Rain Forecast Weather: ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলাগুলিতে? এই মুহূর্তে আবহাওয়ার বড় আপডেট।

Rain Forecast Weather: ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলাগুলিতে? এই মুহূর্তে আবহাওয়ার বড় আপডেট।

Rain Forecast Weather:

এই টানা বর্ষণে বাংলায় দুর্ভোগ। লাগাতার বৃষ্টির জেরে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় জল জমেছে।এই জল ছাড়া শুরু করে দিয়েছে ডিভিসি। এই পরিস্থিতিতে রাজ্যে আবারও বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েক দিন রাজ্যের প্রায় সব জেলায় বৃষ্টি চলতে থাকবে। আবার কোনও কোনও জেলায় ভারী বৃষ্টি হতেও পারে।

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতর থেকে জানিয়েছে, আজ থেকে 9 August পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হওয়ায় সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাগুলোতে। Rain Forecast Weather

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

দার্জলিং-সহ উত্তরবঙ্গের প্রায় সব কয়টি জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আবহাওয়া অফিস। রবিবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সবজেলায় ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Rain Forecast Weather
Rain Forecast Weather
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কলকাতায় তাপমাত্রা কত? 

আবহাওয়া অফিস থেকে পাওয়া সূত্রে খবর, শনিবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রির কাছে। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 0.6 ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক 97 শতাংশ এবং ন্যূনতম 80 শতাংশ।

অন্যদিকে, একনাগারা বৃষ্টির কারণে কলকাতার নারকেলডাঙ্গা ও পিটিএস মেন রোডে জল জমে গেছে। জলমগ্ন লেকটাউন, ভিআইপি রোড,কৈখালি, পাতিপুকুর আন্ডারপাস,। উইপ্রো মোড়, সেক্টর ফাইভের কলেজ মোড়, এলাকাও জলমগ্ন। জলের তলায় সল্টলেকের বিভিন্ন এলাকাও। করুণাময়ী বাসস্ট্যান্ড, সেক্টর ফাইভ থেকে ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানা পর্যন্ত জলমগ্ন। বিভিন্ন রাস্তায় রাস্তায় জল জমায় যানজটের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর ফলে বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন। Rain Forecast Weather

এছাড়াও দুর্গাপুর ব্যারাজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। 70 হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। পাঞ্চেত, মাইথন জলাধার থেকেও জল ছাড়া হয়েছে। জলমগ্ন বোলপুরের কঙ্কালীতল মন্দির।

আরও পড়ুন- ICDS Recruitment New Update 2024: ব্লকে ব্লকে অঙ্গনওয়াড়ির কর্মী পদের জন্য নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু! দেখুন আপনার জেলায় আবেদন শুরু হয়েছে কিনা।

আরও পড়ুন- Asha Kormi Recruitment 2024: গ্ৰাম পঞ্চায়েতের অধীনে আশা কর্মী নিয়োগ শুরু , শুধুমাত্র MP পাশ করলেই এই চাকরি মিলবে।

Leave a Comment