Raiganj Kulik Bird & Wildlife Sanctuary: এশিয়া জুড়ে দ্বিতীয় বৃহত্তম পাখি অভয়ারণ্য!
Raiganj Kulik Bird & Wildlife Sanctuary
কুলিক পক্ষীনিবাস বিশ্বের অন্যতম সৌর্ন্দয্যগুলির মধ্যে একটি। এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম স্থান অধিকার করেছে রায়গঞ্জের এই কুলিক পক্ষীনিবাস অথবা কুলিক বন অভয়ারণ্য। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বুকে এই কুলিক পক্ষীনিবাস প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে কুলিক নদীর তীরে এবং রায়গঞ্জ শহরের NH 34 রাস্তার পাশে অবস্থিত এই কুলিক পক্ষীনিবাস প্রায় ৬০০ একরের বনাঞ্চল নিয়ে তৈরী করা হয়েছে। কুলিক পক্ষীনিবাসের আয়তন ১.৩ বর্গ কিলোমিটার।
Table of Contents
রায়গঞ্জের বুকে অবস্থিত এই কুলিক পক্ষীনিবাস ভারতের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। এটি ভারতের বিভিন্ন দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। বছর বছর ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটকরা পরিদর্শনে আসে শুধুমাত্র এই রায়গঞ্জ শহরের বিখ্যাত এই কুলিক পাখিরালয়ে। এখানে মে মাস থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত হাজার হাজার পরিযায়ী পাখিদের দল ছুটে আসে। যা এই কুলিক বন অভয়ারণ্য অথবা কুলিক পক্ষীনিবাসের সৌর্ন্দয্যকে আরও বাড়িয়ে তোলে। Raiganj Kulik Bird & Wildlife Sanctuary
এটি শুধুমাত্র পক্ষীনিবাসের জন্য খ্যাতি অর্জন করে নি, এই পক্ষীনিবাসের ভেতরে রয়েছে পিকনিক স্পট, বিশুদ্ধ পানিয় জলের ব্যবস্থা রয়েছে, পরিস্কার পরিচ্ছন্ন শৌচালয় রয়েছে, ছোটো পার্ক যেখানে বাচ্চাদের খেলার ব্যবস্থাও রয়েছে আবার বড়দের আনন্দ করার মতো জায়গা রয়েছে। আরও রয়েছে দেখার মতো চারিপাশে সবুজ গাছপালার সুন্দর শোভা। এছাড়াও কুলিক পক্ষীনিবাসের ভেতরে রয়েছে সুন্দর ক্যান্টিন পাশেই কুলিক নদী। সবটা মিলিয়ে এই পক্ষীনিবাসের সৌর্ন্দয্য আরও বাড়িয়ে তুলেছে।
কোন ঋতু রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাসের জন্য শ্রেষ্ঠ?
শীতকাল কুলিক পক্ষীনিবাস দর্শনের শ্রেষ্ঠ সময়। সারা বছরই এখানে কম বেশি ভিড় লেগেই থাকে পর্যটকদের। কিন্ত নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস যেন এই পক্ষীনিবাসের শোভা আরও চারিদিকে ছড়িয়ে দেয়। তখন এখানে দেশের নানান প্রান্ত থেকে সুন্দর সুন্দর পাখিদের আগমন হয়। Raiganj Kulik Bird & Wildlife Sanctuary
কুলিক পক্ষীনিবাসের প্রাণীবৈচিত্র্য:
রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাস শুধুমাএ পাখিদের জন্য বিখ্যাত নয়, এখানে রয়েছে অনেক বন্য প্রাণী। খেঁকশিয়াল, নেকড়ে, বাদুড়, খরগোশ, বনবিড়াল আরও ছোটো ছোটো কিছু বন্য প্রাণী রয়েছে দেখার মতো। এছাড়াও কুলিক পক্ষীনিবাসের পাশ দিয়ে বয়ে যাওয়া কুলিক নদীতে বিভিন্ন ধরনের মাছ ও কাঁকড়া রয়েছে। এই নদীর থেকে জেলেরা মাছ ধরে নিজেদের জীবিকা নির্বাহ করে। Raiganj Kulik Bird & Wildlife Sanctuary
বিশেষত এই রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাস বিভিন্ন প্রজাতির পাখিদের জন্য বিখ্যাত। এখানে মোট ১৬৪ টি প্রজাতির পাখি রয়েছে। এখানে উপস্থিত আছে অনেক ধরনের পাখি। যেমন – চিল, বাজ, কোকিল, পেঁচা, বক, সারস এগুলো তো আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনের সাথে পরিচিত রয়েছে। এর বাদে যে সব পাখিদের দেখা মেলে সেগুলি হলো – মাছরাঙা, ফ্লাইক্যাচার, ডংগো, এগ্রেট, স্টর্ক, হেরন ইত্যাদি ধরনের অনেক নাম না জানা পাখিদেরও দেখা মেলে শীতকালে। আর এই শীতকালেই বেশি পরিমাণে পর্যটকরা পরিদর্শনে আসে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের এই কুলিক পক্ষীনিবাস।
কুলিক পক্ষীনিবাসে ভ্রমণকারী পর্যটকদের কি কি সুবিধা রয়েছে?
রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাসে দূর থেকে ভ্রমণে আসা পর্যটকদের জন্য তাদের নিজস্ব টুরিষ্ট লজ রয়েছে, সেই লজের ব্যালকনিতে বসেই আপনি এই কুলিক পক্ষীনিবাসের সমস্ত দৃশ্য উপভোগ করতে পারবেন। তার পাশাপশি রয়েছে আশেপাশের যাত্রীলয়ের জন্য সুব্যবস্থা। কুলিক পক্ষীনিবাস অথবা কুলিক বন অভয়ারণ্য বলা যায়। কুলিক বন অভয়ারণ্য এতো বেশি চারিদিকে সবুজ গাছপালায় ছড়িয়ে রয়েছে যার কারনে এখানে পর্যটকদের বন ভোজনের ব্যবস্থা রয়েছে। তার সাথে পানীয় জল, জায়গায় জায়গায় পরিস্কার ও পরিচ্ছন্ন শৌচালয় রয়েছে, ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে যেখানে স্ন্যাকস, চা, কফি ও গরমের দিনে ল্যসি, আইস ক্রিম থেকে শুরু করে অনেক ধরনের খাবার পাওয়া যায়। Raiganj Kulik Bird & Wildlife Sanctuary
এছাড়াও সব কিছু মিলিয়ে শহরের কোলাহল থেকে একটু আশেপাশের গ্রাম্য এলাকাগুলোর পরিবেশ ঘুরে বেড়িয়ে দেখার অনুমতি আছে যা আপনাদের মনকে আরও আনন্দিত করে তুলতে সাহায্য করবে।ছোটো থেকে বড়ো সকলের মন আনন্দে ভরিয়ে তোলার জন্য পার্ক আছে যেখানে শিশু থেকে বয়স্করা সকলে প্রাণ ভরে আনন্দ উপভোগ করতে পারবেন।
তাই আর দেরি না করে ব্যস্ততার জীবন থেকে দুদিনের ছুটি নিয়ে আপনিও ঘুরে আসুন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের অবস্থিত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখিরালয় থেকে যা সকলের কাছে রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাস নামে পরিচিত।
রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাস – Click Here
আরও পড়ুন- Anganwadi Recruitment 2024 উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে ১৩ হাজার Anganwadi কর্মী নিয়োগ!
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।