Reserve Bank of India (RBI)-এর দাবি মেনে বদলে গেল Payment, এথন থেকে গ্ৰাহকরা পারেন এই সুবিধা।

Reserve Bank of India (RBI)-এর দাবি মেনে বদলে গেল Payment, এথন থেকে গ্ৰাহকরা পারেন এই সুবিধা।

Reserve Bank of India

Reserve Bank of India- এর দাবি পুরোপুরিভাবে পূরণ করলেন Digital Payment Platform,Paytm. Credit card -এর বিল পরিশোধের ব্যবস্থা নিয়ে RBI যেটা বলেছেন,Digital Payment Platform পুরোপুরিভাবে সেটাই করে দেখালেন।যা করে দেখতে পারেননি বেশিভাগ Bank ও Third party apps.

Reserve Bank of India এর দাবি পুরোপুরিভাবে পূরণ করলেন অন্যতম ভারতীয় বড়ো Digital Payment Platforms,Paytm.সম্প্রতি, দেশের সমস্ত Banks এবং PhonePe ও Cred এর মতো Third party apps,Digital payment platforms এর Credit card বিল পরিশোধ ব্যবস্থা নিয়ে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ কাজ করার নির্দেশ দিয়েছিলেন Reserve Bank of India.এই ক্ষেত্রে সবার আগে এগিয়ে রয়েছে Paytm. সম্প্রতি কালে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে Paytm এর পক্ষে সম্ভব ছিল না।Reserve Bank of India এর বেশ কিছু কঠিন নিয়মের নিদের্শর সম্মুখীন হতে হয়েছে সংস্থাটির। কিন্তু, মনে হচ্ছে এখন তারা সেই সময় কাটিয়ে উঠতে পেরেছেন।Reserve Bank of India এর দাবি পূরণ করলেন প্রথম তাঁরাই।

Reserve Bank of India
Reserve Bank of India
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Paytm-এর Credit card Payment:

গত February মাসে Reserve Bank of India দেশের সকল Bank এবং Third party apps শুধুমাত্র Bharat Bill Payment System প্ল্যাটফর্মের দ্বারা Credit card বিল Payment করার নির্দেশ দিয়েছিলেন।এই বিষয়টি কার্যকর করার শেষ তারিখ ছিল 30 June. Paytm বলেছেন বর্তমানে যে সকল ব্যাংকগুলি Credit card বিল পরিশোধের জন্য Bharat Bill Payment System প্লাটফর্মে চলে গিয়েছে, তাদের Apps শুধুমাত্র সেই সকল Bank এর Credit card বিল Payment করার সুবিধা পেয়ে যাবেন।এই Bank-গুলো মধ্যে রয়েছে – State Bank of India,Kotak Mahindra Bank of India, Induslnd Bank,IDBI Bank,AU Small Finance Bank,Canara Bank,Bank of Baroda and Federal Bank.

কিন্তু এখন অনেক Bank ও Third party apps এই নিয়মে অব্যাহত হয়ে উঠতে পারেনি।30 June এর পর থেকেও Cred এবং PhonePe -এর মতো Third party apps -গুলো ব্যবহারকারীদের এখনও Immediate Payment Service(IMPS),National Electronic Funds Transfer(NEFT) বা Unified Payments Interface (UPI) এর মাধ্যমে Credit card বিল Payment করতে দিচ্ছে।একই সঙ্গে Axis Bank,Housing Development Finance Corporation Bank(HDFC),এবং Industrial Credit and Investment Corporation of India Bank(ICICI) এর মতো Credit card বাজারে বড়ো নাম করলেও Bharat Bill Payment System (BBPS) এখনও নিজেদের স্থায়ী তৈরি করতে পারেনি।Non-Fungible Token(NFT),Immediate Payment Service(IMPS) ও Unified Payments Interface(UPI )-এর উপর তারাও নির্ভর করে।যে সকল Bank এবং Apps এর নিয়ম এখনও পর্যন্ত অনুসরণ করেনি ,Reserve Bank of India (RBI)-এর কাছে তাঁরা 90 দিন সময় চেয়ে নিয়েছে।

Reserve Bank of India Website Link- Click Here

Leave a Comment