POCO M6 Plus 5G: 108MP ক্যামেরা সহ ভারতে লঞ্চ হবে POCO M6+ 5G স্মার্টফোন, বিস্তারিতভাবে জেনে নিন।
POCO M6 Plus 5G:
বর্তমানে যুগে আমাদের যোগাযোগ মাধ্যমে প্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছে স্মার্টফোন। কম বেশি সবাই আমার স্মার্টফোন ব্যবহার করে থাকি। আজকের দিনে দাঁড়িয়ে সস্তা 5জি স্মার্টফোনের প্রসঙ্গ উঠলে ‘পোকো এম সিরিজ’ এর নাম সবার আগে থাকবেই। POCO M6 5G স্মার্টফোন মাত্র 8,249 টাকা দামে লঞ্চের হওয়ার পর, এবার কোম্পানি এই সিরিজের অধীনে ‘প্লাস’ মডেল নিয়ে আসতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি ভাবে জানিয়েছেন, ভারতে POCO M6+ 5Gস্মার্টফোন আগামী 1 August লঞ্চ করা হবে। কোম্পানি POCO M6 Plus 5G স্মার্টফোনের লঞ্চ করার তারিখ ঘোষণা করেছেন। একই সাথে POCO M6+ 5G স্মার্টফোনের লুক এবং ডিজাইন ও 108MP ক্যামেরা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ্য করেছে।
Table of Contents
POCO M6+ 5G এর ভারতীয় লঞ্চ হওয়ার তারিখ(লিক):-
শপিং সাইট Flipkart-এ POCO M6+ 5G স্মার্টফোনের পেজ লাইভ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই মাইক্রোসাইডের মাধ্যমে 1 August ভারতে POCO M6+ 5G স্মার্টফোন লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং POCO স্মার্টফোন ইন্ডিয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সহ Flipkart-এর মাধ্যমে এই ফোনের লঞ্চ লাইভ দেখানো হবে। কোম্পানি একই দিনে ফোনের দাম, সেল ও অফার সম্পর্কে বিস্তারিত জানাবেন।
POCO M6 Plus 5G এর Camera(লিক):-
POCO M6+ 5G স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হচ্ছে। এই ফোনের ব্যাক প্যানেলে 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর সহ 1.75-ইঞ্চির লার্জ অ্যাপারচার সহ 3এক্স ইন-সেন্সর জুম ফিচার সাপোর্ট করবে। ফটো তোলার জন্য POCO M6+ 5G স্মার্টফোনে Night Mood দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক ক্যামেরা সেটআপে রিং ফ্ল্যাশ লাইট যোগ করা রয়েছে।
POCO M6 Plus 5G এর Price(লিক) :-
Display:
কম্পানির অফিসিয়ালির প্রকাশিত তথ্য অনুযায়ী তথ্য অনুযায়ী POCO M6+ 5G স্মার্টফোনে 6.79-ইঞ্চির LCD display সহ 120হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া হতে পারে।
processor :
প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী এই ফোন অ্যান্ড্রয়েড 14 এবং হাইপারওএস সহ কাজ করবে। প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে।
Camera:
POCO M6+ 5G স্মার্টফোনে 108 মেগাপিক্সেলের মেইন রেয়ার ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স দেওয়া হতে পারে। অন্যদিকে ভিডিও কল এবং সেলফি জন্য 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হচ্ছে বলে জানা গেছে।
Battery:
পাওয়ার ব্যাকআপের জন্য POCO M6+ 5G স্মার্টফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,030 mAh ব্যাটারি থাকতে পারে।
Other Details:
লিক অনুযায়ী POCO M6+ 5G স্মার্টফোনের IP 53 রেটিং সহ লঞ্চ করা হবে। এই ফোনে 3.5 MM জ্যাক সহ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।
POCO Website- Click Here
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।