Ration Card Self Service 2024: খাদ্যমন্ত্রী রেশন কার্ড নিয়ে বড়োসড়ো ঘোষণা করলেন।

Ration Card Self Service 2024: খাদ্যমন্ত্রী রেশন কার্ড নিয়ে বড়োসড়ো ঘোষণা করলেন।

Ration Card Self Service 2024:

Ration Card: রাজ্য সরকার চলতি বছরের February মাস থেকে রেশন কার্ডের অনলাইন পরিষেবা চালু করেছেন। খাদ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত 2200000 জন গ্ৰাহক এই পরিষেবা নিচ্ছে, যাকে বলা হচ্ছে “Self Service”.

Ration Card Self Service 2024
Ration Card Self Service 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রেশন কার্ড আপডেট কিংবা নাম ঠিকানা পরিবর্তন বড় একটা ঝামেলার বিষয়। সারাদিন কাজ কর্ম ফেলে সেই লাইনে গিয়ে দাঁড়ানো হাজারও হ্যাপা। কিন্তু এবার থেকে রেশন কার্ড আপডেটের ক্ষেত্রে বড় সুবিধা নিয়ে এসেছে। রেশন কার্ডের আপডেট ও নাম বয়স ঠিকানা পরিবর্তন করার জন্য এখন থেকে আর কোন দফতরে যেতে হবে না। কম্পিউটারে বসে এই পরিবর্তনগুলো করা যাবে। বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বিধানসভা এই কথা জানালেন। তিনি জানিয়েছেন, দেশের মধ্যে বাংলায় প্রথম এই ব্যবস্থা চালু হয়েছে। রেশন কার্ড আপডেট এবং যদি কোনও গ্রাহকের নাম রেশন কার্ডে ভুল থাকে অথবা ঠিকানা পরিবর্তন হয় তাঁকে, কিংবা যে কোনও ভুল সংশোধনের ক্ষেত্রে রেশন দফতরের যে অ্যাপ রয়েছে, সেই অ্যাপ মাধ্যমে ঘরে বসেই পরিবর্তন করতে পারবেন। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, ইতিমধ্যেই এই প্রক্রিয়ায় শুরু হয়ে গিয়েছে।

খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেছেন, “গ্রাহকদের হয়রানির থেকে স্বস্তি পেতে কতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতবর্ষের প্রথম বার কোনও রাজ্যে এই সুবিধা চালু করা হল।কোনো গ্ৰাহকের রেশন কার্ডের ভুল আছে, তা হলে সেই গ্ৰাহক আমাদের ফুড পোর্টালে দিয়ে , অনলাইনে আবেদন করলে হয়ে যাবে।”

এর পাশাপাশি রেশন কার্ড ডিলার পরিবর্তন অর্থাৎ এক রেশন ডিলারের পরিবর্তে অন্য কোনও পছন্দের বা বাড়ি কাছাকাছি কোন রেশন ডিলারের কাছ থেকে সামগ্রী নিতে চাইলে সেটাও অনলাইনে আবেদন করা যাবে।

Ration Card Self Service 2024
Ration Card Self Service 2024

যদি কোনও গ্রাহক রেশন কার্ড ‘আত্মসমর্পণ’ করে দিতে চান, যে সকল গ্ৰাহক ধরে রেশন দোকানে গিয়ে সামগ্রী কেনেন না, সেই সকল গ্ৰাহকও অনলাইনে ফর্ম ফিলাপ করে আবেদন করতে পারবেন ।

কোন গ্ৰাহক যদি রেশন কার্ডের মাধ্যমে ‘ফুড গ্রেইন’ নিতে না চাইলে, তাহলে তা ‘সিটি কার্ডে’ পরিবর্তন করতে অনলাইনে আবেদন করতে পারবেন।

রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক অনলাইনে মাধ্যমে করা যেতে পারে এবং ডি-লিঙ্কও করা যেতে পারে।

রাজ্য সরকার চলতি বছরের February মাস থেকে রেশনকার্ডে অনলাইন পরিষেবা চালু করেছে। খাদ্যমন্ত্রীর বলেছেন, এখনও পর্যন্ত 2200000 জন গ্ৰাহক এই পরিষেবা নিচ্ছেন, যার নাম দেওয়া হচ্ছে Self Service.

Ration Card Website Link- Click Here

আরও পড়ুন- Govt New Rules On High Security Number Plate 2024: বাতিল করা হলো পুরোনো নাম্বার প্লেট, নয়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকারের!

Leave a Comment