Raiganj University Current Update 2024: ছাত্রীদের নিরাপত্তায় দরজায় কড়া নজরদারি শুরু রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে!

Raiganj University Current Update 2024: ছাত্রীদের নিরাপত্তায় দরজায় কড়া নজরদারি শুরু রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে!

Raiganj University Current Update 2024:

কলকাতার আরজি করের ঘটনায় সারা দেশে চাঞ্চল্য ছড়িয়েছে, এবং সেই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে সরকার প্রায় প্রতিটি কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল উল্লেখ্য বিষয় মহিলা কর্মী বা পড়ুয়াদের জন্য নিরাপত্তা নিয়ে আরও বেশি সজাগ হয়ে উঠেছেন। এই নিরাপত্তার নজরদারি থেকে বাদ যায় নি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের বিশ্ববিদ্যালয়। Raiganj University Current Update 2024

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে, সরকারের নির্দেশ মতো ছাত্রীদের সুরক্ষা নিয়ে তৎপর হয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই অনুযায়ী, ছাত্রীদের হোস্টেলের বাইরে এবং তার আশেপাশের সংলগ্ন এলাকাগুলিতে নিরাপত্তা বাড়ানোর জন্যে আরও ১৫ টি ক্যামেরা লাগানোর কাজ শুরু করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর পাশাপাশি বাড়ানো হয়েছে কড়া পাহাড়াদার বা নিরাপত্তারক্ষী এবং সাথে তৎপর হয়েছেন অ্যান্টি র‍্যাগিং টিমও।

ছাত্রীদের নিরাপত্তায় বড়ো পদক্ষেপ নিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ:

আরজি করের ঘটনার আতঙ্ক রয়েছে প্রত্যেক নারী এবং অনেক পুরুষের মধ্যেই, কিন্তু এই ঘটনায় বিশেষ প্রভাব ফেলেছে বাংলার মা বোনেদের মধ্যে। সম্পূর্ণ ভারতবর্ষে এমন জঘন্য ঘটনা প্রায়শই ঘটে থাকে কিন্তু বিচার হয় নি কখনো সেভাবে। উপরন্তু নারীদের রক্ষার্থে তেমন কোনো বিশেষ পদক্ষেপও গ্রহণ করা হয় নি, তবে এবার ইতিহাস বদলানো উচিৎ। সেই মতো কাজ শুরু করে দিয়েছে দেশের বিভিন্ন রাজ্য প্রায় কম বেশি সব জায়গায়। আজ আমরা জানবো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এই নিয়ে কী পদক্ষেপ গ্রহণ করেছেন? Raiganj University Current Update 2024

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দুর্লভ সরকার জানান – বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিরাপত্তা নিয়ে অনেকটাই নজর রাখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মূল ভবন থেকে প্রায় একশো মিটারের মধ্যে ছাত্রীদের হোস্টেলের ব্যবস্থা রয়েছে। বর্তমানে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি স্তরের মোট ৬৭ জন ছাত্রী রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে রয়েছেন। এতদিন পর্যন্ত হোস্টেলে ২৪ ঘণ্টায় প্রতি আট ঘণ্টা অন্তর অন্তর এক জন করে নিরাপত্তা রক্ষী দায়িত্বে থাকতেন। কিন্তু বর্তমানে দু’জন করে মোট ছ’জন রক্ষীকে পাহাড়ায় বসানোর ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানান, পরিচয়পত্র ছাড়া কোনো শিক্ষক বা শিক্ষিকা বা সুপার-সহ কাউকেই ছাত্রীদের হোস্টেলে ঢোকার অনুমতি দেওয়া হবে না অর্থাৎ সেই ক্ষেত্রে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। Raiganj University Current Update 2024

Raiganj University Current Update 2024
Raiganj University Current Update 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার আরও বলেন, ‘‘ছাত্রীদের নিরাপত্তায় কোনো রকম ত্রুটি না রাখতে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের ‘অ্যান্টি র‍্যাগিং’ টিমের সদস্যদের কড়া নজরদারি রাখার কথা বলা হয়েছে।’’এর পাশাপাশি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদের হোস্টেলের বাইরে ও বিশ্ববিদ্যালয় চত্বরের বিভিন্ন জায়গায় মোট ১০৯ টি সিসি ক্যামেরা লাগানো রয়েছে এবং বিশ্ববিদ্যালয় চত্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে আরও বেশি করে ১৫ টি সিসি ক্যামেরা লাগানোর কাজ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্মী ও নিরাপত্তা রক্ষীদেরও সবসময় প্রতিটি সিসি ক্যামেরার নজরে রাখা হয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হোস্টেল সমেত সব জায়গায় পাহাড়ার ক্ষেত্রে নিরাপত্তা রক্ষীর সংখ্যাও বাড়িয়ে ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করা হয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন- Census In India New Update 2024: ১৩ বছর পর শুরু হচ্ছে জনগণনার কাজ! দেখুন কি কি নথিপত্র প্রয়োজন হবে?

Leave a Comment