Raiganj: ব্যবসায়ীদের উদ্বেগ, সরছে রায়গঞ্জের স্টেট বাস টার্মিনাস।

Raiganj: ব্যবসায়ীদের উদ্বেগ, সরছে রায়গঞ্জের স্টেট বাস টার্মিনাস।

Raiganj Uttar Dinajpur district New Update

Raiganj: শহরের লাগাতার যানজটের কারণে পুর প্রশাসন এবং রায়গঞ্জের বিধায়ক (MLA) রায়গঞ্জের ইন্দিরা গান্ধি পুর বাস টার্মিনাস এবং নর্থবেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের রায়গঞ্জ (Raiganj) ডিপোর স্থান পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন। এহেন পরিস্থিতিতেও এই এলাকার ব্যবসায়ীরা ব্যবসা হারানোর ভয়ে চরম উৎকন্ঠায় রয়েছে।

উকিলপাড়ার হোটেল ব্যবসায়ী দেবব্রত দাস জানান, ‘এখান থেকে স্টেট ট্রান্সপোর্ট সরালে আমাদের ব্যবসায় চরম ক্ষতি হবে। যে যানজটের কারণ দেখিয়ে এখান থেকে স্টেট ট্রান্সপোর্ট সরানো হচ্ছে, তা আমরা মানতে নারাজ। এই রাস্তায় কোনওদিন যানজট হয় না। তাহলে মহম্মদ বিন তুঘলকের মতো শুধু স্টেট ট্রান্সপোর্ট সরানোর ভাবনা চিন্তা কেন?’ তাঁর কথায়, ‘শুধুমাত্র রাস্তায় ডিভাইডার বসানোর কারণেই এই রাস্তা দিয়ে চলাচলকারী মানুষের অসুবিধা হয়।’

Raiganj
Raiganj
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

স্টেট ট্রান্সপোর্টের সামনে দেখা হল রফিকউল্লাহ নামে চাঁচলের এক বাসিন্দার বলেন, ‘আমাদের এলাকা থেকে বহু গরিব মানুষ ডাক্তার দেখাতে আসে রায়গঞ্জে। তিনি আরও বলেন, ট্রান্সপোর্ট ডিপোতে নেমে পায়ে হেঁটেই ডাক্তারবাবুদের চেম্বারে বা হাসপাতাল চলে যেতাম। শুনছি, এই জায়গাটার পরিবর্তন হবে। এতে আমাদের মতো সাধারণ মানুষের বিড়ম্বনা বাড়বে।’

Raiganj Merchants Association (বণিক সংগঠন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের) সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ির বক্তব্য, ‘রায়গঞ্জের ওই এলাকার খাবারের হোটেলগুলোর তেমন কোনও ক্ষতি হবে না। কারণ তাঁরা শহরের ক্রেতাদের ওপরই নির্ভরশীল। তবে সামান্য ক্ষতি হবে লজিংয়ের ব্যবসায়ীদের। তবে ট্রান্সপোর্টের জায়গায় নতুন কিছু গড়ে উঠলে আবারও ব্যবসা ফিরে পাবেন ব্যবসায়ীরা।’ প্রশাসনের এমন সিদ্ধান্তে ওই এলাকার ব্যবসায়ীদের দাবি, এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, অথচ আমাদের সঙ্গে কোনও আলোচনাই হল না। মানবিক দৃষ্টিতে এটা অনৈতিক।

আরও পড়ুন:Upper Primary News 2024: রাজ্যের স্কুলে 14052 শূন্যপদে শিক্ষক নিয়োগ শুরু।

Leave a Comment