PM Kisan Yojana 2024: ক্ষমতায় আসার পর মোদী সরকারের বড়ো ঘোষণা ,যদি না থাকে এগুলি ৬০০০ টাকা পাবেন না!
২০২৪ – এর লোকসভা নির্বাচনী ভোটের পর তৃতীয় বার মোদী সরকার ক্ষমতায় আসার পর প্রথম সরকারি আইন ব্যাবস্থা মেনে প্রধানমন্ত্রী কিষান নিধির PM Kisan Yojana – র ১৭ তম কিস্তির টাকা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু দেখুন কি কি কাজগুলো না করলে ৬০০০ টাকা পাবেন না।
Table of Contents
PM Kisan Yojana 2024: চালু করার উদ্দেশ্য-
মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৯ সালে এই পিএম কিষান যোজনা চালু করে। যার উদ্দেশ্য ছিলো দেশের যে সব কৃষকদের টাকার অভাবে কৃষিকাজ করতে অসুবিধা হচ্ছে তাদের আর্থিক দিক দিয়ে সাহায্য করা। এই যোজনার অন্তর্ভুক্ত থাকা কৃষকদের মোদী সরকার বছরে ৬০০০ টাকা দিয়ে আর্থিক সাহায্য করেন। এই পিএম কিষান যোজনার আওতায় থাকা কৃষক পরিবারদের জন্য বার্ষিক ৬০০০ টাকা বরাদ্দ করা হয়েছে এবং বছরে ৩ বার কিস্তির মাধ্যমে ২০০০ টাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা করা হয়।
২০২৪ – এর লোকসভা নির্বাচনী ভোটের পর তৃতীয় বার ক্ষমতায় আসায় ২০ হাজার কোটি টাকার অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার।প্রথম সরকারি আইন ব্যাবস্থা মেনে প্রধানমন্ত্রী কিষান নিধির ( PM Kisan Yojana ) – র ১৭ তম কিস্তির টাকা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু দেখুন কি কি কাজগুলো না করতে পারলে আটকে যাবে আপনার ৬০০০ টাকা।
আরও পড়ুন- SBI Recruitment 2024: স্টেট ব্যাংকে কর্মী নিয়োগ! অনলাইন আবেদন ২৭ শে জুন পর্যন্ত।
প্রধানমন্ত্রী কিষান যোজনার অনলাইন আবেদন পদ্ধতি –
১. প্রথমত, প্রধানমন্ত্রী কিষান যোজনা – তে আবেদন করার জন্য অফিশিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in-এ ‘Farmers Corner’-এ যেতে হবে।
২. দ্বিতীয়ত, ‘New farmer Registration’ – এ ক্লিক করে আধার নাম্বার দিয়ে একটি ক্যাপচা কোড আসবে এবং সেই ক্যাপচা কোডটি পূরণ করতে হবে।
৩. তৃতীয়ত , প্রয়োজন মতো তথ্য দিয়ে সেখানে ফিলাপ করুন এবং yes অপশনে ক্লিক করুন।
৪. চতুর্থত,২০২৩ – এর পিএম কিষান যোজনার আবেদন পত্রটি পূরন করুন। সেই তথ্যটি সংরক্ষণ করে রাখুন এবং সেই তথ্যটির একটি
প্রিন্ট আউট বের করে নিবেন।
PM Kisan Yojana 2024: ওটিপির মাধ্যমে e-KYC করার পদ্ধতি –
১. প্রথম ধাপে https://fw.pmkisan.gov.in/aadharekyc.aspx – এই লিংকে প্রবেশ করুন।
২. লিংকে প্রবেশ করার পর ওটিপি ভিত্তিক e- kyc অপশনটি দেখতে পারবেন।
৩. এরপর আপনার সামনে একটি আধার বক্স দেখাবে, সেখানে নির্ভুল ভাবে আপনার আধার নাম্বারটি বসিয়ে দিন।
৪. এরপর সার্চ (search) বটনে ক্লিক করুন এবং সাথে আপনার আধার কার্ডের সঙ্গে লিংক থাকা মোবাইল নাম্বার সেখানে দিয়ে দিন।
৫. এরপর ‘Get OTP’ অপশনে ক্লিক করুন।
৬. আপনার মোবাইলে আসা OTP নাম্বার বসিয়ে দিন এবং e- kyc এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে ‘Submit’ অপশনে ক্লিক করে পুরো প্রক্রিয়াটি শেষ করুন।
কারা পাবেন না পিএম কিষান যোজনার ১৭ তম কিস্তির টাকা?
১. পেশায় একজন চিকিৎসক, ইঞ্জিনিয়ার, আইনজীবী, শিক্ষক ও বড়ো বড়ো সরকারি চাকরিজীবী ব্যাক্তিরা এই PM Kisan Yojana – র সুবিধা থেকে বঞ্চিত থাকবে।
২. যদি কোনো ব্যাক্তি মাসে ১০,০০০ টাকার বেশি পেনসন পান অথবা সরকারি চাকরি থেকে অবসর প্রাপ্ত হন, তবে সেই ব্যাক্তি এই প্রকল্পের সুবিধা নিতে পারবে না।
৩. পিএম কিষান যোজনার জন্যে ইচ্ছুক যে সব ব্যাক্তিরা এখনও ব্যাংক অ্যাকাউন্ট আধার নাম্বারের সাথে যুক্ত করান নি, তারা আবেদন করতে পারবে না পিএম কিষান যোজনার ১৭ তম কিস্তির টাকার জন্য।
৪. পিএম কিষান যোজনার সাথে যুক্ত কৃষকদের যদি এখনও e- kyc না করা থাকে, তবে সেই পিএম কিষান যোজনার ১৭ তম কিস্তির টাকা পাবেন না।
প্রতিনিয়ত খবর পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।
অফিসিয়াল ওয়েবসাইট লিংক – Click Here
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।