Ration Service New Update 2024: ডিসেম্বর মাস থেকে পাবেন রেশনে অনেক সামগ্রী! এক নজরে দেখুন তালিকা।

Ration Service New Update 2024: ডিসেম্বর মাস থেকে পাবেন রেশনে অনেক সামগ্রী! এক নজরে দেখুন তালিকা।

Ration Service New Update 2024:

বছরের শেষ ও নতুন মাসের শুরুতেই রয়েছে রেশন কার্ডধারীদের জন্য একটি দারুণ সুখবর। তার উপর বিশেষ করে আপনিও যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে মন ভালো করে দেওয়ার মতো খবর। কী এই খুশির খবর তা আমরা আজকের প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত জেনে নিব। Ration Service New Update 2024

ডিসেম্বরে পাবেন অঢেল রেশন সামগ্রী:

এই ডিসেম্বর মাসে রেশন গ্রাহকেরা পেয়ে যাবেন আরও বেশি বেশি করে রেশন সামগ্রী। হ্যাঁ, এই বিষয়টি সত্যি এই মাসে সরকার রেশন কার্ডধারীদের দিবে রেশনে অঢেল সামগ্রী। আমরা অনেকেই জানি, রেশন কার্ডের বিভিন্ন ভাগ রয়েছে। সেই ভাগগুলি অনুযায়ী সরকার খাদ্য সামগ্রী নির্বাচন করে থাকেন। এবার যে ব্যক্তির কাছে যেমন রেশন কার্ড আছে, সরকার সেই অনুযায়ী বিনামূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করেন। কিন্তু এই বার রাজ্য সরকার ডিসেম্বর মাসের জন্য বিনামূল্য খাদ্য সামগ্রীর একটি তালিকা তৈরি করেছেন। সেই তালিকা অনুযায়ী রেশন সামগ্রী বিতরণ করা হবে।

Ration Service New Update 2024
Ration Service New Update 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রেশন সামগ্রীতে জারি করা হলো নতুন তালিকা:

বর্তমানে রেশন সরবরাহ ব্যবস্থায় জালিয়াতি চক্র বন্ধ করতে রাজ্য সরকার হোক অথবা কেন্দ্র সরকার দুই দিকের ভূমিকায় অপরিহার্য। রেশন ব্যবস্থায় প্রতারণা বন্ধ করতে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছেন কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ই। এইবার রেশন ব্যবস্থায় আরও একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছেন রাজ্য সরকার। Ration Service New Update 2024

সেই কারণে রাজ্য সরকার ডিসেম্বর মাসে বাড়িয়ে দিলো রেশন সামগ্রী। এইবার আসুন জেনে নেওয়া যা, আপনি আপনার রেশন কার্ডের মাধ্যমে কি কি সামগ্রী পেতে চলেছেন। রেশন কার্ডের তালিকায় বিভিন্ন রকমের ভাগ রয়েছে যেমন- অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ড, স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড ও প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড, খাদ্য সুরক্ষা যোজনা – RKSY-1 ও RKSY-2 Ration Card ও জঙ্গল মহল ও পাহাড়ের প্যাকেজ। নিম্নে তুলে ধরা হলো কোন ভাগে কতটা পরিমাণ রেশন দিচ্ছেন সরকার।

আরও পড়ুন- Pan Card 2.0 Apply: প্যান কার্ড নিয়ে সরকার থেকে নতুন ঘোষণা! জানুন বিস্তারিত তথ্য।

অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ড:

এই ক্যাটাগরির রেশন কার্ড যে সকল ব্যক্তিদের কাছে রয়েছে তারা ডিসেম্বর মাসে অর্থাৎ চলতি মাসে এই রেশন ক্যাটাগরির পরিবার পিছু ২১ কেজি চাল, ১৩. ৩ কেজি আটা বা ১৪ কেজি গম, ১ কেজি চিনি পাবেন।

RKSY – 1 এবং RKSY – 2 রেশন কার্ড:

RKSY-1 রেশন কার্ডধারীদের জন্য মাথা পিছু ৫ কেজি চাল ও RKSY-2 রেশন কার্ডধারীদের জন্য মাথা পিছু ২ কেজি চাল রাজ্য সরকারের তরফ থেকে বরাদ্দ করা হয়েছে।

SPH এবং PHH রেশন কার্ড:

এই দুই বিভাগের রেশন কার্ডধারীদের মাঝারি আয়ের পরিবারগুলির সমান রেশন পরিবেশন করা হয়ে থাকে৷ এই ক্যাটাগরির রেশন কার্ডধারীদের জন্য, এই চলতি ডিসেম্বর মাসের জন্য সরকার মাথা পিছু ২. ৫ কেজি চাল, ১ কেজি ময়দা বা ২ কেজি গম বরাদ্দ করেছেন। Ration Service New Update 2024

এর পাশাপাশি জঙ্গলমহল রেশন কার্ড যাদের রয়েছে শুধুমাএ তাদের জীবিকা নির্বাহের জন্যই অতিরিক্ত রেশন সামগ্রী দেওয়া হবে। পাহাড়ী এলাকায় যে সমস্ত বাসিন্দারা রয়েছে এবং চা বাগানের শ্রমিকরা যারা প্রায়শই অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তারা ডিসেম্বরে অতিরিক্ত রেশন দ্বারা উপকৃত হবেন।

আরও পড়ুন- Lakkhir Bhandar Big Update 2024: ডিসেম্বরে ঢুকবে কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? আবারো বাড়বে কি টাকার পরিমাণ? জানুন বিস্তারিত বিষয়গুলি।

Leave a Comment