Railway NTPC Recruitment News 2024: একাধিক শূন্য পদে রেলওয়ে স্টেশন মাস্টার নিয়োগ!
Railway NTPC Recruitment News 2024:
ভারতীয় রেলের তরফ থেকে দীর্ঘ পাঁচ বছর পর আবারও চাকরীর নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। রাজ্যের সকল রেলের চাকরী প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। Railway Recruitment Board (RRB) -এর তরফ থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। এখানে স্টেশন মাস্টার, টিকিট সুপারভাইজার, গুডস ট্রেন ম্যানেজার ও ক্লার্ক সহ একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই অনুযায়ী উক্ত পদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে।
সরকার দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানানো হয়েছে, সব পদ মিলিয়ে প্রায় ৮ হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। তো আসুন জেনে নেওয়া যাক কিভাবে আবেদন জানাবেন এই পদগুলির জন্য, কিভাবে এই পদগুলিতে জন্য নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে? এবং আজকের প্রতিবেদনে এই পদগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা নিম্নে করা হলো। Railway NTPC Recruitment News 2024
Table of Contents
রেলওয়ে স্টেশন মাস্টার বিভিন্ন কর্মী পদগুলি সমন্ধে নিম্নে আলোচনা করা হলো।
পদের নাম | শূন্যপদ সংখ্যা | মাসিক বেতন |
স্টেশন মাস্টার | ৯৯৪ টি | ৩৫,৪০০/- টাকা |
গুডস ট্রেন ম্যানেজার | ৩১৪৪ টি | ২৯,২০০/- টাকা |
জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট | ১৫০৭ টি | ২৯,২০০/- টাকা |
চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার | ১৭৩৬ টি | ৩৫,৪০০/- টাকা |
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট | ৭৩২ টি | ২৯,২০০/- টাকা |
বয়সসীমা:
সরকারি নিয়ম অনুযায়ী উক্ত পদগুলোতে আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের বয়সের মান চাওয়া হয়েছে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে হিসাব করে ১৮ বছর থেকে ৩৬ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের সীমায় ছাড় দেওয়া হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
উল্লেখিত বিভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তা নিম্নে ছকের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো। Railway NTPC Recruitment News 2024
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
স্টেশন মাস্টার | গ্র্যাজুয়েশন পাশ |
চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার | গ্র্যাজুয়েশন পাশ |
গুডস ট্রেন ম্যানেজার | গ্র্যাজুয়েশন পাশ |
জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট | গ্র্যাজুয়েশন পাশ + ইংরেজি বা হিন্দি ভাষায় কম্পিউটারে টাইপিং- এ জ্ঞান অর্জন থাকতে হবে |
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট | গ্র্যাজুয়েশন পাশ + ইংরেজি বা হিন্দি ভাষায় কম্পিউটারে টাইপিং জানতে হবে |
আবেদন পদ্ধতি:
উক্ত পদগুলিতে আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন জানাতে হবে। অনলাইনে আবেদন জানানোর জন্য প্রথমে www.rrbapply.gov.in ওয়েবসাইটৈ যেতে হবে। এই ওয়েবসাইটে প্রথমে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে লগইন করে যেভাবে আবেদনপত্র পূরণ করে সমস্ত নথিপত্র আপলোড করে সাবমিট করে, সেই একই রকম প্রক্রিয়ার মাধ্যমে আবেদন পদ্ধতি সম্পন্ন হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
উক্ত পডগুলিতে আবেদন জানানোর জন্য যে সমস্ত নথিপত্রগুলি প্রয়োজন হবে সেগুলি হলো—
১) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো (20 KB to 50 KB)
২) আবেদনকারীর সিগনেচার (10 KB to 40 KB)
৩) SC/ ST সার্টিফিকেট (যদি প্রয়োজন হয়)
আবেদন ফি:
উক্ত পদগুলিতে অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন জানানোর জন্য General ও OBC প্রার্থীদের আবেদন ফি বাবদ ৫০০ টাকা জমা করতে হবে। Railway NTPC Recruitment News 2024
আবেদনকারী প্রথম স্তরের পরীক্ষায় (CBT- 1) অংশগ্রহণ করলে ৪০০ টাকা ফেরত পাবেন। প্রতিবন্ধী প্রার্থী/ মহিলা প্রার্থী/ তপশীলি জাতি/ তপশীলি উপজাতি/ সংখ্যালঘু শ্রেণীভুক্ত পরীক্ষার্থীদের জন্য আবেদন ফি বাবদ ২৫০ টাকা জমা দিতে হবে। এক্ষেত্রে আবেদনকারী স্তরের পরীক্ষায় (CBT- 1) অংশগ্রহণ করলে ২৫০ টাকা ফেরত পাবেন।
পরীক্ষার বিষয়সূচী:
প্রথম স্তরের অনলাইন পরীক্ষার (CBT- 1)- এর বিষয় সমূহ নীচে তুলে ধরা হলো।
বিষয় | নাম্বার |
জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং | ৩০ নম্বর |
জেনারেল অ্যাওয়ারনেস | ৩০ নম্বর |
গনিত | ৪০ নম্বর |
মোট নম্বর— ১০০
সময়সীমা— ৯০ মিনিটের মধ্যে।
নেগেটিভ মার্কিং— ১/৩
নিয়োগ পদ্ধতি:
উক্ত পদগুলিতে নিয়োগের পদ্ধতি ভিন্ন ভিন্ন রাখা হয়েছে। পদগুলির নিয়োগের পদ্ধতি নিম্নে ছকের মাধ্যমে দেখানো হলো। Railway NTPC Recruitment News 2024
পদের নাম | CBT- 1 | CBT- 2 | Skill Test |
স্টেশন মাস্টার | ✓ | ✓ | Computer Based Aptitude Test |
চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার | ✓ | ✓ | × |
গুডস ট্রেন ম্যানেজার | ✓ | ✓ | × |
জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট | ✓ | ✓ | Typing Test |
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট | ✓ | ✓ | Typing Test |
পশ্চিমবঙ্গের মধ্যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মোট ৩ টি জোন আছে। জোনগুলি হল কলকাতা, মালদা ও শিলিগুড়ি। এই তিনটি জোনের পদ অনুযায়ী শূন্যপদগুলি সমন্ধে বিস্তারিত তথ্য নিম্নে ছকের মাধ্যমে তুলে ধরা হলো।
RRB Kolkata NTPC Vacancy 2024
পদের নাম | শুন্যপদ সংখ্যা |
স্টেশন মাস্টার | ৬৮ টি |
চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার | ৫২৩ টি |
গুডস ট্রেন ম্যানেজার | ২২০ টি |
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট | ১৪৩ টি |
জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট | ৪২৮ টি |
মোট | ১৩৮২ টি |
RRB Siliguri NTPC Vacancy 2024
পদের নাম | শুন্যপদ সংখ্যা |
স্টেশন মাস্টার | ৬ টি |
চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার | ১২ টি |
গুডস ট্রেন ম্যানেজার | ২০ টি |
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট | ২ টি |
জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট | — |
মোট | ৪০ টি |
RRB Malda NTPC Vacancy 2024
পদের নাম | শূন্যপদ সংখ্যা |
স্টেশন মাস্টার | ৩০ টি |
চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার | ৩৬ টি |
গুডস ট্রেন ম্যানেজার | ১২০ টি |
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট | ১২ টি |
জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট | — |
মোট | ১৯৮ টি |
আবেদন জমা করার শেষ তারিখ:
উক্ত পদগুলির জন্য অনলাইন আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। অনলাইনে আবেদন জানানোর শেষ তারিখ রয়েছে ২০২৪- এর ১৩ ই অক্টোবর পর্যন্ত। Railway NTPC Recruitment News 2024
আবেদন ফি জমা করার শেষ তারিখ:
অনলাইনে আবেদন ফি জমা করার শেষ তারিখও নির্ধারিত করা হয়েছে ২০২৪- এর ১৫ অক্টোবরের মধ্যে।
ভুল সংশোধনের শেষ তারিখ:
এছাড়াও আবেদনপত্রে কোনো রকম ভুল ত্রুটি সংশোধন করার জন্য তার সময় সীমা রয়েছে ২০২৪- এর ২৫ শে অক্টোবর পর্যন্ত।
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ-
Official Notification | Download Now |
Application Notice | Apply Now |
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।