RG kar College and Hospital: আরজি কর কান্ডে ভুল তথ্য পোস্টে করাই সুখেন্দুশেখকে তলব কলকাতা পুলিশের, পাল্টা কুনাল কী পোস্ট করলেন।

RG kar College and Hospital: আরজি কর কান্ডে ভুল তথ্য পোস্টে করাই সুখেন্দুশেখকে তলব কলকাতা পুলিশের, পাল্টা কুনাল কী পোস্ট করলেন।

RG kar College and Hospital

আরজি কর মেডিক্যাল হাসপাতালে মৃত মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার তদন্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য পোস্ট করার অভিযোগ উঠল তৃণমূলের সাংসদ সুখেন্দুশেখর রায়ের বিরুদ্ধে। লালবাজার সূত্রে খবর, রবিবার বিকেল 4 টে নাগাদ তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়কে তলব করে লালবাজারের পুলিশ।

তবে তিনি দাবি করেন, এখনো আমি পুলিশের কোনও নোটিস পাননি। আরজি কর কান্ডে শনিবার সুখেন্দুশেখ তাঁর নিজের এক্স হ্যান্ডেলে প্রশ্ন তুলে লিখেন-
•প্রাথমিকভাবে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনাকে আত্মহত্যা বলা হল কেন ?
•ঘটনার তিনদিন পর কেন স্নিফার ডগ দিয়ে তল্লাশি হল?

RG Kar College And Hospital

RG kar College and Hospital
RG kar College and Hospital
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এরপরেই লালবাজার পুলিশের দাবি করেন, সাংসদের এক্স হ্যান্ডেলে করা পোস্টে দ্বিতীয় তথ্য অর্থাৎ তিনদিন পর স্নিফার ডগের প্রসঙ্গটি সম্পূর্ণ অসত্য তথ্য। তবে কেন এমন বিভ্রান্তিকর তথ্য সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। সূত্রের খবর, রবিবার বিকেলে লালবাজার পুলিশ তার জবাব চেয়ে তাকে তলব করেন।

অন্যদিকে সুখেন্দুশেখর রায়ের পোস্টের পরিপ্রেক্ষিতে এবার পাল্টা পোস্ট করলেন তৃণমূলের নেতা কুনাল ঘোষ। এই নিয়ে কুনাল ঘোষ তাঁর এক্স হ্যান্ডেলে লিখেন, আমিও আরজি কর মামলায় বিচার চাই। কিন্তু আমি পুলিশ কমিশনারকে নিয়ে করা এই মন্তব্যের তীব্র ভাষায় সমালোচনা করছি। RG kar College and Hospital

আরজি কর মামলার বিষয় নিয়ে ব্যক্তিগত ভাবে পুলিশ কমিশনার নিজের কাজ করে গিয়েছেন। এবং তিনি তদন্তকে ইতিবাচক দিকেই নিয়ে গিয়েছেন। এই ধরনের পোস্ট খুবই দুর্ভাগ্যজনক।

আরও পড়ুনঃ BSNL 5G Service: BSNL আনছে 5G, সস্তার রিচার্জ, তুখোড় নেটওয়ার্ক, বাংলা কি এখনই সংযোগ পাচ্ছে ?

Leave a Comment