Railway Recruitment 2024 Cell Jabalpur : RRC-তে নতুন করে 3000 বেশি শূন্যপদে কর্মী নিয়োগ চলছে! নুন্যতম ITI পাশে তাড়াতাড়ি আবেদন করুন।
Railway Recruitment 2024 Cell Jabalpur:
Railway Recruitment 2024 Cell Jabalpur: পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের ITI পাসের সকল শিক্ষার্থীদের জন্য রেলওয়েতে চাকরির দারুন সুখবর নিয়ে এসেছে। Railway Recruitment Cell Jabalpur-এর পক্ষথেকে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে 5 August 2024 তারিখে। তাহলে আর সময় নষ্ট না করে এক্ষুনি আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, বয়স ও যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই আমাদের এই প্রতিবেদন থেকে।
Table of Contents
নিয়োগকারী সংস্থা:-
রেলওয়ে রিক্রুটমেন্ট সেল জবলপুর (RRC WCR Jabalpur)।
পদের নাম:-
অ্যাপ্রেন্টিস ।
শূন্যপদ:-
এখানে মোট 3317 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:-
প্রার্থীদের অবশ্যই এখানে আবেদন করার ক্ষেত্রে ITI পাস করা থাকতে হবে, তাহলেই এখানে আবেদন যোগ্য হবেন।
বয়সসীমা:-
প্রার্থীদের এখানে আবেদন করার ক্ষেত্রে বয়সসীমা 5 August 2024 তারিখ অনুযায়ী সর্বনিম্ন 15 বছর থেকে সর্বোচ্চ 24 বছরের মধ্যে হতে হবে।
নিয়োগ প্রক্রিয়া:-
এখানে লিখিত পরীক্ষা ছাড়া আরো তিনটি পদ্ধতির মাধ্যমে আগ্রহী প্রার্থীদের নিয়োগ করা হবে। যেমন-
•মাধ্যমিক ও ITI-এর পাসে নম্বরের ভিত্তিতে ম্যারিড লিস্ট হবে।
•ম্যারিড লিস্টের ভিত্তিতে নথিপত্র ভেরিফিকেশন হবে।
•সর্বশেষে মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হবে।
আবেদন পদ্ধতি:-
•আবেদনকারী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
•প্রথমে RRC WCR এর অফিসিয়াল ওয়েবসাইটে (wcr.indianrailways.gov.in) প্রবেশ করুন।
•তারপর ক্যারিয়ার অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মের পেজে এন্টার করুন।
•তারপর আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সঠিকভাবে আবেদন পত্রটি পূরণ করুন এবং প্রয়োজনীয় নথিপত্র গুলো স্ক্যান করে আপলোড করুন।
•তারপর আবেদন ফি জমা করুন এবং সাবমিট বোতামে ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।
আরোও বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন। আপনাদের সুবিধার্থে আমরা আমাদের প্রতিবেদনে নীচের সমস্ত লিঙ্ক দিয়েছি।
গুরুত্বপূর্ণ তারিখ:-
এখানে আবেদন শুরু হয়েছে গত 5 August 2024 তারিখে এবং শেষ হবে 04 September 2024 তারিখে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক:-
Official Notice | Download Now |
Online Application | Apply Now |
Official Website | Click Here |
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।