Ration Card update 2024: এই কাজটি না করলে বাতিল হবে রেশন কার্ড!
Ration Card update 2024
Table of Contents
আপনি কি এখনো পর্যন্ত বিনা মূল্যে রেশন ব্যাবস্থার সুবিধা ভোগ করেছেন ? জানেন কি এই একটি কাজ না করলে আগামী ৩০ শে জুনের পর লাল কালির দাগ পড়বে আপনার রেশন কার্ডে। Ration Card update 2024
রেশন ব্যাবস্থা :
রেশন কার্ড হলো একটি সরকারি নথিপত্র যা ভারতের রাজ্য সরকার দ্বারা পরিচালিত একটি খাদ্য নিরাপত্তা আইন। এর সাহায্য দেশের অনেক দুঃস্থ পরিবারের খাদ্যের অভাব পূরণ করে। এছাড়াও রেশন কার্ডটি অনেক সময় দেশের মানুষদের পরিচয় পত্র হিসেবে কাজ করে। Ration Card update 2024
এই দিকে করোনা মহামারীর সময় রাজ্য ও কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে বিনামূল্যে রেশন পরিষেবার ব্যাবস্থা করা হয়। যেই রেশন পরিষেবার সুবিধা এখনো অনেক রেশন গ্রাহক ভোগ করেছেন। Ration Card update 2024
রেশন কার্ড কত প্রকার ও সেগুলির সুবিধা :
রাজ্য সরকার দ্বারা পরিচালিত এই রেশন কার্ড দুই ধরনের , APL ও BPL। APL ক্যাটাগরি রেশনের তালিকাভুক্ত যারা রয়েছে তাদের দরিদ্র পরিবারের একটু ওপরের শ্রেনী হিসেবে চিহ্নিত করা হয়। এবং যারা BPL ক্যাটাগরি রেশনের তালিকাভুক্ত রয়েছে তাদের দরিদ্র পরিবারের নীচের শ্রেনী হিসেবে ধরা হয়। Ration Card update 2024
আরও পড়ুন- জুনেই কি কৃষক বন্ধুর টাকা ঢুকবে? Krishak Bandhu Next Installment Date 2024
APL ও BPL রেশন কার্ডের সুবিধা:
• APL রেশন কার্ডের তালিকায় যেসব পরিবারগুলির নাম রয়েছে তারা ভর্তুকিযুক্ত হারে চাল, গম, চিনি, কেরোসিন এবং প্রয়োজনীয় কিছু পণ্য সরবরাহ করে। এছাড়াও APL রেশন কার্ডের তালিকায় যারা রয়েছেন, তারা বিনামূল্যে শিক্ষা ব্যাবস্থা , চিকিৎসা ব্যাবস্থা এবং সমাজের বিভিন্ন নিরাপত্তা গ্রহণ করতে পারবে। Ration Card update 2024
• BPL রেশন কার্ডের তালিকায় থাকা পরিবারগুলির প্রতি মাসে ১০ কেজি থেকে ২০ কেজি চাল বিনামূল্যে পেয়ে থাকে যা মাসিক খরচের ৫০% বহন করে। এছাড়াও চাল, গম, চিনি ও অন্যান্য খাদ্য শস্য ভর্তুকি হিসাবে পেয়ে থাকে তার সাথে খুচরা কিছু টাকা।
কি না করলে লাল কালি পড়বে আপনার রেশন কার্ডে ?
রেশন কার্ড ব্যাবস্থা যেমন একটি খাদ্য নিরাপত্তা আইন , তেমনি অনেক সময় আমাদের পরিচয় পত্র হিসেবে দেখানো হয়। সেখানে e-kyc না করলে অবশ্যই বন্ধ হয়ে যাবে আপনার রেশন কার্ড ব্যাবস্থা। সরকার থেকে শেষ তারিখ দেওয়া হয়েছিলো ১৪ ই জুন কিন্তু আজ সেটা পরিবর্তন করে ৩০ শে জুন শেষ তারিখ ঘোষণা করা হলো।
E-KYC কি?
E-KYC – এর মাধ্যমে রেশন কার্ড প্রাপ্ত সেই ব্যাক্তি সঠিক কি না তা যাচাইকরণ হবে। কারণ আজ কাল রেশন কার্ড ব্যাবস্থাতেও জালিয়াতির কাণ্ড ঘটছে। তাই এবার থেকে কেউ আর ফাঁকি দিতে পারবে না সরকারের চোখকে। e-kyc করতে সেই ব্যাক্তির আঙুলের ছাপ প্রয়োজন এবং সেখানেই প্রমাণ হবে রেশন কার্ডের সুবিধাভোগী সেই ব্যাক্তি সঠিক নাকি নকল। Ration Card update 2024
E-KYC না করলে কি অসুবিধা হবে ?
অবশ্যই এই সরকারের তরফ থেকে এই ব্যাবস্থা করা একান্ত প্রয়োজন। এর ফলে রেশন কার্ড ব্যাবস্থায় আর কোনো জালিয়াতির মাধ্যম থাকবে না। তাই সরকারের সিধান্ত যাদের নাম রেশন কার্ডের তালিকায় রয়েছে, তাদের প্রত্যেককে e- kyc করতে হবে। যদি তা না করা হয় তো বাতিল করে দেওয়া হবে সেই ব্যাক্তির রেশন কার্ড। ফলে বন্ধ হবে বিনামূল্যে সেই ব্যাক্তির রেশন পরিষেবা।
আরও পড়ুন- গুগলপে-ফোনপে UPI লেনদেন করেন? এই 7 নিয়ম মানতে হবে, নাহলে অ্যাকাউন্ট ফাঁকা হবে!
কিভাবে E-KYC করবেন ?
১. পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের একটি অফিশিয়াল https://food.wb.gov.in/ – পেইজে যান।
২. রেশন কার্ডের অপশনে থাকা Check the status of your Ration Card – অপশনে ক্লিক করতে হবে।
৩. এরপর আপনার রেশন নাম্বার ও ক্যাটাগরি নির্বাচন করে সঠিক ভাবে ক্যাপচা কোড বসিয়ে দিন।
৪. এরপর search অপশনে ক্লিক করার পর , রেশন কার্ডের স্ট্যাটাস active দেখালে ঠিক রয়েছে। কিন্তু যদি deactive দেখায় সেক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করাতে হবে।
৫. E-KYC করার জন্য খাদ্য দপ্তরের পেইজে গিয়ে Do E-KYC অপশনে ক্লিক করে,Link Aadhaar with Deactivated /Newly Approved Cards অপশনে ক্লিক করতে হবে।
৬. এরপর নতুন পেইজে গিয়ে রেশন কার্ড নাম্বার এবং ক্যাটাগরি সিলেক্ট করে নতুন করে সার্চ অপশনে ক্লিক করুন।
৭. Link Aadhaar and mobile no. অপশনে গিয়ে Send OTP – তে ক্লিক করলেই মোবাইল নাম্বারে যে OTP আসবে সেটা লিখে Submit করতে হবে।
৮. অবশেষে আপনার দেওয়া সব নথি ঠিক রয়েছে কিনা তা যাচাই করে Verify and Submit অপশনে ক্লিক করেই আপনার রেশন কার্ড Active হয়ে যাবে।
অফলাইন রেশন E- KYC করার পদ্ধতি :
অফলাইনের মাধ্যমে আপনি ও করতে পারবেন আপনার রেশন কার্ডের e-kyc। কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না আর কাউকে টাকা দিতেও হবে না।জানুন কীভাবে অফলাইনের মাধ্যমে রেশন E- KYC করবেন ?
রেশনের দোকানে গিয়ে আপনি রেশন e-kyc করাতে পারবেন। দোকানে গিয়ে POS মেশিন থেকে আঙুলের ছাপ নিয়ে e-kyc আপটুডেট করে নিবেন।
রেশন কার্ডের E- KYC করার শেষ তারিখ কবে ?
যদি আপনি একজন রেশন কার্ড গ্রাহক হয়ে থাকেন তো আপনাকে ২০২৪ – এর ৩০ শে জুনের আগে E-KYC করতে হবে। কারণ রেশন ডিলারদের কাছে রেশন বিতরণের সময় E-KYC করার জন্য ৩০ শে জুন পর্যন্ত শেষ সময় রয়েছে। সেই কারনে রেশন কার্ডের সমস্ত সুবিধা পেতে অবশ্যই ৩০ শে জুনের আগে E-KYC করে নিন।
Official Website Link- Click Here
প্রতিনিয়ত খবর পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।
আরও পড়ুন- Anganwadi Recruitment 2024 উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে ১৩ হাজার Anganwadi কর্মী নিয়োগ!
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।