Railway Group D Recruitment 2025: ৩২৪৩৮ গুলো শুন্যপদে গ্রুপ-ডি তে কর্মী নিয়োগ! জেনে নিন কবে আবেদন শুরু?
Railway Group D Recruitment 2025:
ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) এর তরফ থেকে গ্রুপ-ডি- তে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বহু দীর্ঘ প্রতীক্ষার পর কেন্দ্র সরকারের তরফ থেকে গ্রুপ-ডি- তে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
দেশের বিভিন্ন প্রান্তের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে খুশির খবর। এই বিজ্ঞপ্তি দেশের সকল চাকরী প্রার্থীদের মধ্যে খুশির উত্তেজনা ছড়িয়েছে। বহুদিন থেকেই চাকরী প্রার্থীরা এমন বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে জানানো হলো কবে থেকে নিয়োগ করা হবে? আসুন আজকের প্রতিবেদনের মাধ্যমে আমরা জেনে নিই কিভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে? কতজন কর্মী নিয়োগ হবে? এই সম্পর্কিত বিস্তারিত তথ্য।
Table of Contents
পদের নাম ও শূন্যপদ সংখ্যা:
রেলের লেভেল-১ (গ্রুপ-ডি) পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদে অন্তর্ভুক্ত কিছু শূন্যপদ সংখ্যা ও সেই পদগুলির নাম নিম্নে তুলে ধরা হলো:
1. পয়েন্টসম্যান-বি: ৫,০৫৮টি।
2. অ্যাসিস্ট্যান্ট (ট্র্যাক মেশিন): ৭৯৯টি।
3. অ্যাসিস্ট্যান্ট (ব্রিজ): ৩০১টি।
4. ট্র্যাক মেইনটেনার গ্রেড-IV: ১৩,১৮৭টি।
5. অ্যাসিস্ট্যান্ট (সি অ্যান্ড ডব্লিউ): ২,৫৮৭টি।
6. অ্যাসিস্ট্যান্ট (টি আর ডি): ১,৩৮১টি।
7. অ্যাসিস্ট্যান্ট লোকো শেড (ডিজেল): ৪২০টি।
8. অ্যাসিস্ট্যান্ট লোকো শেড (ইলেকট্রিক): ৯৫০টি।
9. অ্যাসিস্ট্যান্ট টিএল এবং এসি: ১,০৪১টি।
10. অ্যাসিস্ট্যান্ট (ওয়ার্কশপ): ৩,০৭৭টি।
শিক্ষাগত যোগ্যতা:
উক্ত পদগুলিতে আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা উক্ত পদগুলিতে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি, প্রার্থীদের যদি ITI কোর্স সম্পন্ন থাকে, তবে তা বাড়তি যোগ্যতা হিসাবে গণ্য করা হবে। Railway Group D Recruitment 2025
বয়সসীমা:
এই পদের জন্য প্রার্থীদের বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সের মান থাকতে হবে ৩৬ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।
বেতন কাঠামো:
এই পদের অধীনে প্রার্থীরা ৭ম পে কমিশন (7th CPC) অনুযায়ী বেতন পাবেন। লেভেল-১ অনুযায়ী প্রাথমিক বেতন হবে প্রতি মাসে ১৮,০০০/- টাকা। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অন্যান্য সুবিধাও দেওয়া হবে।
আবেদন সম্পর্কিত তথ্য:
আবেদন পদ্ধতি সম্পন্ন হবে প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে পদ্ধতির মাধ্যমে।
আবেদন শুরু হওয়ার তারিখ: ২০২৫ অর্থাৎ সামনের বছরের ২৩ জানুয়ারি থেকে। আবেদন শেষ হওয়ার তারিখ: ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।
চাকরী প্রার্থীদের RRB-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করে তার সাথে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে আবেদন পত্র পূরণ করতে হবে।
আরও পড়ুনঃ Bangla Bari Yojana 2024: বাংলার বাড়ির জন্য টাকা পেতে কিভাবে আবেদন করবেন? জানুন বিস্তারিত বিষয়গুলি!
নিয়োগ প্রক্রিয়া:
নিয়োগ প্রক্রিয়া চলবে তিনটি ধাপে:
1. লিখিত পরীক্ষা (কম্পিউটার বেসড টেস্ট – CBT)।
2. শারীরিক যোগ্যতা পরীক্ষা (PET)।
3. প্রার্থীদের নথিপত্র যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন সম্পন্ন হবে।
উল্লেখযোগ্য কিছু তথ্য:
এই পদগুলো সম্পর্কিত বিস্তারিত বিজ্ঞপ্তি ও পরীক্ষার সিলেবাস সমস্ত কিছু RRB-র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। এই পদের জন্য ইচ্ছুক প্রার্থীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে সেই বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়ে তারপর আবেদন জানাবেন।
Railway Group D Recruitment 2025 Notice Download Link: CLICK HERE
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।