PM Kisan waiting for approval by state: আগামী ১৮ই জুন ১৭তম কিস্তির টাকা পাবে কৃষকেরা!
PM Kisan waiting for approval by state
পি এম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা আগামী ১৮ জুন ২০২৪ দেওয়ার দিন ঘোষণা ইতিমধ্যে হয়ে গেছে , তাই প্রত্যেক পি এম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় থাকা কৃষকদের স্ট্যাটাস এও পরিবর্তন আসা শুরু করেছে । অর্থাৎ একজন কৃষক যিনি পি এম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় রয়েছে তিনি এখন তার স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন যে, waiting for approval by state এই লেখা টা চলে আসছে মনে পি এম কিষাণ এর পরবর্তী কিস্তি দেওয়ার কাজ শুরু হয়েছে সেটারই ইঙ্গিত দিচ্ছে এই স্ট্যাটাস পরিবর্তন।
Table of Contents
PM kisan কি?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা ২০১৮ সালে কৃষকদেরকে সাহায্য করার জন্য বা কৃষি কাজে ছোটবড় কৃষকদের নানা রকম সার ও অন্যান্য কৃষি সামগ্রী কেনার জন্য বছরে ৬০০০ টাকা দেওয়ার ঘোষণা করেন। প্রতি ৪ মাস অন্তর অন্তর এই টাকা দেওয়া হয়। প্রতি কিস্তিতে ২০০০ টাকা দেওয়া হয় বছরে ৩ টি কিস্তি মিলিয়ে মোট ৬০০০ টাকা কৃষকেরা পেয়ে থাকেন।
PM kisan কারা পায়?
দেশের সকল কৃষকেরা এই পি এম কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন করতে পারে। তবে অবশ্যই প্রত্যেক প্রকল্পে আবেদন করতে যেমন কিছু ডকুমেন্ট প্রয়োজন হয়, এখানেই তার কোনো বেতিক্রম নেই। অর্থাৎ কৃষক হলেই আপনি আবেদন করতে পারবেন। অনলাইনে পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার নাম নথিভুক্ত করতে পারেন।
PM kisan টাকা বছরের কোন কোন মাসে দেয়?
প্রথম কিস্তি: সাধারণত ডিসেম্বর মাস থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত প্রথম কিস্তির টাকা দেয়। যেমন এবার ফেব্রুয়ারী মাসের ২৮ তারিখে পিএম কিষাণ এর টাকা দিয়েছিল।
দ্বিতীয় কিস্তি: এপ্রিল থেকে শুরু করে জুলাই এর মধ্যে দ্বিতীয় কিস্তি দেওয়া হয় এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার। যেটা এবার আগামী ১৮ই জুন ২০২৪ তারিখে দেওয়া হবে।
তৃতীয় কিস্তি: আগস্ট থেকে শুরু করে নভেম্বর মাসেই তৃতীয় কিস্তি দেওয়া হয়। এভাবেই বছরে ৩ টি কিস্তি সম্পুর্ণ হয়।
আরও পড়ুন- SBI Recruitment 2024: স্টেট ব্যাংকে কর্মী নিয়োগ! অনলাইন আবেদন ২৭ শে জুন পর্যন্ত।
e-KYC কি বাধ্যতামূলক?
হ্যাঁ! পিএম কিষাণ সম্মান নিধি যোজনার প্রত্যেক কৃষককে তাদের ekyc সম্পুর্ণ করিয়ে নিতে হবে নিয়মিত, নাহলে কিস্তি আটকে যাবে। অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে
PM kisan এক পরিবারে কতজন আবেদন করতে পারে?
PM kisan এ এক পরিবারে এক জন্যই আবেদন করতে পারেন, যেমন ধরুন বাবা,মা, আর ১৮ বছরের নিচে সন্তান নিয়ে একটি পরিবার ধরা হয় এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে, তাই এই পরিবারে বাবা মা উভয়েই আবেদন করতে পারেনা। কিন্তু অনেক পরিবার বাবা মা এক সঙ্গে এই প্রকল্পের সুবিধা নিয়ে যাচ্ছে, পরবর্তীতে তাদের যেকোনো এক জনের নাম বাতিল করে দেওয়া হবে। ইতিমধ্যে এমন অনেক পরিবারের দুজনের মধ্যে যেকোনো একজনের নাম বাতিল করে দিছে।
PM kisan পরবর্তী কিস্তি কবে দিবে?
আগামী ১৮ই জুন ২০২৪ ভানারাসী থেকে এই প্রকল্পের টাকা পাঠিয়ে দেওয়া হবে। তবে সকল কৃষকেরা সেদিন টাকা পাবেন না, ২-৩ দিনের মধ্যেই সকলের অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে। তাছাড়া যেসব কৃষকেরা ekyc করেননি তারাও এবার টাকা পাবেন না। তাই খুব তাড়াতাড়ি এই ekyc সম্পুর্ণ করিয়েনিন পরবর্তী কিস্তি পেতে হলে।
PM kisan স্ট্যাটাস চেক করার পদ্ধতি:
প্রথমে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অফিশিয়াল ওয়েবসাইট এ যেতে হবে, তারপর know your status এ ক্লিক করতে হবে, পরবর্তী পেজে আপনার PM Kisan registration number দিতে হবে এবং সঙ্গে ক্যাপচা কোড দেখতে পাবেন ওটা বসাতে হবে। তারপর Submit বটন এ ক্লিক করলেই আপনার স্ট্যাটাস খুলে যাবে এবং যাবতীয় তথ্য যেমন নাম, কবে রেজিস্ট্রেশন করছিলেন, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস, ল্যান্ড শেডিং, e-KYC স্ট্যাটাস সমস্ত কিছু দেখতে পাবেন।
অফিসিয়াল ওয়েবসাইট লিংক – Click Here
প্রতিনিয়ত খবর পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।
বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত।