Polygraph Test In RG Kar Case 2024: আরজি কর-কাণ্ডে ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট! এই পরীক্ষা কীভাবে করা হয়?
Kolkata Doctor Rape And Murder Case:
মঙ্গলবার আদালতের নির্দেশ তদন্তভার পায় সিবিআই। তারপর থেকেই কাজে নেমে পড়েছে সিবিআই। ধৃত সঞ্চয় রায়কে দফায় দফায় জেরা করা হয়। বুধবার তাকে বি আর সিং হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। কেন্দ্রীয় তদন্ত সংস্থা এবার তার পলিগ্রাফ টেস্ট করাতে চায়। Polygraph Test In RG Kar Case 2024
আরজি কর কাণ্ডে দফায় দফায় জেরা করে মিলেছে বহু তথ্য। আরজিকরের চিকিত্সককে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে সিবিআই বারবার জেরা করালেও কোনও নতুন তথ্য বের করতে পারেনি। কেন্দ্রীয় তদন্ত সংস্থা এবার তার পলিগ্রাফ টেস্ট করাতে চায়। কেন্দ্রীয় এজেন্সি আবেদন করে এই টেস্ট করানো হয় যেন শিয়ালদা কোর্টে।
Table of Contents
পলিগ্ৰাফ টেস্ট কখন করা হয়?
তদন্তকারীরা যখন মনে করেন যে ধৃত ব্যক্তি মিথ্যে বলছেন, সাধারণত তখনই এই টেস্ট করানো হয়। এই টেস্টের মাধ্যমে সহজেই জানা যায় যে ধৃত ব্যক্তি সত্যি বলছেন নাকি কিছু লুকোতে চাইছেন? এই টেস্টে শ্বাসের হার, শ্বাস-প্রশ্বাসের পরিবর্তন, রক্তচাপ এবং কতটা ঘাম হচ্ছে তা পরীক্ষা করা হয়। যেহেতু এটি একটি শারীরিক পরীক্ষা এবং বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই পরীক্ষা করা হয়, তাই আইনি অনুমতি নেওয়ার প্রয়োজন হয়। Polygraph Test In RG Kar Case 2024
পলিগ্ৰাফ কী?
পলিগ্রাফ হল একটি মেশিন, যেখানে চার থেকে ছয়টি সেন্সর থেকে একাধিক সংকেতগুলি কাগজের একটি স্ট্রিপে রেকর্ড করা হয়। সাধারণত হাত এবং পায়ে সেন্সর যোগ করা হয়। রক্তচাপ ঠিক আছে কিনা তা দেখার জন্য একটি মনিটর, আঙ্গুল ও হাতের তালুতে তড়িৎ প্রবাহের পরিবর্তন লক্ষ্য করার জন্যে দুটি নল বুক ও পাকস্থলীর আশেপাশে যুক্ত করা হয়।Polygraph Test In RG Kar Case 2024
নানা বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী, পলিগ্রাফ পরীক্ষা শুরু হলে, প্রশ্নকর্তা প্রথমে তিন বা চারটি সহজ প্রশ্ন জিজ্ঞাসা করেন। এরপর ধীরে ধীরে একের পর এক তদন্তের জটিল প্রশ্ন করেন। কোনও প্রশ্নে উপরিউল্লিখিত লক্ষণগুলি পরিবর্তিত হওয়ার গতিবিধিতেই বোঝা যায় ব্যক্তিটি সত্য বলছেন নাকি মিথ্যে বলছেন? মিথ্যে বলার ফলে মানসিক চাপ বেড়ে যেতে পারে আচরণগত এবং মানসিক পরিবর্তনগুলো দেখা যায় যা মানসিকভাবে অস্থির হয়ে থাকলে ধরা পড়ে ওই গ্রাফে।
তবে পলিগ্রাফ টেস্ট নিয়েও নানা বিতর্ক রয়েছে কারণ পলিগ্রাফ টেস্ট সর্বৈবভাবে সত্যি মিথ্যের ফারাক করে দিতে পারে কিনা তা নিয়েও প্রশ্ন আছে। এমনকী কী প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে তার উপরও এই টেস্টের নির্ভুলতা অনেকটাই নির্ভরশীল। যিনি প্রশ্ন করছেন তিনি যদি টেস্টটি সঠিকভাবে পরিচালনা করেন এবং প্রশ্নে প্রশ্নকর্তার সঠিক নিয়ন্ত্রণ থাকে তাহলে এক্ষেত্রে 80% থেকে 90% নির্ভুল উত্তর পাওয়া যেতে পারে। Polygraph Test In RG Kar Case 2024
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।