RG Kar Case Arrest 1 From North Bengal: আরজি কর কান্ডে নিয়ে গুজব ছড়ানো এবং কুরুচিকর মন্তব্য সমাজ মাধ্যমে, উত্তরবঙ্গ থেকে গ্রেপ্তার এক যুবক!
RG Kar Case Arrest 1 From North Bengal:
RG Kar:- কলকাতা আরজি কর কান্ড নিয়ে গোটা দেশ ও স্যোশাল মিডিয়া উত্তাল। গোটা দেশ যখন ন্যায় বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে। অন্যদিকে আরজি কর কান্ডের গুজব ছড়াচ্ছে ঝড়ের গতিতে। স্যোশাল মিডিয়া প্রশাসন ও সরকারকে নিয়ে একাধিক অশালীন কুমন্তব্য করা হচ্ছে। এরপরেই পুলিশ প্রশাসন নড়েচড়ে বসে। সাংবাদিক সম্মেলন করে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানান,গুজব রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করবেন।
Table of Contents
আরজি কর কান্ড নিয়ে উত্তরবঙ্গের আলিপুদুয়ার জেলার এক যুবক সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করেই অশালীন কুমন্তব্য করে বলে অভিযোগ। সেই মন্তব্য ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় । অশালীন কুমন্তব্য স্যোশাল মিডিয়া ভাইরাল হওয়ার পর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ওই যুবকের বিরুদ্ধে জংশন ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়। RG Kar Case Arrest 1 From North Bengal
এরপরেই পুলিশ এই যুবককে গ্রেপ্তার করেন। জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ 294, 296 এ , 79 B.N.J, 67 এ, আইটি অ্যাক্ট ধারা দেওয়া হয়েছে। যার মধ্যে 67 এ আইটি অ্যাক্ট জামিন অযোগ্য ধারা রয়েছে।
শনিবার আলিপুদুয়ার জেলা আদালতে যুবককে তোলা হলে বিচারক 14 দিনের পুলিশ হেফাজতে দিয়েছে। একজন মহিলা মুখ্যমন্ত্রীকে নিয়ে কিভাবে এহেন কুরুচিকর মন্তব্য করা হয় তা নিয়ে নিন্দায় সরব হয়েছে বুদ্ধিজীবি মহল।
আরও পড়ুন: Dr Moumita Debnath Biography: মৌমিতা দেবনাথের জীবনী
আরও পড়ুন: Moumita Debnath Death Case 2024: একটা শরীর, ১৮/২০ জন পুরুষ, ১১৩ টা কামোর্ডের দাগ, 150 গ্রাম বীর্য! আসল সত্য জানুন।
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।