Rashifal : শনিদেব রুপোর পায়ে! সোনার রথে ২০২৭ পর্যন্ত, ৩ রাশি মালামাল

Rashifal : শনিদেব রুপোর পায়ে! সোনার রথে ২০২৭ পর্যন্ত, ৩ রাশি মালামাল : নতুন বছরের অর্থাৎ ২০২৫-এ শনিদেবের নানান আকর্ষণীয়তা প্রকাশ্যে আসতে চলেছে৷ প্রতি আড়াই বছর পর শনিদেব নিজের স্থান পরিবর্তন করে থাকেন।জ্যোতিষের সব থেকে ধীর গতির গ্রহ হলেন শনিদেব ৷ শনির ঢাইয়া ও সাড়ে সাতির প্রভাবের ফলে শনির বিভিন্ন পায়াও হয়ে থাকে ৷
সেই কারণেই বিভিন্ন ক্ষেত্রে শনিদেব ফলপ্রদান করে থাকেন৷ মার্চ অর্থাৎ ২০২৫ সালের মার্চ মাসে শনিদেব রুপোর পায়ে চলাফেরা করবেন।

বিষয় সূচী:-

Rashifal

কোন রাশির জাতক-জাতিকাদের জন্ম নিউমেরলজির ২, ৫ বা ৯-এ থাকেন শনিদেব তাহলে তা রুপোর পা তৈরি হয়ে থাকে। শনিদেব মীন রাশিতে প্রবেশ করবেন ,তার ফলে বাম্পার লাভ হতে পারে তিন রাশির৷ ২০২৭ পর্যন্ত তিন রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত ভাল সময় আসতে চলেছে ৷ শনিদেবের কৃপায় বিশাল লাভের মুখ দেখতে চলেছেন জাতক-জাতিকারা ৷ সব মিলিয়ে এবার বড়সড় টাকা হাতে আসবে। কোন কোন রাশির জাতক-জাতিকারা ভাগ্য খুলতে চলছে বিস্তারিত জানুন আজকে এই প্রতিবেদন থেকে।

কোন কোন রাশির জাতক-জাতিকারা মালামাল হচ্ছেন?

কুম্ভ রাশি:

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য শনিদেবের রুপোর লাভ দেবে কেননা কুষ্ঠির দ্বিতীয় ঘরে বিরাজমান শনিদেব হবেন সূর্যপুত্র৷ ২০২৫-এ সুখের মুখ দেখবেন এই রাশির জাতক-জাতিকারা৷ আটকে থাকা কোনো কাজ এবার সম্পন্ন হবে৷ এই রাশির জাতক-জাতিকারা বিদেশে যাওয়ার সুযোগ পাবেন৷ পদোন্নতির সঙ্গে টাকা পাবেন তাঁরা ৷ চাকরিজীবীরা লাভের মুখ দেখবেন বেকাররা স্থায়ী চাকরি পাবেন৷ এবার সমস্ত সমস্যার সমাধান হবে৷ হঠাৎ করে বেশ কয়েক বছরের সমস্যার সমাধান হবে৷

কর্কট রাশি:

কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য মীন রাশিতে শনিদেবর প্রবেশ জন্য সুখের মুখ দেখাবেন জাতক-জাতিকাদের৷ উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার সুযোগ থাকবে৷ আগের কোনও কাজে পরিশ্রম করা হলে এবার সেই ফল এবার পাবেন জাতক-জাতিকারা ৷ এবার তাদের উন্নতি হবে চরমে, সমস্ত ব্যর্থতা হটবে পিছু৷

Rashifal
Rashifal | Rashifal | Rashifal
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বৃশ্চিক রাশি:

শনিদেব বৃশ্চিক রাশির পঞ্চম ঘরে বিরাজমান৷ এই কারণেই রুপোর পা জীবনে নিয়ে আসতে চলেছে প্রগতি৷ এই রাশির জাতক-জাতিকারা পরিবারের সঙ্গে অত্যন্ত ভাল সময় কাটাতে পারবেন৷ জাতক-জাতিকারা মনযোগ দিয়ে কাজ করতে পারবেন। পরিশ্রমের ফল পাবেন এই রাশির জাতক-জাতিকারা৷ মান সম্মান বাড়বে সমাজে, সেই সাথে বাড়ি গাড়িও হবে। সব মিলিয়ে সুখী জীবনে পা দেবেন জাতক-জাতিকারা, বিনিয়োগের জন্য এই সময় আরও ভাল হতে চলেছে ৷ প্রতিটি কাজেই সাধ্যমত সাহায্য পাবেন বন্ধুদের কাছে থেকে ৷

আরও পড়ুনDuare Licence 2025 : দুয়ারে শিবিরের পর এবার শুরু হলো দুয়ারে লাইসেন্স

Leave a Comment