Ration card: রেশনে চাল পাওয়ার দিন শেষ? চালকল মালিকরা পশ্চিমবঙ্গ সরকারের সাথে চুক্তি করতে নারাজ।

Ration card: রেশনে চাল পাওয়ার দিন শেষ? চালকল মালিকরা পশ্চিমবঙ্গ সরকারের সাথে চুক্তি করতে নারাজ।

Role of Bengal Rice Mills Association

Yoo Bong: রেশন গ্ৰাহকদের জন্য খাবার খবর। যাবা দু’বেলা দু’মুঠো খাবার জোটাতে অনেকেরই ভরসা রেশন। সেখান থেকে যে খাদ্যসামগ্রী পাওয়া যায় তা দিয়ে সংসার চলে বহু মানুষের। অনেক জানান না যে, রেশন দোকানে গ্রাহকদের চালের পরিষেবা প্রদানের জন্য চাষিদের থেকে যে ধান সংগ্রহ করে রাজ্য সরকার, বিভিন্ন চালকল এর সঙ্গে চুক্তি করে সেই চাল ভাঙানো হয়। এরপর সেই চালই রেশন দোকান থেকে বণ্টন করা হয়। কিন্তু, এবার সময় পেরিয়ে গেলেও চলতি বছরের জন্য কোনও চালকল মালিকরা রাজ্যের সঙ্গে কোনো চুক্তি করেনি। তবে চালকল মালিকদের পক্ষ থেকে একগুচ্ছ দাবি উঠছে।

ব্যাঙ্ক-গ্যারান্টির টাকা কমানো অভিযোগ!

Bengal Rice Mills Association কার্যকরী সভাপতি আব্দুল মালেক জানিয়েছেন যে, তাঁরা এতদিন ধরে রাজ্যের সামনে যে সকল দাবি তুলে ধরেছে তা সবটাই ন্যায্যমূল্য জন্য। তার মধ্যে গত বছর খাদ্য দপ্তর 25 লক্ষ টাকা ব্যাঙ্ক-গ্যারান্টির বদলে 1 কোটি টাকার ধান দিয়েছিল। কিন্তু এ বছর আচমকাই সেই ব্যাঙ্ক-গ্যারান্টির টাকা বাড়িয়ে প্রথমে 40 লক্ষ টাকা করা হলেও পরে তা 35 লক্ষ টাকা করা হয়। কিন্তু এর পরেও একটি নোটিশের মধ্যে জানানো হয় যাঁরা 17 September – এর মধ্যে চুক্তি করবেন, তাঁরাই কেবল 35 লক্ষ টাকার সুযোগ পাবেন। পরে চুক্তি করতে 40 লক্ষ টাকাই লাগবে। Ration card

তাঁদের আরও অভিযোগ করেন, ধান থেকে চাল তৈরির জন্যে যে মিলিং চার্জ দেওয়া হয় তা 2016 সাল থেকে একই রয়েছে। এক কুইন্টাল চাল তৈরিতে 110 টাকা খরচ হয়। কিন্তু রাজ্য সেই খরচ দেন মাত্র 30 টাকা করে 8 বছর ধরে দিয়ে আসছেন। তাছাড়া অন্যান্য রাজ্যগুলিতে এই অঙ্ক বাড়ানো হয়েছে।

Ration card
Ration card
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নবান্নে বৈঠক চালকল মালিকদের সঙ্গে:

11 September নবান্নে বৈঠকে রাইস মিল মালিকের একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু, বাস্তবে কিছুই হয়নি। বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশনের দাবি, অন্য রাজ্যের তুলনায় এ রাজ্য়ে মিলিং চার্জ অর্থাত্‍ চাল থেকে ধান করার জন্য কুইণ্টাল প্রতি যে টাকা দেওয়া হয়, তা অত্যন্ত কম।তাঁরা বলেন সরকার যদি ন্যূনতম 60 টাকা না দেন তাহলে সরকারের সঙ্গে কোনও চুক্তিই করবেন না। দাবি পূরণ না হওয়ায় চরম পদক্ষেপ। রাজ্যের সঙ্গে এবার চুক্তি না করার সিদ্ধান্ত নিল বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশন। এই সংস্থার অধীনের রয়েছে পাঁচশোরও বেশি রাইস মিল। Ration card

খাদ্যমন্ত্রী কী বলছেন?

বেঙ্গল রাইস মিলস অ্যাসোসিয়েশনের এই অভিযোগের ভিত্তিতে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, ‘মিলিং চার্জ বাড়ানোর বিষয়টি রাজ্যের অর্থ দপ্তরে পাঠানো হয়েছে। ব্যাঙ্ক-গ্যারান্টির অঙ্কও 35 লক্ষ থেকে 30 লক্ষ টাকায় নামানো হয়েছে। বাকি যা সমস্যা, সেটি আলোচনায় মিটিয়ে নেওয়া হবে।’

আরও পড়ুন,New Rules Over Ration Card: পশ্চিমবঙ্গ সরকার রেশন কার্ড নিয়ে আরও কড়াকড়ি দিল, এই মাস থেকেই নিয়ম বদলে যাবে।

Leave a Comment