1 টি, 2 টি নয়! এবার Ration card থাকলেই পাবেন পাঁচটি প্রকল্পের সুবিধা।

1 টি, 2 টি নয়! এবার Ration card থাকলেই পাবেন পাঁচটি প্রকল্পের সুবিধা।

Ration card থাকলেই পাবেন পাঁচটি প্রকল্পের সুবিধা।

দেশের সাধারণ মানুষের জন্য নিয়ে এসেছে খুশি বন্যা। একটি নয়, দুটি নয়। এবার Ration card থাকলে সাধারণ মানুষ পাঁচটি প্রকল্পের সুযোগ সুবিধা পেতে পারেন। তাঁদের ব্যাংক একাউন্টে রাশি রাশি টাকা ঢুকবে। সাধারণ মানুষ কিভাবে এই প্রকল্পগুলির সুযোগ সুবিধা নিতে পারেন। চলুন এক নজরে দেখে নেয় কোন কোন প্রকল্পে সুযোগ সুবিধা নিতে পারবেন।

ভারতীয় নাগরিকদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ নথি হল Ration card. সারাদেশে এই মুহূর্তে 80,0000000 জন সাধারণ মানুষ বিনামূল্যে Ration card এর মাধ্যমে রেশন পাচ্ছেন। কিন্তু এর মধ্যে পশ্চিমবঙ্গের প্রায় 90000000 জন মতো সাধারণ মানুষ রেশনের সুবিধা ভোগ করছেন। তবে এই Ration card দিয়ে রেশন দোকান থেকে শুধুমাত্র রেশন সামগ্ৰীই পাওয়া যাচ্ছে না।এর পাশাপাশি এই কার্ড দিয়ে বিভিন্ন প্রকল্পের সুবিধা মিলছে।

Ration card থাকলেই পাবেন পাঁচটি
Ration card থাকলেই পাবেন পাঁচটি
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিনামূল্যে সেলাই মেশিন প্রকল্প

দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে উপযুক্ত মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন প্রদানের উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার যাতে তারাও কিছুটা উপার্জন করে পরিবারের পাশাপাশি নিজের পায়ে দাঁড়াতে শেখে।

প্রধানমন্ত্রী ফসল বিমা প্রকল্প

প্রধানমন্ত্রী ফসল বিমা প্রকল্পের সুবিধা পেতে সুবিধাভোগীর রেশন কার্ড অবশ্যই থাকতে হবে। এই প্রকল্পের নাম নথিভুক্ত করার সুবিধা হলো প্রাকৃতিক দুর্যোগ কিম্বা পশুর দ্বারা জমির ফসল ক্ষতিগ্রস্ত হলে নির্দিষ্ট কোম্পানি দ্বারা নষ্ট হওয়া ফসলের ক্ষতিপূরণ পাওয়া যায়।

Ration card থাকলেই পাবেন পাঁচটি

PM Fasal Yojana Official Website Link- Click Here

প্রধানমন্ত্রী আবাস প্রকল্প

রেশন কার্ড থাকলে PMAY এর সুবিধা পাবেন আপনি। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে দেশের গৃহহীন গরিব মানুষদের কল্যাণে সরকার কর্তৃক পাকা বাড়ি তৈরির টাকা প্রদান করা হয়ে থাকে। যা কেন্দ্র ও রাজ্য 60:40 অনুপাতে দিয়ে থাকে। এই যোজনার আওতায় শহরের ক্ষেত্রে তিন লাখ ষাট হাজার এবং গ্রামাঞ্চলের ক্ষেত্রে 1,80,000 টাকা দিয়ে থাকে সরকার। Ration card থাকলেই পাবেন পাঁচটি

PM Awas Yojana Official Website Link- Click Here

প্রধানমন্ত্রী কিষাণ সন্মান নিধি প্রকল্প

রেশন কার্ড থাকলে প্রধানমন্ত্রী কিষাণ সন্মান নিধি যোজনা প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন সাধারণ মানুষ। চাষযোগ্য জমি রয়েছে দেশের এমন কৃষিজীবী মানুষেররা বছরে মোট তিন কিস্তিতে তিনটি ফসলের সর্বমোট 6000 টাকা পেয়ে থাকেন।

PM Kisan Official Website Link- Click Here

বিশ্বকর্মা প্রকল্প

প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনা প্রকল্পের সুবিধা পেতে একটি গুরুত্বপূর্ণ নথি হলো রেশন কার্ড। দেশের মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে বিশ্বকর্মা যোজনা চালু করেছে কেন্দ্র সরকার। এজন্য বৃহৎ সংখ্যায় মহিলাকে এক ছাদের নিচে নিয়ে আসার পরিকল্পনা করছে সরকার। এই প্রকল্পের আওতায় উপযুক্ত মহিলাদের 15000 টাকা করে অনুদান দেওয়া হয়ে থাকে, যাতে তারা কোনও ক্ষুদ্র শিল্প উদ্যোগের মাধ্যমে স্বনির্ভর হতে পারে।

Ration card থাকলেই পাবেন পাঁচটি

PM Vishwakarm Official Website Link- Click Here

আরও পড়ুন- Asha Kormi Recruitment 2024: গ্ৰাম পঞ্চায়েতের অধীনে আশা কর্মী নিয়োগ শুরু , শুধুমাত্র MP পাশ করলেই এই চাকরি মিলবে।

Leave a Comment