Pm Svanidhi Yojana 2024: আপনার টাকার দরকার? শুধু আধার কার্ড থাকলেই সরকার আপনাকে টাকা দিবেন, বিস্তারিত তথ্য জেনে নিন।

Pm Svanidhi Yojana 2024: আপনার টাকার দরকার? শুধু আধার কার্ড থাকলেই সরকার আপনাকে টাকা দিবেন, বিস্তারিত তথ্য জেনে নিন।

Pm Svanidhi Yojana 2024

Pm Svanidhi Yojana: বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতীয়দের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হল আধার কার্ড।বর্তমান সময়ে কেন্দ্র সরকার এই আধার কার্ডের মাধ্যমে লোন দিয়ে থাকে। একজন ব্যক্তি খুব সহজেই তার নিজের আধার কার্ডের মাধ্যমে লোন পেতে পারেন। Pm Svanidhi Yojana 2024

বর্তমান যুগে ভারতবর্ষের সবথেকে বড় সমস্যা হল বেকারত্বের সমস্যা। এই যুগে ছেলে মেয়েরা ভালো পড়াশোনা করেও চাকরি পেতে সমস্যা হয়। আর বেকারত্বের সমস্যা থেকে বের হওয়ার জন্য বহু মানুষই ব্যবসার দিকে ঝোঁকেন। নতুন ব্যবসা শুরু বা নিজের ব্যবসাকে বাড়ানোর লক্ষ্যে অনেকেরই লোন নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু সেই লোন পেতে গেলে মানুষকে অনেক ঝামেলা পড়তে হয়। এবার এই সমস্যা সমাধানের জন্য কেন্দ্র সরকার উদগ্ৰীব হয়েছে। কিভাবে এই লোনের জন্য আবেদন করা যাবে? আবেদন করতে গেলে কী কী গুরুত্বপূর্ণ নথিপত্র লাগে? এই সকল প্রশ্নের উত্তর জানার জন্য আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

প্রকল্পের নাম:

এই প্রকল্পের নাম PM Svanidhi Yojana. এই প্রকল্পের মাধ্যমে এই লোন পাওয়া যায়।

কত টাকা লোন পাবেন?

প্রধানমন্ত্রীর স্বনিধি যোজনা থেকে নিজের আধার কার্ড এবং ভোটার কার্ডের মাধ্যমে খুব সহজেই লোন পাওয়া যেতে পারে। এই প্রকল্পের মাধ্যমে একজন ব্যক্তি 10 হাজার থেকে 50 হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। এই লোনের উপরে গ্রামের মানুষরা 35% এবং শহরের মানুষরা 25% পর্যন্ত ভর্তুকি পাবেন।

Pm Svanidhi Yojana 2024
Pm Svanidhi Yojana 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Green Ration card Benefits 2024: সরকার গ্রীন রেশন কার্ড দিচ্ছে। রেশন পাবেন প্রতিমাসে 2 বার তাছাড়াও একবার 3 মাসের রেশন তুলতে পারবেন।

প্রয়োজনীয় নথিপত্র:

এই ধরনের লোন পেতে গেলে যে নথিপত্রগুলির প্রয়োজন হয় সেগুলি হল-

•আধার কার্ড।
•প্যান কার্ডের কপি।
•ব্যাঙ্ক ডিটেলস।
•গত 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্টের কপি।
•পাসপোর্ট সাইজের ছবি।
•আয়ের শংসা পত্রের কপি।
•স্থায়ী বাসস্থানের শংসা পত্রের কপি।

Pm Svanidhi Yojana Apply Online:

•প্রথমে আপনাদের পিএম স্বনীধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

•ওয়েবসাইটে গিয়ে Apply LoR cum Loan এ ক্লিক করতে হবে।

•নিজের মোবাইল নম্বর সঠিকভাবে ইনপুট করে ক্যাপচা পূরণ করে OTP যাচাই করতে হবে।

আবেদন পত্রটি যদি সঠিকভাবে পূরণ করে থাকেন তাহলে আপনি লোন নেওয়ার জন্য যে ব্রাঞ্চটি কে নির্বাচন করেছেন সেই ব্রাঞ্চ থেকে ফোন করে আপনাকে লোন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে দেবে।

আপনার আধার কার্ড থাকলে ইয়েস অপশনটিতে ক্লিক করবেন।

আধার কার্ড ভেরিফিকেশন হয়ে গেলে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করবেন। প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করার পরে আবেদন পত্রটি জমা দেবেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

ONLINE APPLY > CLICK HERE

আরও পড়ুন:- UPI 123 Pay Limit 2024: UPI মাধ্যমে টাকা পাঠানোর নতুন নিয়ম চালু হল।

Leave a Comment