Railway Recruitment Board Recruitment 2024: ভারতীয় রেলে 7951 টি শূন্যপদে নিয়োগ চলছে, রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য।

Railway Recruitment Board Recruitment 2024: ভারতীয় রেলে 7951 টি শূন্যপদে নিয়োগ চলছে, রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য।

Railway Recruitment Board Recruitment 2024

Railway Recruitment Board Recruitment 2024:- রাজ্যের যে সকল চাকরিপ্রার্থীরা ভারতীয় রেলে চাকরি করতে চান তাদের জন্য সুখবর। ভারতীয় Railway Recruitment Board একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া অনলাইনে শুরু হয়ে গেল। তাই দেরি না করেই দেখে নিন কিভাবে ভাবে আবেদন করবেন ? পদের নাম, যোগ্যতা, মাসিক বেতন কত? এই তথ্যগুলো জানতে আমাদের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন।

নিয়োগকারী সংস্থার নাম:-

Railway Recruitment Board-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম:-

•জুনিয়র ইঞ্জিনিয়ার
•ডিপো মেটেরিয়াল। •সুপারিনটেনডেন্ট (ডিএমএস)।
•কেমিক্যাল ও মেটালার্জিকাল অ্যাসিস্ট্যান্টজুনিয়র ইঞ্জিনিয়া।

শূন্যপদ:-

সব কটি পদ মিলিয়ে মোট 7951 টি শূন্যপদ রয়েছে ।

শিক্ষাগত যোগ্যতা:-

প্রত্যেকটি পদে আবেদনের জন্য প্রার্থীদের আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগবে এই ব্যাপারে বিস্তারিত জানুন এর মূল অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

মাসিক বেতন:-

•কেমিক্যাল সুপারভাইজার, রিসার্চ অ্যান্ড মেটালার্জিকাল সুপারভাইজার এবং রিসার্চ পদের প্রতিমাসের বেতন – 44900 টাকা।
•জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট এবং কেমিক্যাল ও মেটালার্জিকাল অ্যাসিস্ট্যান্ট পদের প্রতিমাসের বেতন – 30400 টাকা।

নিয়োগ পদ্ধতি :– 

আগ্রহীদের এখানে নিয়োগ করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল পরীক্ষার ভিত্তিতে।

সকল চাকরিপ্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে শুধুমাত্র অনলাইনে। সর্বপ্রথম চাকরিপ্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এর রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করে নিতে হবে। এরপর বাকি ফর্মটি অনলাইনে সঠিকভাবে ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট করতে হবে।

Railway Recruitment Board Recruitment 2024
Railway Recruitment Board Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আবেদন ফি:-

প্রার্থীদের আবেদন ফি হিসেবে 500 টাকা প্রদান করতে হবে। এছাড়া, সে সকল SC ও ST, মহিলা প্রার্থী, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু ক্যাটাগরির ও প্রাক্তন সৈনিকদের আবেদন ফি হিসেবে 250 টাকা প্রদান করতে হবে।

আবেদন পদ্ধতি:-

আগ্রহী প্রার্থীদের Railway Recruitment Board-এর অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীদের পছন্দ পদেটি সিলেক্ট করে আবেদন পত্রটি ভালো করে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে সাবমিট করতে হবে। তারপরে আনলাই ব্যাংকের মাধ্যমে আবেদন ফি কাটালেই আবেদন করা সম্পূর্ণ।

গুরুত্বপূর্ণ তারিখ:-

এই আবেদন শুরু হয়েছে 19 July 2024 তারিখ থেকে এবং এই আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী আগস্ট 29 August 2024 তারিখে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক:-

অফিসিয়াল নোটিস:Download Now
আবেদন লিংক:Click Here
অফিসিয়াল ওয়েবসাইট:Click Here

আরও পড়ুন- Bangla Sahayata Kendra Recruitment 2024: 2862 টি শূন্যপদে বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ শুরু।

Leave a Comment