R G Kar Case Hearing: সুপ্রিম কোর্টের নির্দেশ দেন আরজি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের! চিকিৎসকদের কাজে ফিরতে অনুরোধ করে।
R G Kar Case Hearing
এবার কেন্দ্রীয় বাহিনী আরজি কর মেডিক্যাল কলেজের নিরাপত্তা দায়িত্বে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি ছিল। সেই শুনানিতেই চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি ওঠে আসে।
Table of Contents
এবার কেন্দ্রীয় বাহিনী আরজি কর মেডিক্যাল কলেজের নিরাপত্তা দায়িত্বে। মঙ্গলবার সুপ্রিমকোর্টে আরজি কর মামলার শুনানি ছিল। সেই শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘‘আমরা আরজি কর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছি।’’ শীর্ষ আদালত জানায়, চিকিৎসকেরা যাতে আবার কাজে ফিরতে পারেন, তাই এমন সিদ্ধান্ত নেওয়া। আরজি করে সিআইএসএফ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। সিআইএসএফ এমন বাহিনী, যারা বিমানবন্দর, কয়লা খনির মতো গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তার দায়িত্বে থাকে। ভোটের সময়ও ব্যবহার করা হয়। আরজি করে সিআইএসএফ মোতায়েনের নির্দেশ দিয়ে ওই হাসপাতালের নিরাপত্তাকেও সুপ্রিম কোর্ট তেমন গুরুত্বপূর্ণ পর্যায়ে উন্নিত করল বলে মনে করা হচ্ছে। R G Kar Case Hearing
আরজি কর মেডিক্যাল হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। বিক্ষোভ চলছে হাসপাতাল চত্বরে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও অনেক প্রশ্ন উঠেছে। আন্দোলনকারীরা যেমন ধর্ষণ এবং খুনের ঘটনায় বিচারের দাবি তুলছেন, তেমনই নিরাপত্তা সুনিশ্চিতের কথাও বলছেন। শুধু আরজি করে নয়, আন্দোলন ছড়িয়ে পড়েছিল দেশের বিভিন্ন প্রান্তে। দিল্লির এমস-সহ বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি চলছে। প্রধান বিচারপতি আন্দোলনরত চিকিৎসকদের এ বার কাজে ফেরার অনুরোধ করলেন।
মঙ্গলবার আরজি কর মামলার শুনানিতে পুলিশ-প্রশাসন বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নের মুখে পড়ে। শহর জুড়ে মেয়েদের ‘রাত দখল’ কর্মসূচি চলাকালীন একদল দুষ্কৃতী আরজি করে হামলা চালায় বলে অভিযোগ। হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর করা হয়। সেই ঘটনার পর নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে। মঙ্গলবারের শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বিষয়টি উত্থাপন করেন সলিসিটর। এছাড়াও উদ্বেগপ্রকাশ করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ও। তিনি বলেন, “আমরা খুবই চিন্তিত। রাজ্য প্রতিবাদকারীদের বাধা দিতে বলপ্রয়োগ করে। আমরা কিছুতেই বুঝতে পারছি না, স্বাধীনতা দিবসের দিন রাজ্য কীভাবে হাসপাতাল ভাঙচুর করতে দিল?” R G Kar Case Hearing
মঙ্গলবারের শুনানিতে চিকিৎসকদের পক্ষের আইনজীবীরা আরজি করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান। তাঁদের বক্তব্য, ‘‘গত 14 August যে তাণ্ডব ঘটেছে, তার পর থেকেই হাসপাতালে কাজ করতে ভয় পাচ্ছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা।’’ প্রধান বিচারপতি তার পরই পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশও করেন। তিনি মন্তব্য করেন, ‘‘পুলিশ নিরাপত্তা না দিতে পেরে পালিয়ে গিয়েছিল।’’ তার পরই প্রধান বিচারপতি সলিসিটর জেনারেলকে বলেন আরজি করে পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে। R G Kar Case Hearing
তৃণমূল নেতা কুণাল ঘোষ আরজি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশকে স্বাগত জানালেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর কুণাল সাবেক টুইটারে লেখেন, ‘‘কেন্দ্রীয় বাহিনীতে আপত্তি নেই তৃণমূলের।’’ একই সঙ্গে তিনি আরজি করে হামলার নেপথ্যে ‘রাম-বাম আঁতাঁত’কেই দায়ী করেন। কুণাল জানান, রাম-বাম অপশক্তির প্ররোচনা, উস্কানি যদি ওদের বাহিনী সামলাতে চায়, তবে তা সামলাক। তাতে কোনও আপত্তি নেই তৃণমূলের।
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।