্যেক কৃষক পরিবারই কি পায় পিএম কিষান যোজনার টাকা?

না, প্রত্যেক কৃষক পরিবার পায় না কৃষক বন্ধু প্রকল্পের টাকা। এই পিএম কিষান যোজনার টাকা দেওয়া হয় শুধুমাত্র সেই কৃষকদের যাদের নিজস্ব চাষ যোগ্য জমি আছে এবং এক একর বা তার বেশি চাষ যোগ্য জমি থাকতে হবে। যদি সেই কৃষকের পরিবারের কেউ সরকারি কোনো চাকরীর সাথে যুক্ত থাকে তো সেই ব্যক্তির নাম এই পিএম কিষান যোজনার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই কৃষকের e-kyc করা থাকতে হবে, নইতো টাকা আটকে যাবে। PM Kisan Payment 2024

PM Kisan Payment 2024:

পিএম কিষান যোজনার টাকা কবে ঢুকবে এই নিয়ে বহু গল্প গুজব ছড়ানোর পর অবশেষে তৃতীয় বার ক্ষমতায় আসার পর গত মঙ্গলবার ১৮/০৬/২০২৪ তারিখে মোদী সরকার পিএম কিষান যোজনার অধীনে থাকা কৃষকদেরকে ১৭ তম কিস্তির ২০০০ টাকা প্রদান করলো। যাদের অ্যাকাউন্টে। এখনও টাকা এসে পৌঁছায় নি তারা অবশ্যই একবার চেক করে নিন e-kyc – এর কোনো সমস্যা রয়েছে কিনা।

যাদের E-KYC সমস্যার কারণে এখনও পিএম কিষান যোজনার ১৭ তম কিস্তির টাকা পান নি তারা তাড়াতাড়ি জমির E-KYC করিয়ে নিন। কিভাবে বাড়িতেই অনলাইনের মাধ্যমে E-KYC করাবেন তা সম্পর্কিত সমস্ত তথ্য এই Yoo Bong ওয়েবসাইটে পেয়ে যাবেন। PM Kisan Payment 2024

আরও পড়ুন- Sealdah Kanchanjunga Express Accident 2024: শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির ভয়ঙ্কর দুর্ঘটনা!

অফিসিয়াল ওয়েবসাইট লিংক – Click Here

Leave a Comment